নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ › বিস্তারিত পোস্টঃ

মানুষ হায়েনার গান

২৩ শে মে, ২০১৫ রাত ১০:২৫

সবচেয়ে বেশী ঘৃনা করি মানুষকে ,
এরা হত্যা , যুদ্ধ ছাড়া শিখেছে কী কবে ?

সব চেয়ে বেশী ঘৃণা করি আমি আমাকে ,
দেখছি গুয়েতেমালায় জীবন্ত পুড়িয়ে মারা হয় কিশোরী কে।

হ্যাঁ সবচেয়ে বেশী ঘৃণা করি পৃথীবি কে ,
সৃষ্টিকর্তা উপরে বসে কী মজা দেখে !

সব চেয়ে বেশী ঘৃণা করি আমি মানুষকে ,
পোড়া মাংসের কয়লায় যেখানে মানুষের হিংস্রতা থাকে !

মানুষ মানুষের মাংস খায় ,
তাই সবচেয়ে বেশী ঘৃণা করি আমি মানুষকে ।

মন্তব্য ৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে মে, ২০১৫ সকাল ১১:১১

জুন বলেছেন: মানুষের মত পশুরা কিন্ত অকারন হত্যা করে না , করে না ক্ষমতা আর মর্যাদার জন্য । ক্ষিদে পেলে যতটুকু প্রয়োজন ততটুকুই করে । সবচেয়ে বড় প্রমান ওদের কোন ফ্রিজ নেই ।
+

২৪ শে মে, ২০১৫ দুপুর ১:৫২

আহসানের ব্লগ বলেছেন: হুম । মানুষ হায়েনার অন্য রুপ । :(

২| ২৪ শে মে, ২০১৫ রাত ১১:৪৫

জেন রসি বলেছেন: মানুষ মানুষের মাংস খায় ,
তাই সবচেয়ে বেশী ঘৃণা করি আমি মানুষকে ।

মানুষের অন্যরূপও কিন্তু আছে।

++

২৫ শে মে, ২০১৫ সকাল ১০:৩১

আহসানের ব্লগ বলেছেন: কিন্তু সেই অন্য রুপ টা দেখছি না কোথাও :(

৩| ২৭ শে মে, ২০১৫ রাত ১২:১৯

তুষার কাব্য বলেছেন: কদর্য মানুষের চেহারা ফুটে উঠেছে কথামালায়। শুভেচ্ছা ।

২৭ শে মে, ২০১৫ বিকাল ৩:২০

আহসানের ব্লগ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.