নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ › বিস্তারিত পোস্টঃ

আহসানের জোকস

০৬ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:৩৪

চলন্ত বাসে এক লোক দাঁতের মাজন বিক্রি করছিল।
“এই যে হাশেম মিয়ার দাঁতের মাজন। এই মাজনে দাঁত
মাজলে দাঁতে কোন পোকা হবে না, পুঁজ হবে না, মাড়ি ব্যাথা হবে না, দাঁত থাকবে সাদা বেলি ফুলের মত, মজবুত, শক্ত, লোহার মতই মজবুত। দিমু নাকি ভাই? মাত্র
পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা।”
একে তো প্রচণ্ড গরম আর ভিড়।
লোকটির একটানা চিৎকার শুনে রেগে গেল এক যাত্রী।
যাত্রীঃ “ঐ মিয়া। বন্ধ কর তোমার প্যানপ্যান। গরমে এমনে অবস্থা খারাপ।”
মাজন বিক্রেতা খেপে গিয়ে বলল,
“এটা কি আপনার বাস? আমারে যে চুপ করতে কন।”
যাত্রীটি রেগে গিয়ে বলল, “কি?
মুখে মুখে কথা? এক থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব।”
এবার মাজন বিক্রেতা চেঁচিয়ে বলল, “দাঁত ফালায় দিবেন?
এতো সোজা? আমি ব্যাবহার করি হাশেম মিয়ার দাঁতের মাজন। এই মাজনে দাঁত মাজলে দাঁতে কোন পোকা হবে না, পুঁজ হবে না,
মাড়ি ব্যাথা হবে না, দাঁত
থাকবে সাদা বেলি ফুলের মত, মজবুত, শক্ত, লোহার মতই মজবুত। দিমু নাকিএকটা?
মাত্র পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা।”

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:৪১

হাসান মাহবুব বলেছেন: =p~

০৭ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:৪৬

আহসানের ব্লগ বলেছেন: ধন্যবাদ পাঠে । :)

২| ০৬ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:৪৯

আছিফুর রহমান বলেছেন: ভালু জোকস, মজা পাইছি

০৭ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:৪৬

আহসানের ব্লগ বলেছেন: ধন্যবাদ :)

৩| ০৬ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:১২

কলমের কালি শেষ বলেছেন: =p~ =p~ মাজনওয়ালার দেখি বুদ্ধি আছে ! ;)

০৭ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:৪৫

আহসানের ব্লগ বলেছেন: হাহাহা ভাই আপনি ও একটা কিনে নেন,স্টক সীমিত ;)

৪| ০৭ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:৫৭

বটের ফল বলেছেন: =p~ =p~ =p~

০৭ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:৪৪

আহসানের ব্লগ বলেছেন: ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.