নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!
মারাত্মক একটা ভীতিরোগ ভর করেছে অনিকের ওপর
রাস্তা পার হতে ভয় পায় সে ।
ফুটপাত ধরে যখন হাটে তখন মনে হয় ট্রাকটা যেনো তার দিকেই তেড়ে আসছে ।
অনেকটা যেনো প্রতিশোধ নিতে চায় যান্ত্রিক প্রাণ গুলো ।
প্রত্যেকটা যান্ত্রিক প্রাণের পাশ কেটে যাওয়া আর তাই আতকে ওঠে অনিক ।
এই বুঝি ওর গায়ের ওপর দিয়ে চলে গেলো ,
অথবা ওর হৃদপিন্ড পিষে দিয়ে পালিয়ে গেলো ট্রাকটা ,
তন্বীর মতো অনেকটা ।
পোস্ট মর্টাম রিপোর্টে বলা হয়েছিল হঠাত্ অসাবধানতাবশত তন্বীর হৃদপিন্ডটা পিষে যায় কোনো এক ট্রাকের চাকায় ।
আজ থেকে দু বছর পূর্বে ,
হঠাত্ অসুস্থ হয়ে পড়ে তন্বী ,
সন্ধ্যা থেকে বমি আর খুব দুর্বল লাগছিল ওর শরীরটা,
অনিকের দাদী এসে ব্যাপারটা বুঝতে পেরে পুরো পাড়ায় খবর করে দিলেন অনিক বাবা হতে যাচ্ছে।
ঘরে ঘরে মিষ্টি পাঠিয়ে দিলেন অনিকের বাবা ,
তন্বীর শাশুরীও কম যান না,
বউ এর বাপের বাড়িতে কয়েক প্যাকেট মিষ্টি পাঠিয়ে দিয়েছেন।
তন্বীর বাবা মা খবর পাওয়ার সাথে সাথেই নতুন অতিথির জন্য সব বন্দবোস্ত করে রেখেছেন।
কিন্তু অনিক কে কোথাও পাওয়া যাচ্ছেনা ,
তন্বী এতোক্ষণ লজ্জ্বায় লাল হচ্ছিল ,
কিন্তু ওর এখন অনিককে দেখতে ইচ্ছে করছে ।
চিন্তাও হচ্ছে ।
ফোন দেয় তন্বী ,
অনিক তুলে নেয় না ফোনটা ।
কড়ই গাছটার নিচে বসে গোল্ডলীফের সাথে কথোপোকথন চলছে ওর ।
আবার ফোন আসে তন্বীর ,
অনিক তুলে নেয় ।
হ্যাঁ বলো ?
তুমি কোথায় অনিক ?
একটু বাসায় আসোনা ?
একটু তোমার সাথে ফুটপাথ ধরে হাঁটবো ।
অনিক ফোন কেটে উঠে পড়ে ,
তন্বীকে নিয়ে ফুটপাথ টা ধরে হাঁটছে অনিক ,
নিয়ন আলোয় সব কিছু কেমন ঝাপসা লাগছে ,
যান্ত্রিক প্রাণ গুলো মুহূর্তেই পাশ কেটে চলেছে সশব্দে ।
অনিক কোথাও যেনো ডুবে আছে।
কেমন যেনো মৃত মৃত মনে হচ্ছে ওকে ।
এই কী হয়েছে ?
প্রশ্ন করে তন্নী !
কিছুনা ।
নির্লিপ্ততায় জবাব দেয় অনিক !
তাহলে চুপ যে ?
আমাদের একটা বাবু হবে আর তুমি কিনা এমন চুপ ?
তোমার তো খুশি থাকার কথা ।
আর তুমি কিনা !
এমন মন মরা কেনো ?
হুম ?
অনিক কী বলবে ভেবে পায়না ।
আমাদের একটা বাবু হবে ?
না হবেনা ।
পারবোনা দেখতে আমি ওর মুখ ।
আমার বাবা হওয়ার ক্ষমতা নেই রিপোর্টে এসেছিল ।
তবে এ বাচ্চা আমার কী ?
