নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ › বিস্তারিত পোস্টঃ

যৌনতা আর ফাঁদ

৩১ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:১৫

আমার ঘামের মুল্য,
যা প্রতি ধাপে ধাপে তুমি পাও ।
আমি ঘাম দিয়ে তোমায় সুখ দেই ।
দু সেকেন্ডের সুখের চাহিদায় ।

তুমি সুখ পাও প্রতি ধাপে ধাপে ।
আমি আমার সেন্স অন্য ভাবনায় ডুবিয়ে দেই ,

যেনো পাঁচ মিনিটেই ফুরিয়ে না যাই ।
পাঁচ মিনিটের কারুকার্য কে আমি
আধ ঘন্টায় রুপ দেই ।

তুমি চরম সুখে শিতকার দাও ।
আমি শুধু চেয়ে চেয়ে দেখি ।
ভুলে যাই আমি দুলছি অনেকক্ষণ ধরে ।
ভুলে যাই এবার আমার দু সেকেন্ডের সুখ নেয়ার পালা ।
এবং বীর্য পাতের পর তোমাকে আমার আবর্জনার স্তুপ মনে হয় ।

আমি অনেক কষ্টে অক্সিজেন গ্রহণ করি
আর ভাবি এই কী জীবন ?
যৌনতা আর মৌনতা ছাড়া কী এখানে কিছুই নেই ?

আমি মুক্তি চেয়েছিলাম ,
কিন্তু বাধা পড়ে গিয়েছি ।

এখান থেকে বেরিয়ে ভবঘুরে হওয়ার
আর কোনো আশা নেই ।
মানব জীবন যৌনতার ফাদে পড়ে
দু সেকেন্ডের সুখের আশায়
কারাগারে পড়ে রয় ।

আমি চাই মুক্ত বাতাস ,
সবুজ গাছ ,
খোলা প্রান্তর ,
সরিষা অথবা পাকা ধানের সমুদ্র ,

একটা মুঠোফোন ,
যেখানে বাজবে আমার প্রিয় গান গুলি ।

আমি শুনবো আর মুগ্ধ হব ।
আমি দেখবো পৃথিবীটাকে আমার চোখে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.