নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ › বিস্তারিত পোস্টঃ

যুবক তো নীল হারায় নি ১০০ তম পোষ্ট

০১ লা জুলাই, ২০১৫ বিকাল ৩:৪২

মাইল পাঁচেক দূরে একটা নদী , তার ওপরে স্বর্গীয় ব্রীজ । যুবক হাটছে । সে জানতনা একদিন তার এই একা পথ চলা ভাল লাগবে , তেইশ বছর বয়সে ঠিক প্রায় যুবক ই একা থাকতে চায়না , চায় তাদের একজন কেউ থাকুক যে পাশে থাকবে সব বৃষ্টিতে সব কল্পনাতে অথবা বস্তুগত পার্থক্যে । এখন সময় বর্ষা ঠিক কিছু দিন আগেও টানা কয়েকদিন মুষলধারে বৃষ্টি । সে বৃষ্টি যেন শেষ হবার নয় । তারপরেও
এক দিন দুদিন করে শেষ হলো , আর তারপরেও হারিয়ে গেল নীল রং । আকাশ টাও এখন সাদা । বাঁশ বনের পাশ দিয়ে হাটার সময় যুবকের শিউরে ওঠার কথা , কিন্তু না যুবক ভাবনা হীন । উল্টো বাঁশঝাড় টা শিউরে কেঁপে ওঠে বারংবার । যুবকের হৃদপিন্ডে একটা চাঁপা আর্তনাদে ভয়ংকর সুন্দর প্রকৃতি থমকে যায় । ওরা ভাবে এ কেমন মানুষ ! হাজার বছর পার হয় এমন মানুষ কোথায় পাওয়া যায় । যে কিছু ভাবছেই না , না ভেবে থাকে কী করে মানুষ ! যুবকের মস্তিষ্কে শুধু একটা ছবি , ছবিটা নীল ।

স্বর্গীয় ব্রীজ টা দাঁড়িয়ে আছে একা দাড় কাকের মত , কালো কিন্তু দেখা যায় । রাতের আঁধারেও নদীটা কেমন নীল দেখাচ্ছে ।
যুবক দুপায়ে দাঁড়িয়ে , এবার সে ভাবছে ।

নীল হাত ওপরে ভেসে ওঠলো ধীরে ধীরে তা মানব বর্ণে রুপান্তর হয় । যুবকের ঠোঁটে স্মিত হাঁসি । সে হাসির অর্থ বোঝেনা জল পরী । যুবক এক পা দু পা করে নদীতে নামে । মুখোমুখি সে জলপরীর ।

যুবক একদম অদৃশ্য না হওয়া পর্যন্ত বাঁশ ঝাড় টা জেগে ছিল ,
তারপর বাতাসে শিষ তুলে সে তাচ্ছিল্লের হাঁসি হেঁসে ভাবে ,

যুবক তো নীল হারায় নি ! ওটা তো ওর মস্তিষ্কেই ছিল ।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০১ লা জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৩৭

প্রবাসী পাঠক বলেছেন: শততম পোস্টের জন্য শুভেচ্ছা।

০১ লা জুলাই, ২০১৫ রাত ১১:০১

আহসানের ব্লগ বলেছেন: ভাল লাগা এবং ধন্যবাদ রইলো ভাইয়া :-)

২| ০১ লা জুলাই, ২০১৫ রাত ৮:১৪

নান্দনিক নন্দিনী বলেছেন: আরো অনেক অনেক শততম এর জন্য শুভেচ্ছা রইল :)

০১ লা জুলাই, ২০১৫ রাত ১১:০২

আহসানের ব্লগ বলেছেন: ওহ আপা । দুয়া করবেন :-)

৩| ০১ লা জুলাই, ২০১৫ রাত ১১:৪৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: শততম পোস্টের শুভেচ্ছা। তো একটা প্রশ্ন ছিল, যুবক আহসান কি নীল হারিয়েছিল? ;)

০২ রা জুলাই, ২০১৫ সকাল ১১:৫৬

আহসানের ব্লগ বলেছেন: বোকা ভাইয়া অত চালাক হলে হবে ? ;-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.