নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ › বিস্তারিত পোস্টঃ

নব্বইএর দশকের সেরা মুভিটি

২৩ শে জুন, ২০১৫ সকাল ১০:১১

শুরুতেই আপনি দেখবেন একটা পালক বাতাসে ভেসে বেড়াচ্ছে , ঠিক যেভাবে জীবন ভেসে বেড়ায় বাতাসের মতন । কিন্তু ঠিক কোথায় যাবে পালক টা কার ছায়ার নিচে পড়বে অথবা পড়বে না তা ঠিক করছে ভাগ্য । ঠিক যেভাবে ফরেস্ট গাম্পের মা বলতেন “সবারই ভাগ্যে আছে মৃত্য , আমি জানতাম না তোমার মা হওয়া আমার ভাগ্যে ছিল । আর আমি আমার কর্তব্য পালন করেছি । আমি চাই তুমি তোমার ভাগ্য নিজেই বানাও ।

কিন্তু জেনি বলতো জীবন টা বাতাসে সাতার কাটার মতন , তাই ফরেস্ট ভাবতো হয়তোবা দুটোই এক সাথে ঘটছে ।
তাই হয়তো পরিচালক Robert Zemeckis বাতাসে পালক ওড়ার দৃশ্য দুটোই বোঝাতে চেয়েছেন । লেখক Winston Groom তুমুল খ্যাতি পেয়েছেন তার বই ফরেস্ট গাম্প দিয়ে ।

আমি মাঝে মাঝেই মুভিটা দেখি । এ মুভির আবহ সংগীত, টম হ্যানক্সের সেরা অভিনয় বাব্বা মারা যাওয়ার দৃশ্য সব কিছুই ছিল শৈল্পের সেরা দান ।
একজন অটিস্টিক ব্যাক্তিও যে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারেন মূলত লেখক তার বিখ্যাত এই উপন্যাসে এটাই বোঝাতে চেয়েছেন ।

মুভিতে কয়েকটি বিখ্যাত উক্তিঃ

“আমার মা সবসময়ই বলতেন জীবন টা চকলেটের বাক্সের মতই ,
তুমি জানবেনা তুমি কী পাবে“

“যদি তোমার কিছুর প্রয়োজন হয় ,
আমি দূরে থাকবোনা“

“ভিয়েতনামের যুদ্ধে কখনো কখনো বৃষ্টি থেমে গেলে তারা দেখা যেত ,
আর তখন অনেক ভাল লাগতো”

“এটা এমন ছিল যেন সূর্য ডুবে ঘুমোতে যায়,
আর তখন সূর্য অনেক সুন্দর দেখাতো
আকাশে মেঘেদের দেখে মনে হত পাহাড় ,
অনেক সুন্দর লাগতো”

“এতো পরিষ্কার মনে হত যে আকাশ দুটো একটা আরেকটা উপর”

৫৫ মিলিয়ন বাজেটের মুভিটি সেই ১৯৯৪ সালে প্রায় ৭০০ মিলিয়ন ডলার আয় করে ,
মুভিটিকে বলা হয় epic romantic-comedy-drama film । তবে আমার কাছে কমেডি হিসেবে অতটা মনে হয়নি কারণ আমি এই মুভিটার একটু গভীরে ঢুকে গিয়েছিলাম ।
আমার কাছে মনে হয় ৯০ এর দশকের সেরা মুভিদের মধ্যে অন্যতম এই মুভি । অন্যতম না বলে নাম্বার ওয়ানই বলা যায় অবশ্য ।
৯৫ সালে National Review তাদের সেরা ১০০ টি মুভির ভেতর ফরেস্ট গাম্প কে নিয়ে নেয় । মুভিটি ছটি ক্যাটাগরি তে অস্কার পায় , বুঝতেই পারছেন ৬টি ক্যাটাগরি ।
আইএমডিবিঃ৮.৮
সব শেষে একটি প্রিয় উক্তিঃ
“…all over the political map, people have been calling Forrest their own. But, Forrest Gump isn’t about politics or conservative values. It’s about humanity, it’s about respect, tolerance and unconditional love.”
—producer Steve Tisch

