নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ › বিস্তারিত পোস্টঃ

এক কিশোরী

১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৪৭

আমার সব জানালায় ,

মাঝ রাতে রাস্তায় ।

এক কিশোরী র দেখা মেলে ।



সে অত্যন্ত কামুক হয়ে খোঁজে আমায় ।

আমি লোভাতুর দৃষ্টিতে সব বুঝেও না বোঝার ভান করে ঘুমিয়ে পড়ি ।



ঘুম ভেঙে দেখি ভোরের আলো ফুটছে ।

কিশোরী তখনো আশায় ।



আমি আশ্চর্য হই ।

কিশোরী র ভালবাসা কী সত্যিই !



নাকি কোনো ছলনার জালে জড়ানোর পন্থা ।

আমি ভালবাসতে চাইনা ,

আর চাইনা নিজেকে জড়তা অকল্পনীয় ভালবাসার রিক্ততায় ।



থাক সব শেষেও যখন সূর্য মাথা চাড়া দ্যে ওঠে ,

আর কিশোরী হারায় ।



আর তখন মৃদ হেসে নিশ্চিত হই ,

ছলনার শিকার হচ্ছিলাম বৈকি ।





নাসিমুল আহসান

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:৫১

জাফরুল মবীন বলেছেন: +

১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:২০

আহসানের ব্লগ বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া :)

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:০৪

ঢাকাবাসী বলেছেন: ১৪ নং লাইনে 'জড়াতে' হবে আর শেষ লাইনে 'শিকার' হবে মনে হয়! ভাল লাগল্। ধন্যবাদ।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:২৪

আহসানের ব্লগ বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া :)
সব দোষ অভ্র এর ;)

৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৭

তুষার কাব্য বলেছেন: ভালো লাগা...

১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:২৬

আহসানের ব্লগ বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার :)

৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫৩

মৃদুল শ্রাবন বলেছেন: বড় বাঁচা বেঁচে গেছেন।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:২৫

আহসানের ব্লগ বলেছেন: হে হে হে B-)

৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫৪

সুমন কর বলেছেন: =p~

১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:১৪

আহসানের ব্লগ বলেছেন: X((

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.