নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ › বিস্তারিত পোস্টঃ

প্রাকৃতিক

৩০ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:০৬

চুপ চাপ

ধরনী দেখার আগেই

ঘ্রাণ নিয়ে টুপ টাপ পড়লে এ মাটি তে।



বাস্তুসংস্থানের তুমি কী বোঝো?

আমি জেনেছি ক্লাউড ব্লাস্টে

উজাড় হয়েছে গ্রামের পর গ্রাম।



আকাশে উড়েছে রাখাল

আর তার প্রিয় গবাদি গুলি!



পিছুটানের তুমি কী বোঝো?

আমি শুনেছি সে দিনের পর

শত হাজারো মানুষ খুইয়েছে তার পিছু টান।



আমি শুধু জানতে চাই

মায়ার তুমি কী বোঝো?

সেদিনের পর মায়ের মুখে আর শব্দ থাকেনি।

কোলের শিশু যখন পড়েছিল অতলে,



সেই প্রলয়ঙ্কারী রাতে।

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ৩০ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:২৬

বাউল আলমগী সরকার বলেছেন: খুব সুন্দর লাগল

৩০ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:৫৯

আহসানের ব্লগ বলেছেন: পাঠে অনেক ধন্যবাদ :)

২| ৩০ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:২৮

ইমতিয়াজ ১৩ বলেছেন: কবিতায় ++

৩০ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:০০

আহসানের ব্লগ বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় ইমতিয়াজ ভাইয়া

৩| ৩০ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:৩৪

মকসুদ মনি বলেছেন: সিডরে কিংবা আইলাতে-----
অসহায় মানুষ তবুও বাঁচে--------
টিকেনা বোধের প্রাচীর
বিশ্বাসহীনতার আঘাতে।

৩০ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:০১

আহসানের ব্লগ বলেছেন: আপনার মতামতে হাজার টা প্লাস :(

৪| ৩০ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:৫৩

 বলেছেন: ++++

০১ লা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:২৮

আহসানের ব্লগ বলেছেন: অনেক ধন্যবাদ ;)

৫| ৩০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৫০

মামুন রশিদ বলেছেন: খুব সুন্দর ।

০১ লা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:২৯

আহসানের ব্লগ বলেছেন: অনেক ধন্যবাদ :)

৬| ৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:০০

তুষার কাব্য বলেছেন: প্রকৃতির নিদারুন কুঠারাঘাতের চিহ্ন যেখানে পড়েছে তা কোনদিন মুছবার নয়...শরীর থেকে মুছে গেলেও মন তা বহন করে আজীবন..

কবিতায় প্লাস...

০১ লা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৩০

আহসানের ব্লগ বলেছেন: আপনার গঠন মূলক মতামতে প্লাস দিলাম ;)

৭| ৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:১৯

সুমন কর বলেছেন: মোটামুটি লাগল !

০১ লা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৩১

আহসানের ব্লগ বলেছেন: আরও ভাল করার ট্রাই করবো ভাইয়া :)

৮| ৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৩১

মৃদুল শ্রাবন বলেছেন:


কবিতায় ভালোলাগা।

আসলেই কিছুই না দেখে না বুঝে লাফ দেয়াটা তার ভুল হইছে।

০১ লা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৩২

আহসানের ব্লগ বলেছেন: উইত্তেরী কি বুঝাইতে চাইলেন ভাই :(

৯| ৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৩০

নাসরিন চৌধুরী বলেছেন: ভাল লিখেছেন---পাঠকের ভাবনাকে নাড়া দিবে

০১ লা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৩

আহসানের ব্লগ বলেছেন: অনেক অনেক অনেক ধন্যবাদ ;)

১০| ০২ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১২:১৮

কলমের কালি শেষ বলেছেন: কবিতায় ভালোলাগা ।

০২ রা ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:০১

আহসানের ব্লগ বলেছেন: আপনার মতামতেও এত্তোগুলো ভাল লাগা ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.