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুন, ২০১৫ সকাল ১০:৩৩

ভয়ংকর বিশু বলেছেন: TERMINATOR -2 ভালো লাগসিলো

২৩ শে জুন, ২০১৫ সকাল ১১:০০

আহসানের ব্লগ বলেছেন: ফরেস্ট গাম্প দেখে নিবেন কিন্তু ,

২| ২৩ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৭:৫৫

সুমন কর বলেছেন: চমৎকার মুভি।

২৪ শে জুন, ২০১৫ সকাল ৮:৫০

আহসানের ব্লগ বলেছেন: আসলেই ভাইায়া :)

৩| ২৪ শে জুন, ২০১৫ রাত ২:৪৯

প্রবাসী পাঠক বলেছেন: মুভি লাভার যে কারো পছন্দের সেরা তালিকায় এই মুভিটা থাকবেই। অসম্ভব ভালো লাগা একটি মুভি। ভিন্ন ভন্ন পরিবেশ এবং পরিস্থিতিতে হ্যাংক্স এর মানিয়ে নেয়া, জীবনকে জীবনের মত করে বাঁচা। এক কথায় অসাধারণ। প্রতিটি চরিত্র দারুণ ভাবে ফুটে উঠেছে মুভিতে। বাব্বার চিংড়ি প্রীতিটা ফানি ছিল।

২৪ শে জুন, ২০১৫ সকাল ৮:৪৯

আহসানের ব্লগ বলেছেন: বাব্বার অভিনয় টাও অসাধারণ ছিল । :)

৪| ২৪ শে জুন, ২০১৫ রাত ১১:০৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: চমৎকার স্মৃতিচারণধর্মী রিভিউ ভালো লেগেছে +++

ভালো থাকুন সবসময়, শুভকামনা রইল।

২৫ শে জুন, ২০১৫ বিকাল ৫:৩৬

আহসানের ব্লগ বলেছেন: আপনার জন্যও অনেক অনেক শুভ কামনা রইলো ভাইয়া :)