একটা ট্রাক প্রবল বেগে ছুটছে ।
অনিক তন্বীকে ধাক্কা দেয় ।
তন্বীর হৃদপিন্ড টা পিষে যায় ।
ট্রাক ড্রাইভার আর হেল্পপার কেউ খেয়াল করেনি তন্বী কিভাবে ট্রাকের চাকায় আসলো ।
লাশকাটা ঘরে তন্বীকে নেয়া হয় ।
রিপোর্টে একটা অনকাঙ্খিত সত্য বেরিয়ে আসে আর তা হলো
"তন্বী অন্তসত্বা ছিলনা ।"
এ ঘটনার পর কেটে গিয়েছে দু বছর ,
অনিকের ঘুম নেই ,
খাওয়া নেই ,
কারো সাথে কথা নেই ,
প্রিয় ফুটপাথ টা ধরে হাঁটাও হয়না আর ।
ফুটপাথ ধরে হাটলে মনে হয় ট্রাক গুলো তেড়ে আসছে ওর দিকে ,
তন্বীর হয়ে প্রতিশোধ নিতে চাইছে।
তাই অনিক আর রাস্তায় বেরুতে পারেনা ।
মারাত্মক এই ভীতিরোগ টার কাছে হার মানে সে ।
তন্বীর কবর টার কাছেই এখন বেশীর সময় পড়ে থাকা হয় ।
যদি কখোনো তন্বী ওখান থেকে ভেসে আসে ,
আর যদি একটু মুচকি হেসে বলে
"যাও ক্ষমা করেছি তোমায়।"
২০ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:০৭
আহসানের ব্লগ বলেছেন: আপনার মতামতে অনেক ধন্যবাদ ভাইয়া
২| ২০ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:৫৪
সজীব ইমাম বলেছেন: সত্যি অনেক সুন্দর একটি গল্প পড়লাম। মনটা বেশ ভারি হয়ে গেল।
২০ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:০৮
আহসানের ব্লগ বলেছেন: পাঠে অনেক ধন্যবাদ এবং শুভ কামনা
৩| ২০ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৪১
আমিনুর রহমান বলেছেন:
মন খারাপের গল্পে +
২১ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:৪০
আহসানের ব্লগ বলেছেন: ধন্যবাদ ভাইয়া ,
অনেক শুভকামনা
৪| ২০ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৫৭
মামুন রশিদ বলেছেন: সুন্দর লিখেছেন ।
২১ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:৪১
আহসানের ব্লগ বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া
৫| ২০ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:১০
বোকা মানুষ বলতে চায় বলেছেন: সন্দেহ আর আস্থা, বিপরীত দুটি শব্দ, জীবনেও আনে বিপরীত প্রতিক্রিয়া।
গল্পের লেখাটা কবিতা স্টাইল হয়ে গেছে, টাইপো কি? ঠিক করে দিলে পড়তে আরাম হবে।
শুভকামনা রইল।
২১ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:৪১
আহসানের ব্লগ বলেছেন: এটা গল্পই ছিল ভাইয়া
গঠন মূলক মতামতের জন্য ধন্যবাদ
৬| ২০ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:১৩
একলা চলো রে বলেছেন: স্বল্প পরিসরে হালকা ব্রেন স্টর্ম!
২১ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:৪২
আহসানের ব্লগ বলেছেন: পাঠে ধন্যবাদ
৭| ২০ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৫২
আবু শাকিল বলেছেন: খুব ভাল লেখা।
+
২১ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:৪৩
আহসানের ব্লগ বলেছেন: প্লাসে অসংখ্য ধন্যবাদ ভাইয়া ,
আর পাঠে ও
৮| ২০ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:০৪
জাফরুল মবীন বলেছেন: চমৎকার লিখেছেন
এ অবস্থাটাকে সাইকিয়াট্রিতে সম্ভবতঃ “পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার” বলে।
২১ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:৪৪
আহসানের ব্লগ বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
আরেহ জানতাম ই তো নাহ
জানতে হবে
৯| ২০ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৫১
অশ্রুত প্রহর বলেছেন: ভালো লাগল...:-)
২১ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:৪৪
আহসানের ব্লগ বলেছেন: পাঠে অনেক ধন্যবাদ
১০| ২০ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:১৬
অপূর্ণ রায়হান বলেছেন: ২য় ভালোলাগা + চমৎকার লিখেছেন ।
ভালো থাকবেন ।
২১ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:৪৫
আহসানের ব্লগ বলেছেন: অনেক ভাল থাকবেন রায়হান ভাইয়া
ধন্যবাদ খুব
১১| ২১ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৪৯
কলমের কালি শেষ বলেছেন: গল্পটা অন্যরকম । ভাল লাগলো ।
২১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:২৩
আহসানের ব্লগ বলেছেন: আপনাকে ধন্যবাদ প্রিয় নিয়মিত পাঠক
১২| ২৩ শে অক্টোবর, ২০১৪ সকাল ৭:০২
মন ময়ূরী বলেছেন: ভাল লেগেছে গল্পটা।
২৩ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:২৯
আহসানের ব্লগ বলেছেন: অনেক ধন্যবাদ
১৩| ০২ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৩:১৮
ডি মুন বলেছেন: ইশ, বিষাদময় গল্প।
ছোট্ট এবং সুন্দর। +++++
শুভকামনা রইলো
২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:০০
আহসানের ব্লগ বলেছেন: আপনার মন্তব্যে ধন্যবাদ ভাইয়া । দেরিতে প্রতিউত্তর দেয়ায় দুঃখিত
©somewhere in net ltd.
১| ২০ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:১৪
মাঘের নীল আকাশ বলেছেন: ভাল লাগলো!