নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!
মাসের প্রথম দিনটা ঈদের মতই কাটলো ,
গত রাত ভর মুভি দেখার কারণে এখন পড়ে যাচ্ছি যাচ্ছি অবস্থা ।
তারপরেও নটায় কুরিয়ার সার্ভিসের উদ্দেশ্যে রওনা দিলাম ।
এবং উনেক খোঁজা খুঁজি করার পর শ্রদ্ধেয় ব্লগার সোনাবীজ; ও ধুলোবালি ছাই (খলিল মাহমুদ)
এর অসম্পর্কের ঋণ বইটা হাতে পাই ।
আমি আমার জীবনের সব বই নিজে কিনে পড়ি ।
কিন্তু এবারই প্রথম একটা বই গিফট পেলাম ,
তাও আবার একজন জনপ্রিয় ব্লগার/লেখকের নিজের লেখা বই ।
সত্যিই বুঝতে পারছেন আমার কতোটা ইয়ে মানে ভাষায় প্রকাশ করার মতো না ।
এখন পর্যন্ত দু পৃষ্ঠা পড়ে আমি শুধুই মুগ্ধ ।
আচ্ছা আপনাদের জন্য খলিল ভাইয়ার লেখা একটা অনুকাব্য রইলো ।
“মুঠি খোলো, অন্ধকারে একঝাক নরম অক্ষর;
পালকেরা ঝরে পড়ে ।
লিখোনি; যাকে তুমি আজন্ম চেয়েছো, নীরবে
ভুলে গেছো তার নাম ও গন্ধ; সব কিছু”
২৮ মে ২০১৩
মুগ্ধ না হয়ে উপায় আছে বলুন ?
০১ লা মার্চ, ২০১৫ সকাল ১১:১৯
আহসানের ব্লগ বলেছেন: আপনার শেষের লাইন টা মজার ছিল ।
কঠিন বলে কিছু নেই ,
শিখে ফেলুন
২| ০১ লা মার্চ, ২০১৫ সকাল ১১:১৬
আরণ্যক রাখাল বলেছেন: আহারে আমাকে কেউ বই গিফ্ট করল না!
০১ লা মার্চ, ২০১৫ সকাল ১১:২০
আহসানের ব্লগ বলেছেন: ডোন্ট ওরি বস
আমার কখোনো বই বেরুলে আমি গিফট করবোনে
৩| ০১ লা মার্চ, ২০১৫ সকাল ১১:২৪
আরণ্যক রাখাল বলেছেন: অন্তত একজনতো পেলাম যে আমাকে বই গিফ্ট করবে! আপনার বই প্রকাশের অপেক্ষায় থাকলাম
০১ লা মার্চ, ২০১৫ সকাল ১১:২৯
আহসানের ব্লগ বলেছেন: হি হি হি । এই অধম আবার বই লিখবে
৪| ০১ লা মার্চ, ২০১৫ সকাল ১১:২৪
মামুন ইসলাম বলেছেন: ভালই লাগলো । আপনার বই এ বছর বেরুবে ?
০১ লা মার্চ, ২০১৫ সকাল ১১:৩১
আহসানের ব্লগ বলেছেন: হা হা প গে ! ভাইয়া আমার বই বেরুলে রেডিও মুন্নার এডমিনের কী হবে ?
৫| ০১ লা মার্চ, ২০১৫ সকাল ১১:৩২
দিশেহারা রাজপুত্র বলেছেন:
০১ লা মার্চ, ২০১৫ সকাল ১১:৩৬
আহসানের ব্লগ বলেছেন: দুক্ষের ইমোটিকন কেনো ?
৬| ০১ লা মার্চ, ২০১৫ সকাল ১১:৩৪
শায়মা বলেছেন: আপনার শেষের লাইন টা মজার ছিল ।
কঠিন বলে কিছু নেই ,
শিখে ফেলুন
না না তার মত নির্লিপ্ত নিস্বার্থ হতে পারবোনা আমি । মরে আবার জন্ম নিতে হবে তাইলে।
০১ লা মার্চ, ২০১৫ সকাল ১১:৩৭
আহসানের ব্লগ বলেছেন: আপনি আসলেই খুব ভাল জবাব দিতে পারেন ।
ভাল লাগলো ।
মুগ্ধতা
৭| ০১ লা মার্চ, ২০১৫ সকাল ১১:৩৪
শায়মা বলেছেন: আরণ্যক রাখাল বলেছেন: অন্তত একজনতো পেলাম যে আমাকে বই গিফ্ট করবে! আপনার বই প্রকাশের অপেক্ষায় থাকলাম
আমিও করবো ভাইয়া। দুইজন পেলে।
০১ লা মার্চ, ২০১৫ সকাল ১১:৩৮
আহসানের ব্লগ বলেছেন: হা হা হা । মনে হয় না কোনো প্রকাশক আমার লেখা পছন্দ করবেন
৮| ০১ লা মার্চ, ২০১৫ সকাল ১১:৪১
শায়মা বলেছেন: ভাইয়া দুনিয়াতে কোনো কিছুই অসম্ভব না। এটা মানো?