৫| ২৫ শে জুন, ২০১৫ বিকাল ৪:২৭

ওয়াহিদ সাইম বলেছেন: One of my favorite movie.অনেক অনেক আগে দেখেছিলাম মুভিটা।"Run Forest run" ডায়ালগ টা এখনো মানুষের মুখে শোনা যায়।ছোট বেলার বান্ধবি জেনীর এই দৌড়ানোর উপদেশ Forest Gump (টম হ্যাংক) এর অস্বাভাবিক বা বিকলাংগOne of my favorite movie.অনেক অনেক আগে দেখেছিলাম মুভিটা।"Run Forest run" ডায়ালগ টা এখনো মানুষের মুখে শোনা যায়।ছোট বেলার বান্ধবি জেনীর এই দৌড়ানোর উপদেশ Forest Gump (টম হ্যাংক) এর অস্বাভাবিক বা বিকলাংগ জীবনের বাঁকে বাঁকে বিখ্যাত এবং সফল হতে সহায়তা করে।One of my favorite movie.অনেক অনেক আগে দেখেছিলাম মুভিটা।"Run Forest run" ডায়ালগ টা এখনো মানুষের মুখে শোনা যায়।ছোট বেলার বান্ধবি জেনীর এই দৌড়ানোর উপদেশ Forest Gump (টম হ্যাংক) এর অস্বাভাবিক বা বিকলাংগOne of my favorite movie.অনেক অনেক আগে দেখেছিলাম মুভিটা।"Run Forest run" ডায়ালগ টা এখনো মানুষের মুখে শোনা যায়।ছোট বেলার বান্ধবি জেনীর এই দৌড়ানোর উপদেশ Forest Gump (টম হ্যাংক) এর অস্বাভাবিক বা বিকলাংগ জীবনের বাঁকে বাঁকে বিখ্যাত এবং সফল হতে সহায়তা করে। One of my favorite movie.অনেক অনেক আগে দেখেছিলাম মুভিটা।"Run Forest run" ডায়ালগ টা এখনো মানুষের মুখে শোনা যায়।ছোট বেলার বান্ধবি জেনীর এই দৌড়ানোর উপদেশ Forest Gump (টম হ্যাংক) এর অস্বাভাবিক বা বিকলাংগOne of my favorite movie.অনেক অনেক আগে দেখেছিলাম মুভিটা।"Run Forest run" ডায়ালগ টা এখনো মানুষের মুখে শোনা যায়।ছোট বেলার বান্ধবি জেনীর এই দৌড়ানোর উপদেশ Forest Gump (টম হ্যাংক) এর অস্বাভাবিক বা বিকলাংগ জীবনের বাঁকে বাঁকে বিখ্যাত এবং সফল হতে সহায়তা করে।One of my favorite movie.অনেক অনেক আগে দেখেছিলাম মুভিটা।"Run Forest run" ডায়ালগ টা এখনো মানুষের মুখে শোনা যায়।ছোট বেলার বান্ধবি জেনীর এই দৌড়ানোর উপদেশ Forest Gump (টম হ্যাংক) এর অস্বাভাবিক বা বিকলাংগOne of my favorite movie.অনেক অনেক আগে দেখেছিলাম মুভিটা।"Run Forest run" ডায়ালগ টা এখনো মানুষের মুখে শোনা যায়।ছোট বেলার বান্ধবি জেনীর এই দৌড়ানোর উপদেশ Forest Gump (টম হ্যাংক) এর অস্বাভাবিক বা বিকলাংগ জীবনের বাঁকে বাঁকে বিখ্যাত এবং সফল হতে সহায়তা করে। One of my favorite movie.অনেক অনেক আগে দেখেছিলাম মুভিটা।"Run Forest run" ডায়ালগ টা এখনো মানুষের মুখে শোনা যায়।ছোট বেলার বান্ধবি জেনীর এই দৌড়ানোর উপদেশ Forest Gump (টম হ্যাংক) এর অস্বাভাবিক বা বিকলাংগOne of my favorite movie.অনেক অনেক আগে দেখেছিলাম মুভিটা।"Run Forest run" ডায়ালগ টা এখনো মানুষের মুখে শোনা যায়।ছোট বেলার বান্ধবি জেনীর এই দৌড়ানোর উপদেশ Forest Gump (টম হ্যাংক) এর অস্বাভাবিক বা বিকলাংগ জীবনের বাঁকে বাঁকে বিখ্যাত এবং সফল হতে সহায়তা করে।One of my favorite movie.অনেক অনেক আগে দেখেছিলাম মুভিটা।"Run Forest run" ডায়ালগ টা এখনো মানুষের মুখে শোনা যায়।ছোট বেলার বান্ধবি জেনীর এই দৌড়ানোর উপদেশ Forest Gump (টম হ্যাংক) এর অস্বাভাবিক বা বিকলাংগOne of my favorite movie.অনেক অনেক আগে দেখেছিলাম মুভিটা।"Run Forest run" ডায়ালগ টা এখনো মানুষের মুখে শোনা যায়।ছোট বেলার বান্ধবি জেনীর এই দৌড়ানোর উপদেশ Forest Gump (টম হ্যাংক) এর অস্বাভাবিক বা বিকলাংগ জীবনের বাঁকে বাঁকে বিখ্যাত এবং সফল হতে সহায়তা করে। One of my favorite movie.অনেক অনেক আগে দেখেছিলাম মুভিটা।"Run Forest run" ডায়ালগ টা এখনো মানুষের মুখে শোনা যায়।ছোট বেলার বান্ধবি জেনীর এই দৌড়ানোর উপদেশ Forest Gump (টম হ্যাংক) এর অস্বাভাবিক বা বিকলাংগOne of my favorite movie.অনেক অনেক আগে দেখেছিলাম মুভিটা।"Run Forest run" ডায়ালগ টা এখনো মানুষের মুখে শোনা যায়।ছোট বেলার বান্ধবি জেনীর এই দৌড়ানোর উপদেশ Forest Gump (টম হ্যাংক) এর অস্বাভাবিক বা বিকলাংগ জীবনের বাঁকে বাঁকে বিখ্যাত এবং সফল হতে সহায়তা করে।One of my favorite movie.অনেক অনেক আগে দেখেছিলাম মুভিটা।"Run Forest run" ডায়ালগ টা এখনো মানুষের মুখে শোনা যায়।ছোট বেলার বান্ধবি জেনীর এই দৌড়ানোর উপদেশ Forest Gump (টম হ্যাংক) এর অস্বাভাবিক বা বিকলাংগOne of my favorite movie.অনেক অনেক আগে দেখেছিলাম মুভিটা।"Run Forest run" ডায়ালগ টা এখনো মানুষের মুখে শোনা যায়।ছোট বেলার বান্ধবি জেনীর এই দৌড়ানোর উপদেশ Forest Gump (টম হ্যাংক) এর অস্বাভাবিক বা বিকলাংগ জীবনের বাঁকে বাঁকে বিখ্যাত এবং সফল হতে সহায়তা করে।

