নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!
একটা স্বপ্ন ছিল ,
যা সবারই থাকে ,
কারো পূরণ হয় কারো হয়না ।
এটাতো অনেক পুরোনো কথা তাইনা ?
তবে মানুষ স্বপ্ন দেখা শুরু করে মধ্য যুগের
অনেক পর থেকে ,
সব কিছু পাওয়ার স্বপ্ন ।
সাতশ কোটি মানুষের সব চাই !
এতো স্বপ্ন এতো চাওয়া ,
পৃথিবীর ধারণ ক্ষমতার বাইরে ।
যদিও পৃথিবীর বুকে মানুষ
আটবে আরও দশ হাজার কোটি ।
এখন ভাবি তখন এমন যদি হয় ,
তবে স্বপ্ন আর চাহিদা অপূরণের
মাত্রা কতটাই না বাড়বে ।
বাড়বে আমার মত স্বপ্ন ভঙ্গের গল্প ।
২৯ শে মে, ২০১৫ রাত ১০:৩৯
আহসানের ব্লগ বলেছেন: ধন্যবাদ মতামত দানে ভাইয়া ।
২| ২৯ শে মে, ২০১৫ রাত ১০:৩৯
ব্লগার মাসুদ বলেছেন: সুন্দর লেখেছেন ।
২৯ শে মে, ২০১৫ রাত ১০:৪৫
আহসানের ব্লগ বলেছেন: ধন্যবাদ মাসুদ ভাইয়া ।
৩| ২৯ শে মে, ২০১৫ রাত ১০:৪১
কালের সময় বলেছেন: স্বপ্ন স্বপ্নই রয়ে যাবে ভাই ।
২৯ শে মে, ২০১৫ রাত ১০:৪৯
আহসানের ব্লগ বলেছেন: তা তো অবশ্যই । কিন্তু আপনার এমন দুঃক্ষের কথায় হাসি পাচ্ছে ।
মাইরি বলচি দাদা ফাটিয়ে দিচেন
৪| ৩০ শে মে, ২০১৫ সকাল ৮:৫১
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর
৩০ শে মে, ২০১৫ দুপুর ২:৫৭
আহসানের ব্লগ বলেছেন: ধন্যবাদ
৫| ৩১ শে মে, ২০১৫ রাত ১:৩৪
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ভাবনাটা কবিতাটাকে অন্য উচ্চতায় নিয়ে গেছে। থিম ইজ অসাম। +++
ভালো থাকুন, শুভকামনা।
৩১ শে মে, ২০১৫ রাত ১০:০১
আহসানের ব্লগ বলেছেন: অনেক অনেক অনেক ধন্যবাদ ভাইয়া
©somewhere in net ltd.
১| ২৯ শে মে, ২০১৫ রাত ১০:৩৫
বাংলার জমিদার রিফাত বলেছেন: হা বাস্তবতা!