কোনো প্রকাশক পছন্দ না করুক তুমি তো তোমার লেখা পছন্দ করবে তাইনা???
কাজেই .........
নিজেই তাইলে প্রকাশক হয়ে যাবে মানে প্রকাশনী খুলবে ওকে???
০১ লা মার্চ, ২০১৫ রাত ৯:১৪
আহসানের ব্লগ বলেছেন: হা হা হা । ভাল বুদ্ধি । তাহলে কবি হওয়া থেকে আমাকে ঠেকায় কে ?
৯| ০১ লা মার্চ, ২০১৫ সকাল ১১:৪৪
আরণ্যক রাখাল বলেছেন: ধন্যবাদ শায়মা আপু| তাড়াতাড়ি লিখে ফেলেন| আপনাদের দুইজনের বইয়ের অপেক্ষায় থাকলাম
০১ লা মার্চ, ২০১৫ রাত ৯:১৬
আহসানের ব্লগ বলেছেন: যাহ ! কি যে বলেন না আপনি !
১০| ০১ লা মার্চ, ২০১৫ সকাল ১১:৫০
শায়মা বলেছেন: আরন্যকভাইয়া নেক্সট বইটাও হবে বেবিদের জন্য কাজেই.......
০১ লা মার্চ, ২০১৫ রাত ৯:১৮
আহসানের ব্লগ বলেছেন: তাই নাকি ? আমার আম্মু এখোনো আমাকে আহসান বাবু বলে ডাকে । তো আমিতো বেবিই আছি
১১| ০১ লা মার্চ, ২০১৫ দুপুর ১২:১১
দিশেহারা রাজপুত্র বলেছেন: আমার বই প্রকাশের কোন সম্ভাবনা নেই। কারন আমি লিখি সব অখাদ্য টাইপ। আর বই গিফট পাওয়ারও কোন চান্স নাই। আরণ্যক ভ্রাতা পেলেও আমার পাওয়া না মুনকিন।
০১ লা মার্চ, ২০১৫ রাত ৯:২৩
আহসানের ব্লগ বলেছেন: খলিল ভাইইয়ার সাথে যোগাযোগ করুন ভাইয়া
১২| ০১ লা মার্চ, ২০১৫ দুপুর ১২:১৮
শায়মা বলেছেন: দিশেহারা রাজপুত্র বলেছেন: আমার বই প্রকাশের কোন সম্ভাবনা নেই। কারন আমি লিখি সব অখাদ্য টাইপ। আর বই গিফট পাওয়ারও কোন চান্স নাই। আরণ্যক ভ্রাতা পেলেও আমার পাওয়া না মুনকিন।
মুনকিন কি রাজপুত্র? এটা কোন ভাষা?
