নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ › বিস্তারিত পোস্টঃ

ভাবছি

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩১

আমি এখন হয়তো অন্য কোথাও হতে পারতাম ,
হতাম অন্য রকম ।
আমি এখন হয়তো ভাবতাম অন্যকিছু ।
হয়তো এই লেখাটা লিখতাম না ।

এক মুহূর্ত পরেও কী হবে তা আমি এখন হয়তো জানি না ।
অথবা কবিতার পরের লাইন টাই বা কী হবে,
তা অনুধাবন করলাম আর কখন !

আমি মাংস পিন্ডে গড়া ।
তবু মাঝে মাঝে উড়তে চাই ,
ধরতে চাই সপ্ত আসমানের ওপর স্বর্গের দেয়াল কে ।

অথবা জাহান্নামের যা কিছু আজ ভয়ের কারণ ।

আমাদের ছোটো গ্রহে বিভেদে দহন ।
আমারা হারাবো জানি পথের ঠিকানা ।
তারপরেও ভবঘুরে হওয়ার সুজোগ পাওয়ার আগে
হারাবো নিজেদের ।

এবং তারপরেও ভাবি ,
আমি এখন হয়তো অন্য কোথাও হতে পারতাম ।
অথবা এই লেখা টা অন্য কিছু হতে পারতো !

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৪৫

আরণ্যক রাখাল বলেছেন: আসলেই লেখাটা আরো ভাল হতে পারত| হবে আশা করি| লিখে যান

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৪৫

আহসানের ব্লগ বলেছেন: ধন্যবাদ ভাইয়া :)

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:০৯

সুমন কর বলেছেন: মোটামুটি লাগল !

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৪৫

আহসানের ব্লগ বলেছেন: :)

৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:৩৬

জাফরুল মবীন বলেছেন: অনেকদিন পর আপনাকে ও আপনার কবিতাকে পেলাম :)

ভাল লাগলো।

শুভকামনা জানবেন।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৮

আহসানের ব্লগ বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া ।
ভাল থাকবেন :)

৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৫৯

চাঁদগাজী বলেছেন:

ভাবুন,

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৯

আহসানের ব্লগ বলেছেন: আচ্ছা ;)

৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৫৩

চাঁদগাজী বলেছেন:



অনেক তো ভাবলেন, রেজাল্ট কি?

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:০৪

আহসানের ব্লগ বলেছেন: এবং তারপরেও ভাবি ,
আমি এখন হয়তো অন্য কোথাও হতে পারতাম ।
অথবা এই লেখা টা অন্য কিছু হতে পারতো !

এটাই রেজাল্ট ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.