নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!
হীন কর্মে নাম নেই সুপাঠ্য ,
অথচ তোমায় রুখে কেউ হয় বীর ।
তুমি খলনায়কের মত কর যতসব ,
আর কেউ হয়তো তোমার যতসব রুখে দিয়ে হয় বিখ্যাত !
তুমি ভাব ,
তুমি সব কিছুর কেন্দ্রে থাকতে চাও ,
অথচ তুমি কিন্তু তাই !
তোমার চারপাশ টা দেখো ,
দেখো সৃষ্টিকর্তার সব সৃষ্টি তোমায় ঘিরে গল্প ফাদছে ,
তুমি বুঝতে না পেরে হও দিশেহারা ।
আচরণে থাকে তোমার হিংস্রতা ,
তুমি বাঘ হতে পারতে ,
তবুও হায়েনায় রুপ নাও ,
কেনো বলতো ?
তোমার ক্ষমতার অপব্যাবহার টাকে রুখে কেউ কেনো হবে বীর
অথবা ইতিহাসে নাম লেখানোর কেউ !
তুমি কী জাননা ?
সৃষ্টির সব কিছুই মহা বিশ্বের কেন্দ্রস্থল !
নিজেকে জাগাও !
নিজের জতটুকু ক্ষমতা তাতে সৃষ্টিকর্তার
অনুগ্রহ বাড়বে বৈ কমবে না তোমার প্রতি ।
তুমি কেনো হবে খল নায়ক ?
তুমি দিতে পারো মুক্তি তোমাকে
অতঃপর আরও অনেক কিছু ,
যা কেউ ভাবেনি আগে ।
©somewhere in net ltd.