নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!
আজ দিনটা ছিল কেমন ?
উতকন্ঠায় নাকি আবেগ আর ভাবনা ?
আমি আশায় ছিলাম দেখা হবে ।
তুমি ছিলে হয়তো ।
আমি ভাবছিলাম
তুমি কী আসলেই আসবে ?
নাকি শুধুই অপেক্ষায় ভাসাবে অনন্ত কাল ।
আমি নীড় থেকে বেরিয়ে ,
তোমার পদধ্বনি শোনার অপেক্ষায় !
তুমি কী আসছো ?
নাকি এমনি বলেছো আমায় আসবে !
তুমি কী সত্যিই আন্তরিক ?
নাকি অবহেলায় কথা রাখবে বলেছিলে ।
তখন রোদ ছিল !
আমি প্রথম যখন পূর্ব পরিকল্পিত স্থানে দাড়ালাম ।
তুমি আটকে গেলে ,
একটু দেরি হলো আমি ভাবলাম ,
দেরিই করছো ,
নাকি আসবেনা !
অবশেষে তোমার ছোটো যানের দেখা মিলল ,
তুমি আসলে ,
এক টুকরো গোলাপ হাতে নিয়ে তোমায় অভ্যর্থনা
জানানো উচিত ছিল আমার ,
কিন্তু সেই সাহস কী আমার আছে ?
আমি তবু মুচকি হেসে লজ্জা পেয়ে ,
খানিক টা নিচে তাকালাম ,
তুমিও হয়তো লজ্জায় লাল হচ্ছিলে ,
হওয়ারই কথা ।
কারণ যা কেউ ভাবেনি আগে তা হয়ে যাচ্ছিল প্রায় ।
হয়েছে কী ?
০৯ ই মে, ২০১৫ রাত ১:২৩
আহসানের ব্লগ বলেছেন: পাঠে এবং প্লাসে অনেক ধন্যবাদ ভাইয়া ।
২| ০৯ ই মে, ২০১৫ রাত ১:১৮
জেন রসি বলেছেন: কবিতা ভালো লেগেছে।
কিন্তু রহস্য অমীমাংসিত থেকে গেল।
০৯ ই মে, ২০১৫ সকাল ১০:০৯
আহসানের ব্লগ বলেছেন: আমি আসলে তা মনে করছিনা ।
মীমাংসিতই আসলে
ধন্যবাদ প্রিয় ব্লগার পাঠে এবং মন্তব্য দানে
৩| ০৯ ই মে, ২০১৫ সকাল ১১:০৭
সুমন কর বলেছেন: আমি তবু মুচকি হেসে লজ্জা পেয়ে ,
খানিক টা নিচে তাকালাম ,
তুমিও হয়তো লজ্জায় লাল হচ্ছিলে ,
হওয়ারই কথা ।
ভাল লাগল।
০৯ ই মে, ২০১৫ দুপুর ১২:৫৭
আহসানের ব্লগ বলেছেন: পাঠে অনেক ধন্যবাদ ভাইয়া
৪| ০৯ ই মে, ২০১৫ দুপুর ২:৩৬
অপ্রতীয়মান বলেছেন: আমি তবু মুচকি হেসে লজ্জা পেয়ে ,
খানিক টা নিচে তাকালাম ,
তুমিও হয়তো লজ্জায় লাল হচ্ছিলে ,
হওয়ারই কথা
ঘটনা তাহলে বহুদূর এগিয়ে গেছে বোঝা যায়
ভালো লাগলো
১১ ই মে, ২০১৫ রাত ১১:০৬
আহসানের ব্লগ বলেছেন: হুর মিয়া আপনি কী ডেটিং ডেটিং গন্ধ পাইসেন নাকি ?
৫| ১১ ই মে, ২০১৫ রাত ১১:০৮
অপ্রতীয়মান বলেছেন: মানুষ কত্ত কিছু আন্দাজ করে, আমিও না হয় একটু আন্দাজে ঐসবই ভেবে নিলাম। ক্ষতি কি
১২ ই মে, ২০১৫ রাত ১:২৯
আহসানের ব্লগ বলেছেন: ক্ষতি কিছুনা । কাহীনি হইলো আমি প্রেমিক না
৬| ১২ ই মে, ২০১৫ রাত ১:৫৩
অপ্রতীয়মান বলেছেন: এই কথার উপর ভ্রষা করি থাকা সম্ভব না। পুলা লায়েক হইছে, প্রেমিক হইতে কতক্ষন
১২ ই মে, ২০১৫ রাত ২:১২
আহসানের ব্লগ বলেছেন: হা হা হা । তবে প্রেমিকা পাইতে মুন চায় , প্রেমিক হইতে না । ভাবতাসি কি বেত্তমজ দিল আমার ।
৭| ১২ ই মে, ২০১৫ রাত ২:১৫
অপ্রতীয়মান বলেছেন: যেই মুহূর্তে প্রেমিকা পেয়ে গেলেন, ঠিক সেই মুহূর্তেই হয়ে গেলেন প্রেমিক।
দিল সবসময় বেত্তমিজই থাকে, ঐটাতে সেঁকল পড়ানোর জন্যেই এত্ত বন্দোবস্ত
১২ ই মে, ২০১৫ সকাল ১১:৪০
আহসানের ব্লগ বলেছেন: প্রেমিক হবার আগেই লিখে রাখলাম । প্রেমিক হবার পর প্রেমিকাকে দেখাবো এই নাও এখন লিখসি
৮| ১২ ই মে, ২০১৫ দুপুর ১২:৪৯
অপ্রতীয়মান বলেছেন: আইডিয়া মন্দ নহে। একদিকে যেমন প্রেমিকাকে খুশি করা যাবে, অন্যদিকে বলিয়া বেড়ানো যাইবে যে 'তোমাকে নিয়ে আমার কল্পনা ছিল মহাবিশ্বের পরিসীমা সম "
কিন্তু ঘটনা হইলো, এই দেখিয়া যদি তাহার মনে আবার সন্দেহের উদ্রেক ঘটে তখন কিন্তু ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত হইবে
১৩ ই মে, ২০১৫ রাত ১২:৫৪
আহসানের ব্লগ বলেছেন: উলটা পালটা কেনূ ভাবেন ? সব সময় বি পজেটিভ ।
©somewhere in net ltd.
১| ০৯ ই মে, ২০১৫ রাত ১:১৩
কালের সময় বলেছেন: ভালো হইছে কাব্য রচনা ।++