নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ › বিস্তারিত পোস্টঃ

আমার পবিত্র ধর্ম নিয়ে ব্যাবসা

২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:২৮

হঠাত করে চট্টগ্রামের মানুষ এতোটা ধার্মিক হয়ে যাচ্ছে যা ভাল লাগার মতই ।
প্রতিদিন ই আমার এলাকায় ঈদ-ঈ-মিলাদুন্নবী উপলক্ষে ওয়াজ মাহফিল হচ্ছে ।
এলাকায় যদিও প্রচুর মসজিদ এবং খোলা মাঠ আছে তারপরেও রাজপথ দখল করেই চলছে
ওয়াজ মাহফিল ।
গতকাল আমার বাসার পাশে একটা মাহফিল হলো ,
এবং খুব স্বাভাবিক ভাবেই আমার বাসার পাশে এবং আস পাশের এলাকায়
অনেক গুলো মাইক স্থাপন করা হয়েছে ।
আমি খুশি মনে রাতে কাজ করছিলাম আর ভাবছিলাম ওয়াজ ঘরে বসেই শুনতে পাবো ,
কিন্তু একাধিক মাইকের প্রতিদ্ধনির ওয়াজের শব্দ বোঝা সম্ভব হয়নি ,
এবং রাত ভর ঘুমোতেও পারিনি ।
মজার ব্যাপার হলো ওয়াজের চাঁদা তোলে এলাকার পাতি মাস্তানেরা ।
এ ব্যাপারে কিছু বললে আবার আমাকে কতল করা হতে পারে ,
একবার আমার পাশের এলাকায় এক হুজুর ওয়াজ করছিলেন ,
তার ওয়াযের কথা গুলো ছিল এমন ।
"আমরা সবাই নবীজি (সঃ) কে ভালবাসি কিনা ?
শ্রোতাগণঃ নিচু স্বরে 'হ্যা' ।
হুজুরঃ আওয়াজ এতো কম কেনো ? "জোরে বলুন আমরা সবাই নবীজি (সঃ)
কে ভালবাসি কিনা ?
শ্রোতাগণঃ উচু স্বরে 'হ্যা' ।
যদিও চল্লিশ থেকে পঞ্চাশ টা চেয়ারের পেছনের অর্ধেক খালি ছিল
আর যারা চেয়ারে বসে ছিলেন তাদের সিংহ ভাগই ছিলেন অপ্রাপ্ত বয়স্ক ,
চার থেকে পাঁচ বছরের শিশু ।
যেসব দোকান দার চাঁদা দিয়ে মাহফিলের জন্য বিরানী তৈরীতে সাহায্য করেছেন
তাদের সবাই চার-পাঁচটি প্যাকেট নিয়ে নিজ নিজ দোকানে ব্যাবসায় মত্ত ।
মাহফিলে আর যাওয়া দরকার কী ?
অতপরঃ হুজুর বললেন আজকে যদি বাংলাদেশের প্রধাণ মন্ত্রী শেখ হাসিনা
আপনাদের বলে ঈদ-ঈ-মিলাদুন্নবী উপলক্ষে মাহফিল করা যাবেনা ।
আপনারা কী করবেন না ?
শ্রোতাগণঃ উচু স্বরে নাআআআ আমরা করবোই ...
আচ্ছা এখানে শেখ হাসিনার প্রসঙ্গ আনা কী দরকার ?
শেখ হাসিনা কী কখোনো না করসে এইসব ব্যাপারে ?
এইভাবে সহজ সরল মানুষ গুলার কাছে শেখ হাসিনাকে ইসলামের শত্রু বানানো হচ্ছে ।
এর পর হুজুর সাহেব আরেক ডিগ্রী উপরে চলে গেলেন ।
হুজুর বললেন আজকে যদি এমেরিকার প্রেসিডেন্ট বিল ক্লিন্টন
আপনাদের বলে ঈদ-ঈ-মিলাদুন্নবী উপলক্ষে মাহফিল করা যাবেনা ।
আপনারা কী তার কথা মানবেন ???
আমি আড়াই হাজার ভোল্টের একটা টাস্কি খাইলাম ।
বিল ক্লিন্টনের পর আইল বুশ তারপর এখন চলতেসে বারাক ওবামা ।
অথচ এখোনো হুজুর সাহেব ক্লিন্টটন যুগেই পইড়া আছেন ।
আমি বুঝতে পারলাম হুজুর সাহেব এই ওয়াজ গুলা পনেরো বছর আগে মুখস্থ কইরা এখোনো
এগুলাই মানুষ গুলারে শোনাইতেসে ।
আচ্ছা এখন তো আপনারা আমারে নাস্তিক বইলা গালি দিবেন ।
তা কতল টা কখন করবেন জানতে চাই ।

মন্তব্য ১৯ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৪২

সাঈফ শেরিফ বলেছেন: মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে যে বেশুমার ব্যবসা-বাণিজ্য রাজনীতি চলছে সেটা কেউ দেখেনা?

