নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ › বিস্তারিত পোস্টঃ

উৎসর্গ নীলপরী কে

০৯ ই মে, ২০১৫ রাত ১:০২

আজ দিনটা ছিল কেমন ?
উতকন্ঠায় নাকি আবেগ আর ভাবনা ?
আমি আশায় ছিলাম দেখা হবে ।
তুমি ছিলে হয়তো ।

আমি ভাবছিলাম
তুমি কী আসলেই আসবে ?
নাকি শুধুই অপেক্ষায় ভাসাবে অনন্ত কাল ।

আমি নীড় থেকে বেরিয়ে ,
তোমার পদধ্বনি শোনার অপেক্ষায় !
তুমি কী আসছো ?
নাকি এমনি বলেছো আমায় আসবে !

তুমি কী সত্যিই আন্তরিক ?
নাকি অবহেলায় কথা রাখবে বলেছিলে ।

তখন রোদ ছিল !
আমি প্রথম যখন পূর্ব পরিকল্পিত স্থানে দাড়ালাম ।
তুমি আটকে গেলে ,
একটু দেরি হলো আমি ভাবলাম ,
দেরিই করছো ,
নাকি আসবেনা !

অবশেষে তোমার ছোটো যানের দেখা মিলল ,
তুমি আসলে ,
এক টুকরো গোলাপ হাতে নিয়ে তোমায় অভ্যর্থনা
জানানো উচিত ছিল আমার ,
কিন্তু সেই সাহস কী আমার আছে ?

আমি তবু মুচকি হেসে লজ্জা পেয়ে ,
খানিক টা নিচে তাকালাম ,
তুমিও হয়তো লজ্জায় লাল হচ্ছিলে ,
হওয়ারই কথা ।

কারণ যা কেউ ভাবেনি আগে তা হয়ে যাচ্ছিল প্রায় ।
হয়েছে কী ?

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই মে, ২০১৫ রাত ১:১৩

কালের সময় বলেছেন: ভালো হইছে কাব্য রচনা ।++

০৯ ই মে, ২০১৫ রাত ১:২৩

আহসানের ব্লগ বলেছেন: পাঠে এবং প্লাসে অনেক ধন্যবাদ ভাইয়া । :)

২| ০৯ ই মে, ২০১৫ রাত ১:১৮

জেন রসি বলেছেন: কবিতা ভালো লেগেছে। :)

কিন্তু রহস্য অমীমাংসিত থেকে গেল।

০৯ ই মে, ২০১৫ সকাল ১০:০৯

আহসানের ব্লগ বলেছেন: আমি আসলে তা মনে করছিনা ।
মীমাংসিতই আসলে ;)
ধন্যবাদ প্রিয় ব্লগার পাঠে এবং মন্তব্য দানে ;)

৩| ০৯ ই মে, ২০১৫ সকাল ১১:০৭

সুমন কর বলেছেন: আমি তবু মুচকি হেসে লজ্জা পেয়ে ,
খানিক টা নিচে তাকালাম ,
তুমিও হয়তো লজ্জায় লাল হচ্ছিলে ,
হওয়ারই কথা ।


ভাল লাগল।

০৯ ই মে, ২০১৫ দুপুর ১২:৫৭

আহসানের ব্লগ বলেছেন: পাঠে অনেক ধন্যবাদ ভাইয়া :)

৪| ০৯ ই মে, ২০১৫ দুপুর ২:৩৬

অপ্রতীয়মান বলেছেন: আমি তবু মুচকি হেসে লজ্জা পেয়ে ,
খানিক টা নিচে তাকালাম ,
তুমিও হয়তো লজ্জায় লাল হচ্ছিলে ,
হওয়ারই কথা ;)

ঘটনা তাহলে বহুদূর এগিয়ে গেছে বোঝা যায় B-))

ভালো লাগলো :)

১১ ই মে, ২০১৫ রাত ১১:০৬

আহসানের ব্লগ বলেছেন: হুর মিয়া আপনি কী ডেটিং ডেটিং গন্ধ পাইসেন নাকি ? ;)

৫| ১১ ই মে, ২০১৫ রাত ১১:০৮

অপ্রতীয়মান বলেছেন: মানুষ কত্ত কিছু আন্দাজ করে, আমিও না হয় একটু আন্দাজে ঐসবই ভেবে নিলাম। ক্ষতি কি ;)

১২ ই মে, ২০১৫ রাত ১:২৯

আহসানের ব্লগ বলেছেন: ক্ষতি কিছুনা । কাহীনি হইলো আমি প্রেমিক না B-)

৬| ১২ ই মে, ২০১৫ রাত ১:৫৩

অপ্রতীয়মান বলেছেন: এই কথার উপর ভ্রষা করি থাকা সম্ভব না। পুলা লায়েক হইছে, প্রেমিক হইতে কতক্ষন ;)

১২ ই মে, ২০১৫ রাত ২:১২

আহসানের ব্লগ বলেছেন: হা হা হা । তবে প্রেমিকা পাইতে মুন চায় , প্রেমিক হইতে না । ভাবতাসি কি বেত্তমজ দিল আমার । X(( =p~

৭| ১২ ই মে, ২০১৫ রাত ২:১৫

অপ্রতীয়মান বলেছেন: যেই মুহূর্তে প্রেমিকা পেয়ে গেলেন, ঠিক সেই মুহূর্তেই হয়ে গেলেন প্রেমিক।
দিল সবসময় বেত্তমিজই থাকে, ঐটাতে সেঁকল পড়ানোর জন্যেই এত্ত বন্দোবস্ত ;)

১২ ই মে, ২০১৫ সকাল ১১:৪০

আহসানের ব্লগ বলেছেন: প্রেমিক হবার আগেই লিখে রাখলাম । প্রেমিক হবার পর প্রেমিকাকে দেখাবো এই নাও এখন লিখসি =p~

৮| ১২ ই মে, ২০১৫ দুপুর ১২:৪৯

অপ্রতীয়মান বলেছেন: আইডিয়া মন্দ নহে। একদিকে যেমন প্রেমিকাকে খুশি করা যাবে, অন্যদিকে বলিয়া বেড়ানো যাইবে যে 'তোমাকে নিয়ে আমার কল্পনা ছিল মহাবিশ্বের পরিসীমা সম ;) "

কিন্তু ঘটনা হইলো, এই দেখিয়া যদি তাহার মনে আবার সন্দেহের উদ্রেক ঘটে তখন কিন্তু ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত হইবে :P

১৩ ই মে, ২০১৫ রাত ১২:৫৪

আহসানের ব্লগ বলেছেন: উলটা পালটা কেনূ ভাবেন ? সব সময় বি পজেটিভ । :-B =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.