০১ লা মার্চ, ২০১৫ রাত ৯:২৪
আহসানের ব্লগ বলেছেন: উনি মুশকিল বোঝাতে চেয়েছেন হয়তো ।
১৩| ০১ লা মার্চ, ২০১৫ দুপুর ১:৪৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আজকের সকালটা আমার জন্যও অনন্য। বইমেলা শেষ হয়ে গেলো গতকাল। আমি মেয়ায় যাই নি, কিন্তু মনে হতো আমি মেলায়ই আছি। একটা সুখ আর আনন্দের আমেজ ছিল মন জুড়ে। আজ মনের ভেতর বেদনার সুর। এই বেদনাময় সময়ে আপনার এ পোস্টটি দেখে মন ভরে গেলো। আমার মতো এক নগণ্য লেখকের এ বইটা আমাকে এ বইমেলার মাসে এনে দিল এক অনির্বচনীয় অনুভূতি। অনেক ব্লগার আমার এ বইটির নাম শুনেছেন, অনেকে বইমেলায় গিয়ে বইটি কিনেছেন। সবচেয়ে ঐতিহাসিক ঘটনাটি হলো আমার বইয়ের পাতায় অগণিত ব্লগার বন্ধুর অমূল্য অটোগ্রাফ, যেটি আমার কাছে যুগ যুগ ধরে গচ্ছিত থাকবে, যা দ্বারা আমি ভার্চুয়াল বন্ধুদের নৈকট্য লাভ করতে থাকবো।
সেলিম আনোয়ার ভাই ও শায়মা আপুর পর আপনার এ পোস্টটি আমাকে অনেক অনেক আপ্লুত করলো। অজস্র ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।
***
আর আরণ্যক রাখাল ভাই এবং অন্যান্য কমেন্টকারীদের উদ্দেশ্যে বলছিঃ
যাঁরা কবিতা ভালোবাসেন, কবিতায় বাস করেন, এবং আমার বইটি পড়তে চান, কিন্তু বইমেলা থেকে সংগ্রহ করতে পারেন নি, তাঁরা দয়া করে ফেইসবুকে আমার ইনবক্সে সেলনাম্বারসহ বাংলাদেশের ঠিকানা পাঠান। যথাশীঘ্র সৌজন্য কপি কুরিয়ার করে পাঠিয়ে দেয়া হবে।
আমার সেলনাম্বারেও ঠিকানা পাঠাতে পারেনঃ ০১৭২৬৯৯০৭১৩
আমার ফেইসবুক
০১ লা মার্চ, ২০১৫ রাত ৯:২৫
আহসানের ব্লগ বলেছেন: এক কথায় আপনার মন্তব্যে হাজার টা প্লাস ভাইয়া
১৪| ০১ লা মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:১৫
চাঁদগাজী বলেছেন:
ভালো
০১ লা মার্চ, ২০১৫ রাত ৯:২৫
আহসানের ব্লগ বলেছেন: হুম ধন্যবাদ ভাইয়া ।
১৫| ০১ লা মার্চ, ২০১৫ রাত ৯:৫৯
আরণ্যক রাখাল বলেছেন: সোনাবীজ ভাই, অনেক ধন্যবাদ| আর হ্যা আমার ছোটদের বই পড়তে আপত্তি নেই, শায়মাপু
০২ রা মার্চ, ২০১৫ রাত ১:১১
আহসানের ব্লগ বলেছেন: আমার ধন্যবাদ কই ?
১৬| ০১ লা মার্চ, ২০১৫ রাত ১০:৩৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: শায়মাপু কথা কিছু কিছু বুঝে নিতে হয়...........
যদিও ভুল আমার। কিন্তু নিজের ভুল স্বীকার করবো কেন।
রাজপুত্রের অতি প্রিয় আপু, এটি রাজকীয় ব্যাপার। আই মিন রাজকীয় ভাষা। শুধু রাজপরিবারের জন্য বরাদ্দ।
রাজপুত্র= রাজার পুত্র (ষষ্ঠী তৎপুরুষ) হা হা হা। আমার আব্বায় তো বেজায় খুশি হবে। সে কি জানে তাহার পুত্র তাহাকে রাজা বানায়ে ফেলাইছে।
০২ রা মার্চ, ২০১৫ রাত ১:১২
আহসানের ব্লগ বলেছেন: হাসতে হাসতে পরে গেলাম ।
১৭| ০২ রা মার্চ, ২০১৫ রাত ৯:০৩
নীলনীলপরী বলেছেন: বইটা আমার কাছে ।দারুন একখানা কবিতার বই।
০৪ ঠা মার্চ, ২০১৫ সকাল ১১:৩১
আহসানের ব্লগ বলেছেন: আমার কাছেও
১৮| ০৫ ই মার্চ, ২০১৫ রাত ১০:৩৪
মোঃ ইসহাক খান বলেছেন: শুভেচ্ছা ও সাধুবাদ রেখে গেলাম।
০৭ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৫৮
আহসানের ব্লগ বলেছেন: ধন্যবাদ ভাইয়া
©somewhere in net ltd.
১| ০১ লা মার্চ, ২০১৫ সকাল ১১:১৪
শায়মা বলেছেন: ভাইয়া শুধু একজন কবিই না একজন প্রকৃত মানুষও। মানবিক গুনাবলীর সবগুলি বৈশিষ্ঠ তার থেকে শিখে ফেলা যায়। কিন্তু খুব কঠিন ।