নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ › বিস্তারিত পোস্টঃ

কিছু বলবনা

২২ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:১৬

হুম গর্ব করার মতো বাঙ্গালীর অনেক কিছুই আছে ,
কিন্তু এই বাঙ্গালীকে নিয়ে আমার গর্ব করার কিছুই নেই।

একটা ম্যাচ জয় করলাম ,
আর গেলাম ইন্ডিয়ান পেইজে গিয়ে শুরু করলাম গালাগালি ।
আমরা হ্যান আমরা ত্যান ।
কিন্তু অগণিত ম্যাচ হারা পরও কোনো ইন্ডিয়ান কে দেখলাম
না আমাদের বাংলাদেশী পেইজে এসে গালাগাল অথবা ট্রল করতে ।

আমাদের এক বোন ন্যাশনাল জিওগ্রাফীতে সেরা দশ ভ্রমণ কারীদের মধ্যে একজন হয় ।

আর আমরা সেই বোন কে নিয়ে গর্ব না করে
উল্টো তাকে নাস্তিক ট্যাগ দিয়ে গালাগাল করি ।

মানে কী এসবের ?

তাহসান ভাইয়া একটা কথা বলেছিলেন একবার ,
এই দেশে সর্বজন স্বীকৃত কেউ জন্ম নেয়নি কোনো দিন।

তা আসলে সত্য ।

কিন্তু এমন টাই বা কী করে মেনে নেই ?

বড় বোনের বিয়েতে ছোটো বোন এক মিষ্টি ভাগ করে খায় ,
ঠোটে কামড় দিয়ে ,

এই ছবি নিয়ে শুরু হয় ,
আহারে কেয়ামত আইলো ।

কিন্তু কারও ব্যাক্তিগত ইভেন্টের ছবি নিয়ে এমন টা করা যে উচিত না তা বাঙ্গাল বোঝেনি
কখোনো ।

এক লোক বরিশাল লঞ্চে বসে ছবি আপলোড করলেন ,
“আমি এখন দুবাইয়ের পথে”

আমরা সেই ছবির নিচে মোশাররফ করিমের ব্যাঙ্গাত্তক ছবি
যোগ করে ট্রল করা শুরু করলাম ,

“ফইন্নির পুত দুবাই কী বরিশাল নাকি ?

লোকটা কিন্তু আসলেই দুবাই যাচ্ছিলেন ।

বরিশাল>ঢাকা>দুবাই ।

বাট কেউ এই সমিকরণ টা বোঝেনি :/

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২২ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:৩৪

আলম দীপ্র বলেছেন: হুম ! বেশ লিখেছেন !

২২ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৪২

আহসানের ব্লগ বলেছেন: ধন্যবাদ ভাইয়া

২| ২২ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:১৩

পার্সিয়াস রিবর্ণ বলেছেন: ভালো লাগলো । একটা সমাজের কেউ হয়তো বৌদ্ধিকতায় এগিয়ে যায় কেউ নোংরামোয় । আমরাই বোধ হয় একমাত্র জাতি যারা সবাই দল বেধে নোংরামির চর্চাতেই মেতে উঠছি ।

২৩ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:২৯

আহসানের ব্লগ বলেছেন: হুম ।
নোংরামী সবখানে :(

৩| ২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ১:০২

মৃদুল শ্রাবন বলেছেন: আমাদের বোধদয় হতে এখনো আসলেই অনেক দেরি। এমনকি আদৌ হবে কিনা কে জানে।

লেখা গুলো ভালো লাগলো।

২৩ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:২৯

আহসানের ব্লগ বলেছেন: ধন্যবাদ ভাইয়া :)

৪| ২৪ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৯

কলমের কালি শেষ বলেছেন: হুম :(

২৫ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:০০

আহসানের ব্লগ বলেছেন: :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.