নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!
সূর্যের তাপ টাকেও বড় ঠুনকো মনে হয়
তোমার উত্তাপে ।
সেই সে ভাবনার উত্তাপে ।
চাঁদের আলোটাকেও আর ভালবাসিনা ,
গায়ে মাখিনা তাকে ।
তবে এটা জানকি ?
তুমি অনেকটা চাঁদের আলোর মতন ।
সপ্ত স্তর ভেদ করে চুয়ে চুয়ে পড়ো।
হয়তোবা একটু ভালবাসো ।
তবে এটাও সত্য
আমিতো সেই কবেই হারিয়েছি ।
বকুল ফুলে গা ডুবেয়েছি ।
আর কেয়া ঘাটের কিনারায় আমার তরী ভিড়িয়েছি ।
তোমায় নেব বলে ।
আর ভালবাসবো বলে ।
আচ্ছা আজ যখন আমি এতোদিনেও
এতোগুলো বছর ধরে তোমার কালো চুলে বিলি কাটার স্বপ্ন দেখে আসছি ।
তখন তুমি অস্পৃশ্যই বা কেন ?
আর কেনই বা বৃত্তের বাইরে ?
০৭ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৩৩
আহসানের ব্লগ বলেছেন: ধন্যবাদ ভাইয়া
২| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:২৬
ব্লগার মাসুদ বলেছেন: তবে এটাও সত্য
আমিতো সেই কবেই
হারিয়েছি ।
০৭ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৩৪
আহসানের ব্লগ বলেছেন: আপনিও হারিয়েছেন?
৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৫৩
কষ্ট - ১ বলেছেন: ভীষণ ভাল লাগলো
০৭ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৭
আহসানের ব্লগ বলেছেন: কষ্ট করে পড়ে মুল্যবান মন্তব্য দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ!
৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৫৭
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: দারুন লিখেছেন ভাইয়া ---- ভীষণ ভাল লাগলো
০৭ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:০৫
আহসানের ব্লগ বলেছেন: অনেক অনেক অনেক ধন্যবাদ লায়লা আপু
৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৫৭
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: সপ্ত স্তর ভেদ করে চুয়ে চুয়ে পড়ো।
হয়তোবা একটু ভালবাসো ।
০৭ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:০৫
আহসানের ব্লগ বলেছেন: হুম
৬| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৫১
কলমের কালি শেষ বলেছেন: ভালো হয়েছে কবি !
০৭ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:০৬
আহসানের ব্লগ বলেছেন: ভাল হয়েছে জেনে ভাল লাগলো
৭| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:২২
মামুন রশিদ বলেছেন: ভালোলাগা+
১০ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:২৭
আহসানের ব্লগ বলেছেন: ধন্যবাদ
৮| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৩১
তুষার কাব্য বলেছেন: ভালো লেগেছে...+++
১০ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:২৭
আহসানের ব্লগ বলেছেন: ধন্যবাদ ভাইয়া
©somewhere in net ltd.
১| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:২৬
সুমন কর বলেছেন: মোটামুটি লাগল !