নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ › বিস্তারিত পোস্টঃ

আমি পাইনি

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৪:১৩

এখন কেনো যেনো মনে হয় ,
রাতটা পেরিয়ে যায় গাঙ্গচিলের মতো।

সে সাতরে পার হতে চায়
সবুজ মাঠ ।

যদিও তা মানা ,
নীল অথবা লাল সমুদ্রেই তা প্রযোজ্য ।

আমি চোখ দুটো হালকা বুজে ,
অল্প একটু আলো অথবা আঁধারে ,
খুঁজে নেই তোমাকে ।

জানকি ?

অপুর মতো আমারও বলতে ইচ্ছে করে ,
তবে তা রবি ঠাকুরের সাধুতে নয় ,
আর তুমি কোনো বস্তু ও নও ,
তাই “ইহা” টাও তোমার জন্য প্রোযোজ্য নয় ।

হুম এখন জানি কোনো টাই নয় ।

আমি পাইনি !!!

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫০

সেলিম আনোয়ার বলেছেন: ভাল হয়েছে আপনার না পাওয়ার কবিতা ।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৪৪

আহসানের ব্লগ বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় ভাইয়া :)

২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৫৮

চাঁদগাজী বলেছেন:


পাবেন, পাবেন; পেতে হলে, চাইতে হয়।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:০৬

আহসানের ব্লগ বলেছেন: চাই ই তো নাই X(

৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:১৬

জাফরুল মবীন বলেছেন: দুঃখিত শব্দটা ‘ভালো’ হবে।

০২ রা মার্চ, ২০১৫ রাত ১:৫৫

আহসানের ব্লগ বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া :)

৪| ০২ রা মার্চ, ২০১৫ রাত ৯:৪৯

প্রাকৃত বলেছেন: ভাল লাগলো

০৪ ঠা মার্চ, ২০১৫ সকাল ১১:৩১

আহসানের ব্লগ বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.