২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:২০

আহসানের ব্লগ বলেছেন: আম এই ব্যাপারে একটা পোস্ট দিলাম ,
সেই সাথে যে অন্য একটা ব্যাপার ইনক্লুড করতে হবে কেনো ?

২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:০২

জাফরুল মবীন বলেছেন: আমি বুঝতে পারলাম হুজুর সাহেব এই ওয়াজ গুলা পনেরো বছর আগে মুখস্থ কইরা এখোনো এগুলাই মানুষ গুলারে শোনাইতেসে - হাঃ হাঃ হাঃ....

২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:২১

আহসানের ব্লগ বলেছেন: ;)

৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:২১

দ্যা লায়ন বলেছেন: ওয়াজে আরো কিছু মজার ব্যপার আছে,হুজুর জোরে চিৎকার করে জানতে চায় মানুষের কাছে, আচ্ছা বলেন এই আকাশ কে বানাইসে? হাওয়া বাতাস কে বানাইসে, আমাকে আপনাকে কে বানাইসে, সবাই জোরে উত্তর দেয় আল্লাহ বানাইসে, হুজুর ভাবছে মানুষ জানেনা এসব কে বানাইসে তাই সবাইকে নতুন করে জানিয়ে দেয়।
আরো মজা লাগে জোসের সাথে হুজুররা যখন চেয়ার থেকে লাফ দিয়ে উঠে যায়,জামার হাতা গুছাতে গুছাতে বলে এই নাস্তিক সরকারকে বিদায় না দিয়ে আমরা ঘরে ফিরবোনা, সবাই বলে নারায় তাকবির আল্লাহ হুআকবার।আবার এক দল আছে নাম হেফাজতে ইসলাম,তারাতো আরেক জোশী মানুষ,কিন্তু আরামবাগের পীর বলে সে নাকি মা ফাতেমার জামাই। নবীজি নাকি নর্দমার মধ্যে শুয়ে আছে সে নাকি এনে গোসল করিয়েছে।
এমন কথা বলা মানুষ এখনো ঘাড়ে মাথা নিয়ে পেট ফুলিয়ে বসে আছে আর তারা নাকি ইসলামকে হেফাজত করবে।

তবে আশার বানী মানুষ দিন দিন মেধাবী হচ্ছে, এদের সংখ্যা তেমনি কমে আসছে।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:২২

আহসানের ব্লগ বলেছেন: হুম আশা রাখি শিক্ষিতের হার টা বাড়বে আর এগুলো কমবে :)

৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪৩

উড়োজাহাজ বলেছেন: এই সব দেখেই বোধ হয় 'নাস্তেক' হইছেন?

ভাই, নাস্তিক না হয়ে এই ধর্মব্যবসা বন্ধ করার কাজ করেন।

এই মোল্লাগুলোর কাছ থেকে ইসলামটাকে বের করে আনেন।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:২৩

আহসানের ব্লগ বলেছেন: এসব নিয়ে সরাসরি বলতে গেলে তো পরে কতল হইতে হবে :(

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৩৫

আহসানের ব্লগ বলেছেন: আর ভাইয়া ভুল বুঝেছেন মনে হয় ।
আমি নাস্তিক না ।

৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫৫

বিদ্রহীসূত বলেছেন: আপনার লেখার মধ্যে নাস্তিকতার কিছু পেলাম না। একটি সত্য আপনি তুলে ধরেছেন যা সচরাচর আমাদের সমাজে ঘটে চলে। ধর্মব্যবসায়ী এই মোল্লাগুলি কূপমণ্ডূক তাতে কোন সন্দেহ নেই। খুব ভালো লিখেছেন, এমন আরও লেখা লিখবেন আশা করি।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৩২

আহসানের ব্লগ বলেছেন: ধন্যবাদ ভাইয়া । পাশে থাকবেন :)

৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: ধর্ম নিয়ে ব্যবসা সমর্থনযোগ্য নয় ।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৩৩

আহসানের ব্লগ বলেছেন: আমিও তাই মনে করি

৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৫২

শাশ্বত স্বপন বলেছেন: ভাইরে, পুরান ঢাকার ধূপখোলা মাঠে তিনদিন ধরে ওয়াজ হয়েছিল। নতুন বাসা ভাড়া নিয়েছি। তাদের কি জগণ্য ভাষা, এত অপরিপক্ক জ্ঞান নিয়ে বেকুবদের বোঝায়। হায়রে বেহেস্ত!

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৩৩

আহসানের ব্লগ বলেছেন: আর বইলেন না ভাই ।
প্যারায় আছি । :/

৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:২৯

নতুন বলেছেন: তবে আশার বানী মানুষ দিন দিন মেধাবী হচ্ছে, এদের সংখ্যা তেমনি কমে আসছে।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৩৪

আহসানের ব্লগ বলেছেন: ইদানিং তা মনে হচ্ছেনা ভাইয়া :(

৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২৬

সুমন কর বলেছেন: সত্য বলেছেন।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:১৯

আহসানের ব্লগ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.