নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ › বিস্তারিত পোস্টঃ

অনিশ্চিত সবকিছু মহাকাল এবং আমি

১৮ ই মে, ২০১৫ বিকাল ৫:১৫

আমি চারিদিকে এতো কোলাহল দেখে
মর্মাহত হত হই ।
ভাবি একদিন ছেড়ে যেতে হবে সব কিছু
সে ভাবনায় এসবের কিছুই ভাল লাগেনা আমার ।

আমার ডেস্কটপ হার্ডডিস্কে হাজার খানেক ব্লু রে প্রিন্ট
আর কিছুই থাকবেনা এক সময়
যা আমার স্মৃতিতে জমিয়েছি ধীরে ধীরে
তার কোনো কিছুও না ।

একদিন সব পুড়ে যাবে জানি ,
ছাই হবে আকাশের মেঘ ,
শুন্য থেকে মহাশুন্য হবে এক বিন্দুতে ।
থাকবেনা শত শত ছায়াপথ ,
আর কোনো সংকুচিত পথ থাকবেনা
যা মহাকালকে একত্র করে ,

তবে এটাও জানি একদিন সব নতুন করে শুরু হবে
তখন আমি আবার আসবো ?
একই নিওরন নিয়ে ?

স্মৃতি গুলো কি থাকবে ?
আমি কি আবার একই রকম ভাববো ?

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই মে, ২০১৫ বিকাল ৫:৩৬

ইমতিয়াজ ১৩ বলেছেন: প্রথম ভাল লাগা আপনার সুন্দর কবিতায়।

২১ শে মে, ২০১৫ রাত ২:২৯

আহসানের ব্লগ বলেছেন: ধন্যবাদ ১৩ ভাইয়া B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.