নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ › বিস্তারিত পোস্টঃ

নাম না জানা ট্রেনের গান

০৮ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:১৭

বৃষ্টি হচ্ছে তাইনা সোহান

হুম , তুমি কি করে বুঝলে ?

তোমার কন্ঠ বৃষ্টির আবহাওয়ায় অনেকটা এমন হয়ে যায় ।
এখন যেমন বলছো ।

হুম , তুমি মনে রেখেছো !
কেনোই রাখবোনা ?
আচ্ছা ট্রেনের সময় সূচী কী আগের মতই আছে ?
মনে আছে ? তুমি বলেছিলে ট্রেন চলে যাচ্ছে তো কিছু করার নেই ,
আমি উঠে পড়েছিলাম ।
তুমিও ।
একসাথে বসেছিলাম ,
আর যাওয়ার সময় আমার ঠিকানাটা তোমার বুক পকেটে এক টুকরো কাগজে এটে দিয়েছিলাম।
তুমি আসনি কেনো ?

কিভাবে আসবো !
পরের স্টেষনেই ট্রেনটা অপর একটা ট্রেনের সাথে ধাক্কা খায় ,
প্রচন্ড গতিতে চার পাঁচটা বগি বিশ-ত্রিশ ফুট উপরে উঠে যায় ।
আমার বগিটা অত উপরে না উঠলেও কয়েকটা আছাড় খাই ,
অজ্ঞান হয়ে পড়ি ।
ফায়ার সার্ভিসের লোক আমাকে উদ্ধার করলেও ,
তোমার দেয়া কাগজের টুকরোটা তারা উদ্ধার করেনি ।
হয়তো কারো রক্ত স্রোতে কাগজের টুকরোটা ভেসে গিয়ে ছিল ।
তোমাকেতো আরও আগেও বলেছি ,
ভুলে যাও কেনো ?

কারণ আমি তোমার স্বপ্নে প্রতি বার নতুন করে আসি সোহান ।
আচ্ছা তুমি একটি বারও আমার নাম কেনো জিজ্ঞেস করলেনা ?
যখন আমি কথা বলছিলাম ,
তুমি নাম বললে আর আমার নাম টা জিজ্ঞেস করলেনা !
কী আশ্চর্য তাইনা ?
এখনো তুমি আমার নাম জানোনা !

আচ্ছা তোমার নামটা আজও বলবেনা ?

না সোহান !
তোমার মা ডাকছেন ,
তুমি এখন উঠে পড়বে ।
রাতে এসো হুম ?
তোমাকে নাম না জানা ট্রেনের গান শোনাবো ।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:২২

ফ্রস্ট বাইট বলেছেন: হুম.

০৮ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:৩৩

আহসানের ব্লগ বলেছেন: ধন্যবাদ এতো কষ্ট করে পড়ে হুম বলার জন্য =p~ !:#P B-)

২| ০৮ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:৪৬

শামছুল ইসলাম বলেছেন: ফায়ার সার্ভিসের লোক আমাকে উদ্ধার করলেও ,
তোমার দেয়া কাগজের টুকরোটা তারা উদ্ধার করেনি ।
হয়তো কারো রক্ত স্রোতে কাগজের টুকরোটা ভেসে গিয়ে ছিল ।
----- ছোট ছোট সহজ শব্দে কাব্যের রহস্যময়তা ছড়িয়ে পড়েছে, পড়ার শেষেও তার অনুরণন রয়ে গেছে।

++++ ভাল লাগা।

০৮ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:৫০

আহসানের ব্লগ বলেছেন: সুন্দর মন্তব্যে এবং প্লাসে অনেক ধন্যবাদ ভাইয়া :)

৩| ০৮ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:৫৯

আরণ্যক রাখাল বলেছেন: হৃদয়ছোঁয়া গল্প

০৮ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৩৪

আহসানের ব্লগ বলেছেন: পাঠে ধন্যবাদ ভাইয়া :)

৪| ০৮ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৫২

সুখেন্দু বিশ্বাস বলেছেন: ভ্রমণটা তাহলে স্বপ্নেই হচ্ছিল?

ভালো লাগলো গল্প।
শুভেচ্ছা রইলো।

০৮ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৩৪

আহসানের ব্লগ বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া ।
হুম ভ্রমণটা স্বপ্নেই ছিল :(

৫| ০৯ ই এপ্রিল, ২০১৫ রাত ১:৪৭

ফিরোজুল কবীর বলেছেন: সুন্দর হয়েছে ভাইয়া

০৯ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৪৭

আহসানের ব্লগ বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় কবীর ভাইয়া :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.