২৫ শে জুন, ২০১৫ বিকাল ৫:৩৭

আহসানের ব্লগ বলেছেন: গুগুল অনুবাদক ????????

৬| ২৫ শে জুন, ২০১৫ বিকাল ৪:৩০

ওয়াহিদ সাইম বলেছেন:

২৫ শে জুন, ২০১৫ বিকাল ৫:৩০

আহসানের ব্লগ বলেছেন: জিন্দা লাশ লাগাইয়া দিসেন ?????

৭| ২৫ শে জুন, ২০১৫ বিকাল ৫:১৮

শতদ্রু একটি নদী... বলেছেন: আমার কেবল মনে আছে, "রান, ফরেস্ট, রান ..."

এইটা একটা মানবিক অনুভুতির মুভি। আসলে সব মুভিই তাই, কেবল একেকটা একেকধরনের আবেগ নিয়া নাড়াচাড়া দেয়।

২৫ শে জুন, ২০১৫ বিকাল ৫:২২

আহসানের ব্লগ বলেছেন: আসলেই ভাইয়া :)

৮| ২৫ শে জুন, ২০১৫ বিকাল ৫:৪৮

জনাব মাহাবুব বলেছেন: মুভিটা দেখার আগ্রহ জাগলো। ডাউনলোড দেওয়া শুরু করলাম। :)

২২ শে আগস্ট, ২০১৫ রাত ১২:০৬

আহসানের ব্লগ বলেছেন: দেখে ফেলেছেন এতোদিনে নিশ্চই । কেমন লাগলো ? ;)

৯| ২৫ শে জুন, ২০১৫ রাত ১০:৪১

ওয়াহিদ সাইম বলেছেন: ভাইরাস আক্রান্ত আমার কমপিউটার মাঝে মধ্যে আমার নিয়ন্ত্রনের বাইরে গিয়ে স্বয়ংক্রিয় কর্মকান্ড শুরু করে।এমন পরিস্থিতিতে আমার মন্তব্য এবং আপলোডিং এমন উল্টা-পাল্টা হয়ে গেলো যে খেয়ালই করলাম না Mr. Forest কে zombie দের দৌড়ানো ছবি আপলোড করে ফেললাম।অনিচ্ছাকৃত ভুলের জন্য আমি সত্যিই দূঃখিত।

২২ শে আগস্ট, ২০১৫ রাত ১২:০৩

আহসানের ব্লগ বলেছেন: সিরিয়াসলি এমন কম্পিউটার ভাইরাস থাকলে ভালই । ;) তবে ভাগ্য ভাল অন্য কিছু আপলোড হয়নি

১০| ০৯ ই আগস্ট, ২০১৫ ভোর ৪:৩০

ওয়াহিদ সাইম বলেছেন: Bubba Gump Shrimp Co, Times Square, New York.

২২ শে আগস্ট, ২০১৫ রাত ১২:০২

আহসানের ব্লগ বলেছেন: আসলেই যে এমন কিছু আছে তা জানতাম না । ধন্যবাদ ভাইয়া :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.