নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!
আমি এখন হয়তো অন্য কোথাও হতে পারতাম ,
হতাম অন্য রকম ।
আমি এখন হয়তো ভাবতাম অন্যকিছু ।
হয়তো এই লেখাটা লিখতাম না ।
এক মুহূর্ত পরেও কী হবে তা আমি এখন হয়তো জানি না ।
অথবা কবিতার পরের লাইন টাই বা কী হবে,
তা অনুধাবন করলাম আর কখন !
আমি মাংস পিন্ডে গড়া ।
তবু মাঝে মাঝে উড়তে চাই ,
ধরতে চাই সপ্ত আসমানের ওপর স্বর্গের দেয়াল কে ।
অথবা জাহান্নামের যা কিছু আজ ভয়ের কারণ ।
আমাদের ছোটো গ্রহে বিভেদে দহন ।
আমারা হারাবো জানি পথের ঠিকানা ।
তারপরেও ভবঘুরে হওয়ার সুজোগ পাওয়ার আগে
হারাবো নিজেদের ।
এবং তারপরেও ভাবি ,
আমি এখন হয়তো অন্য কোথাও হতে পারতাম ।
অথবা এই লেখা টা অন্য কিছু হতে পারতো !
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৪৫
আহসানের ব্লগ বলেছেন: ধন্যবাদ ভাইয়া
২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:০৯
সুমন কর বলেছেন: মোটামুটি লাগল !
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৪৫
আহসানের ব্লগ বলেছেন:
৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:৩৬
জাফরুল মবীন বলেছেন: অনেকদিন পর আপনাকে ও আপনার কবিতাকে পেলাম
ভাল লাগলো।
শুভকামনা জানবেন।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৮
আহসানের ব্লগ বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া ।
ভাল থাকবেন
৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৫৯
চাঁদগাজী বলেছেন:
ভাবুন,
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৯
আহসানের ব্লগ বলেছেন: আচ্ছা
৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৫৩
চাঁদগাজী বলেছেন:
অনেক তো ভাবলেন, রেজাল্ট কি?
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:০৪
আহসানের ব্লগ বলেছেন: এবং তারপরেও ভাবি ,
আমি এখন হয়তো অন্য কোথাও হতে পারতাম ।
অথবা এই লেখা টা অন্য কিছু হতে পারতো !
এটাই রেজাল্ট
©somewhere in net ltd.
১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৪৫
আরণ্যক রাখাল বলেছেন: আসলেই লেখাটা আরো ভাল হতে পারত| হবে আশা করি| লিখে যান