নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!
হুম গর্ব করার মতো বাঙ্গালীর অনেক কিছুই আছে ,
কিন্তু এই বাঙ্গালীকে নিয়ে আমার গর্ব করার কিছুই নেই।
একটা ম্যাচ জয় করলাম ,
আর গেলাম ইন্ডিয়ান পেইজে গিয়ে শুরু করলাম গালাগালি ।
আমরা হ্যান আমরা ত্যান ।
কিন্তু অগণিত ম্যাচ হারা পরও কোনো ইন্ডিয়ান কে দেখলাম
না আমাদের বাংলাদেশী পেইজে এসে গালাগাল অথবা ট্রল করতে ।
আমাদের এক বোন ন্যাশনাল জিওগ্রাফীতে সেরা দশ ভ্রমণ কারীদের মধ্যে একজন হয় ।
আর আমরা সেই বোন কে নিয়ে গর্ব না করে
উল্টো তাকে নাস্তিক ট্যাগ দিয়ে গালাগাল করি ।
মানে কী এসবের ?
তাহসান ভাইয়া একটা কথা বলেছিলেন একবার ,
এই দেশে সর্বজন স্বীকৃত কেউ জন্ম নেয়নি কোনো দিন।
তা আসলে সত্য ।
কিন্তু এমন টাই বা কী করে মেনে নেই ?
বড় বোনের বিয়েতে ছোটো বোন এক মিষ্টি ভাগ করে খায় ,
ঠোটে কামড় দিয়ে ,
এই ছবি নিয়ে শুরু হয় ,
আহারে কেয়ামত আইলো ।
কিন্তু কারও ব্যাক্তিগত ইভেন্টের ছবি নিয়ে এমন টা করা যে উচিত না তা বাঙ্গাল বোঝেনি
কখোনো ।
এক লোক বরিশাল লঞ্চে বসে ছবি আপলোড করলেন ,
“আমি এখন দুবাইয়ের পথে”
আমরা সেই ছবির নিচে মোশাররফ করিমের ব্যাঙ্গাত্তক ছবি
যোগ করে ট্রল করা শুরু করলাম ,
“ফইন্নির পুত দুবাই কী বরিশাল নাকি ?
লোকটা কিন্তু আসলেই দুবাই যাচ্ছিলেন ।
বরিশাল>ঢাকা>দুবাই ।
বাট কেউ এই সমিকরণ টা বোঝেনি :/
২২ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৪২
আহসানের ব্লগ বলেছেন: ধন্যবাদ ভাইয়া
২| ২২ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:১৩
পার্সিয়াস রিবর্ণ বলেছেন: ভালো লাগলো । একটা সমাজের কেউ হয়তো বৌদ্ধিকতায় এগিয়ে যায় কেউ নোংরামোয় । আমরাই বোধ হয় একমাত্র জাতি যারা সবাই দল বেধে নোংরামির চর্চাতেই মেতে উঠছি ।
২৩ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:২৯
আহসানের ব্লগ বলেছেন: হুম ।
নোংরামী সবখানে
৩| ২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ১:০২
মৃদুল শ্রাবন বলেছেন: আমাদের বোধদয় হতে এখনো আসলেই অনেক দেরি। এমনকি আদৌ হবে কিনা কে জানে।
লেখা গুলো ভালো লাগলো।
২৩ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:২৯
আহসানের ব্লগ বলেছেন: ধন্যবাদ ভাইয়া
৪| ২৪ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৯
কলমের কালি শেষ বলেছেন: হুম
২৫ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:০০
আহসানের ব্লগ বলেছেন:
©somewhere in net ltd.
১| ২২ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:৩৪
আলম দীপ্র বলেছেন: হুম ! বেশ লিখেছেন !