নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!
বৃষ্টি হচ্ছে তাইনা সোহান
হুম , তুমি কি করে বুঝলে ?
তোমার কন্ঠ বৃষ্টির আবহাওয়ায় অনেকটা এমন হয়ে যায় ।
এখন যেমন বলছো ।
হুম , তুমি মনে রেখেছো !
কেনোই রাখবোনা ?
আচ্ছা ট্রেনের সময় সূচী কী আগের মতই আছে ?
মনে আছে ? তুমি বলেছিলে ট্রেন চলে যাচ্ছে তো কিছু করার নেই ,
আমি উঠে পড়েছিলাম ।
তুমিও ।
একসাথে বসেছিলাম ,
আর যাওয়ার সময় আমার ঠিকানাটা তোমার বুক পকেটে এক টুকরো কাগজে এটে দিয়েছিলাম।
তুমি আসনি কেনো ?
কিভাবে আসবো !
পরের স্টেষনেই ট্রেনটা অপর একটা ট্রেনের সাথে ধাক্কা খায় ,
প্রচন্ড গতিতে চার পাঁচটা বগি বিশ-ত্রিশ ফুট উপরে উঠে যায় ।
আমার বগিটা অত উপরে না উঠলেও কয়েকটা আছাড় খাই ,
অজ্ঞান হয়ে পড়ি ।
ফায়ার সার্ভিসের লোক আমাকে উদ্ধার করলেও ,
তোমার দেয়া কাগজের টুকরোটা তারা উদ্ধার করেনি ।
হয়তো কারো রক্ত স্রোতে কাগজের টুকরোটা ভেসে গিয়ে ছিল ।
তোমাকেতো আরও আগেও বলেছি ,
ভুলে যাও কেনো ?
কারণ আমি তোমার স্বপ্নে প্রতি বার নতুন করে আসি সোহান ।
আচ্ছা তুমি একটি বারও আমার নাম কেনো জিজ্ঞেস করলেনা ?
যখন আমি কথা বলছিলাম ,
তুমি নাম বললে আর আমার নাম টা জিজ্ঞেস করলেনা !
কী আশ্চর্য তাইনা ?
এখনো তুমি আমার নাম জানোনা !
আচ্ছা তোমার নামটা আজও বলবেনা ?
না সোহান !
তোমার মা ডাকছেন ,
তুমি এখন উঠে পড়বে ।
রাতে এসো হুম ?
তোমাকে নাম না জানা ট্রেনের গান শোনাবো ।
০৮ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:৩৩
আহসানের ব্লগ বলেছেন: ধন্যবাদ এতো কষ্ট করে পড়ে হুম বলার জন্য
২| ০৮ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:৪৬
শামছুল ইসলাম বলেছেন: ফায়ার সার্ভিসের লোক আমাকে উদ্ধার করলেও ,
তোমার দেয়া কাগজের টুকরোটা তারা উদ্ধার করেনি ।
হয়তো কারো রক্ত স্রোতে কাগজের টুকরোটা ভেসে গিয়ে ছিল । ----- ছোট ছোট সহজ শব্দে কাব্যের রহস্যময়তা ছড়িয়ে পড়েছে, পড়ার শেষেও তার অনুরণন রয়ে গেছে।
++++ ভাল লাগা।
০৮ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:৫০
আহসানের ব্লগ বলেছেন: সুন্দর মন্তব্যে এবং প্লাসে অনেক ধন্যবাদ ভাইয়া
৩| ০৮ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:৫৯
আরণ্যক রাখাল বলেছেন: হৃদয়ছোঁয়া গল্প
০৮ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৩৪
আহসানের ব্লগ বলেছেন: পাঠে ধন্যবাদ ভাইয়া
৪| ০৮ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৫২
সুখেন্দু বিশ্বাস বলেছেন: ভ্রমণটা তাহলে স্বপ্নেই হচ্ছিল?
ভালো লাগলো গল্প।
শুভেচ্ছা রইলো।
০৮ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৩৪
আহসানের ব্লগ বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া ।
হুম ভ্রমণটা স্বপ্নেই ছিল
৫| ০৯ ই এপ্রিল, ২০১৫ রাত ১:৪৭
ফিরোজুল কবীর বলেছেন: সুন্দর হয়েছে ভাইয়া
০৯ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৪৭
আহসানের ব্লগ বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় কবীর ভাইয়া
©somewhere in net ltd.
১| ০৮ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:২২
ফ্রস্ট বাইট বলেছেন: হুম.