নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ › বিস্তারিত পোস্টঃ

তুমি দিতে পারো মুক্তি তোমাকে

০৭ ই মে, ২০১৫ বিকাল ৩:৪৮

হীন কর্মে নাম নেই সুপাঠ্য ,
অথচ তোমায় রুখে কেউ হয় বীর ।
তুমি খলনায়কের মত কর যতসব ,
আর কেউ হয়তো তোমার যতসব রুখে দিয়ে হয় বিখ্যাত !

তুমি ভাব ,
তুমি সব কিছুর কেন্দ্রে থাকতে চাও ,
অথচ তুমি কিন্তু তাই !

তোমার চারপাশ টা দেখো ,
দেখো সৃষ্টিকর্তার সব সৃষ্টি তোমায় ঘিরে গল্প ফাদছে ,
তুমি বুঝতে না পেরে হও দিশেহারা ।

আচরণে থাকে তোমার হিংস্রতা ,
তুমি বাঘ হতে পারতে ,
তবুও হায়েনায় রুপ নাও ,

কেনো বলতো ?
তোমার ক্ষমতার অপব্যাবহার টাকে রুখে কেউ কেনো হবে বীর
অথবা ইতিহাসে নাম লেখানোর কেউ !

তুমি কী জাননা ?
সৃষ্টির সব কিছুই মহা বিশ্বের কেন্দ্রস্থল !
নিজেকে জাগাও !

নিজের জতটুকু ক্ষমতা তাতে সৃষ্টিকর্তার
অনুগ্রহ বাড়বে বৈ কমবে না তোমার প্রতি ।

তুমি কেনো হবে খল নায়ক ?

তুমি দিতে পারো মুক্তি তোমাকে
অতঃপর আরও অনেক কিছু ,

যা কেউ ভাবেনি আগে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.