নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!
মাইল পাঁচেক দূরে একটা নদী , তার ওপরে স্বর্গীয় ব্রীজ । যুবক হাটছে । সে জানতনা একদিন তার এই একা পথ চলা ভাল লাগবে , তেইশ বছর বয়সে ঠিক প্রায় যুবক ই একা থাকতে চায়না , চায় তাদের একজন কেউ থাকুক যে পাশে থাকবে সব বৃষ্টিতে সব কল্পনাতে অথবা বস্তুগত পার্থক্যে । এখন সময় বর্ষা ঠিক কিছু দিন আগেও টানা কয়েকদিন মুষলধারে বৃষ্টি । সে বৃষ্টি যেন শেষ হবার নয় । তারপরেও
এক দিন দুদিন করে শেষ হলো , আর তারপরেও হারিয়ে গেল নীল রং । আকাশ টাও এখন সাদা । বাঁশ বনের পাশ দিয়ে হাটার সময় যুবকের শিউরে ওঠার কথা , কিন্তু না যুবক ভাবনা হীন । উল্টো বাঁশঝাড় টা শিউরে কেঁপে ওঠে বারংবার । যুবকের হৃদপিন্ডে একটা চাঁপা আর্তনাদে ভয়ংকর সুন্দর প্রকৃতি থমকে যায় । ওরা ভাবে এ কেমন মানুষ ! হাজার বছর পার হয় এমন মানুষ কোথায় পাওয়া যায় । যে কিছু ভাবছেই না , না ভেবে থাকে কী করে মানুষ ! যুবকের মস্তিষ্কে শুধু একটা ছবি , ছবিটা নীল ।
স্বর্গীয় ব্রীজ টা দাঁড়িয়ে আছে একা দাড় কাকের মত , কালো কিন্তু দেখা যায় । রাতের আঁধারেও নদীটা কেমন নীল দেখাচ্ছে ।
যুবক দুপায়ে দাঁড়িয়ে , এবার সে ভাবছে ।
নীল হাত ওপরে ভেসে ওঠলো ধীরে ধীরে তা মানব বর্ণে রুপান্তর হয় । যুবকের ঠোঁটে স্মিত হাঁসি । সে হাসির অর্থ বোঝেনা জল পরী । যুবক এক পা দু পা করে নদীতে নামে । মুখোমুখি সে জলপরীর ।
যুবক একদম অদৃশ্য না হওয়া পর্যন্ত বাঁশ ঝাড় টা জেগে ছিল ,
তারপর বাতাসে শিষ তুলে সে তাচ্ছিল্লের হাঁসি হেঁসে ভাবে ,
যুবক তো নীল হারায় নি ! ওটা তো ওর মস্তিষ্কেই ছিল ।
০১ লা জুলাই, ২০১৫ রাত ১১:০১
আহসানের ব্লগ বলেছেন: ভাল লাগা এবং ধন্যবাদ রইলো ভাইয়া :-)
২| ০১ লা জুলাই, ২০১৫ রাত ৮:১৪
নান্দনিক নন্দিনী বলেছেন: আরো অনেক অনেক শততম এর জন্য শুভেচ্ছা রইল
০১ লা জুলাই, ২০১৫ রাত ১১:০২
আহসানের ব্লগ বলেছেন: ওহ আপা । দুয়া করবেন :-)
৩| ০১ লা জুলাই, ২০১৫ রাত ১১:৪৬
বোকা মানুষ বলতে চায় বলেছেন: শততম পোস্টের শুভেচ্ছা। তো একটা প্রশ্ন ছিল, যুবক আহসান কি নীল হারিয়েছিল?
০২ রা জুলাই, ২০১৫ সকাল ১১:৫৬
আহসানের ব্লগ বলেছেন: বোকা ভাইয়া অত চালাক হলে হবে ? ;-)
©somewhere in net ltd.
১| ০১ লা জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৩৭
প্রবাসী পাঠক বলেছেন: শততম পোস্টের জন্য শুভেচ্ছা।