নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ › বিস্তারিত পোস্টঃ

হিচকি

২১ শে মে, ২০১৫ বিকাল ৩:২২

গত কয়েকদিন ধরে আমার পরিচিত মানুষদের হিচকি সমস্যা দেখা দিচ্ছে ,
হিচকি কোনো বড় সমস্যা নয় ।
তবে অনবরত ঘন্টার পর ঘন্টা হিচকি থাকলে তা প্রচন্ড বুক ব্যাথার কারণ হতে পারে ।
এবার আসি হিচকি সাধারণত কেনো হয় ?

উত্তর টা হলো আমরা গরম কিছু খাওয়ার সাথে যদি ঠান্ডা কিছু গলধকরন করি
তবে পেটে গ্যাস জমে যা হিচকির মাধ্যমে প্রশ্বাসে বেরিয়ে যায় ।

কিন্তু যখন স্বাভাবিক তাপমত্রার পানি সেবন করি হিচকি সাথে সাথেই কমে যায় ।

ব্যাপারটা হচ্ছে ইদানিং সবাই আমরা পানি সেবন করলে ঠান্ডা পানি ছাড়া কিছু পান করিনা ।
আর হিচকির সময় আপনি বালতি বালতি ঠান্ডা পানি খেয়ে প্রতিকার পাবেন না ।
স্বাভাবিক তাপমত্রার এক গ্লাস পানি আপনাকে মুক্তি দেবে ।

কিন্তু ইদানিং হিচকি তে মানুষ ঠান্ডা পানি এবং সোডা খাচ্ছে ,
মানুষ ভাবছে এগুলোই কার্যকরী কিন্তু আসলে তা না ।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে মে, ২০১৫ দুপুর ১২:১৪

শতদ্রু একটি নদী... বলেছেন:
ঢোক গিললেও কাজ হয়।

২৫ শে মে, ২০১৫ রাত ১১:১৮

আহসানের ব্লগ বলেছেন: কিন্তু পানি ই শেষ ভরষা ! :)

২| ২৫ শে মে, ২০১৫ রাত ১১:২৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আমার টানা দুই-তিন দিন এই সমস্যায় ভোগার ইতিহাস আছে রে ভাই। কোন কিছুতেই কোন ফল হয় না তখন, হিচকির চোটে গলা থেকে শুরু করে বুকের উপরিভাগ হয়ে দুই কাঁধ পর্যন্ত ব্যাথায় একাকার হয়ে যায়। সে এক ভীতিকর অভিজ্ঞতা। :(

২৬ শে মে, ২০১৫ রাত ১:২২

আহসানের ব্লগ বলেছেন: দম বন্ধ করে নরমাল তাপমাত্রার পানি খাবেন ২-৩ গ্লাস দেখবেন সব ঠিক আছে । :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.