নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!
আমরা তো অনেকেই লাভ স্টোরী পছন্দ করি , আজ পর্যন্ত আনকমন লাভ স্টোরি কজন দেখেছি ? আসুন দেখে নেই রোবোট দের প্রেম কাহীনি যে প্রেম কাহীনি আপনাকে জ্যাক এন্ড রোজের প্রেম কাহীনির মতই মুগ্ধ করবে !
আমরা অনেকেই এনিমেশন মুভি পছন্দ করি আবার অনেকেই করিনা , কিন্তু আপনি পছন্দ করেন অথবা নাই করেন আপনার যে মুভিটি দেখতে হবে আর তা হলো Wall E. ওয়াল ই একটা রোবোটের নাম । পৃথীবি তার রুপ হারিয়েছি , বিষাক্ত হয়ে উঠেছে । চারদিকে আবর্জনার স্তুপ পুরো পৃথীবি জুড়ে । তাই পৃথীবির মানুষ সিদ্ধান্ত নিল পৃথীবি ছেড়ে চলে যাবে , এবং রেখে যাবে কয়েক লক্ষ ওয়াল ই রোবোট । যে রোবোটের কাজ হলো পৃথীবি জুড়ে সব আবর্জনা পরিষ্কার করা । কিন্তু যুগ যায় , কয়েক শত বছর যায় তবুও পৃথীবি বসবাসের যোগ্য হয়ে ওঠে না । ধীরে ধীরে সব ওয়াল ই মারা যায় , বেঁচে থাকে শুধু একজন রোবোট ।
যে চরম বুদ্ধিমত্তা নিয়ে পৃথীবিতে তার কাজ অনবরত করে থাকে ।
প্রায় সময়ই মহাকাশে অবস্থান করা মানুষ পৃথীবিতে ইভ নামের একটা রোবোট পাঠায় কোনো গাছ পাওয়া যায় কিনা পৃথীবির বুকে । প্রায় ৭০০ বছর পর ইভ খুঁজে পায় একটা গাছের চারা । কিন্তু তারপরেও পৃথীবিতে ফিরে আসা অত সহজ হয়না মানব প্রজাতির জন্য ।
তারপর দেখা হয় ওয়াল ই এবং ইভ এর ।
তারপর কী মানুষ ফিরে আসতে পারে পৃথীবিতে ?
আর ইভ এবং ওয়াল ইর কী হয় ?
জানতে অবশ্যই আপনাকে মুভিটি দেখতে হবে !
০৬ ই জুলাই, ২০১৫ রাত ১০:৪৬
আহসানের ব্লগ বলেছেন: অভিনন্দন
২| ০৩ রা জুলাই, ২০১৫ বিকাল ৩:০১
বোকা মানুষ বলতে চায় বলেছেন: রিভিউ পড়ে মুভিটা দেখার ইচ্ছা জাগল, ঈদের পর দেখে ফেলতে হবে।
ভালো থাকুন, শুভকামনা রইল।
০৬ ই জুলাই, ২০১৫ রাত ১০:৪৮
আহসানের ব্লগ বলেছেন: দেখে নেবেন কিন্তু ভাইয়া,ন শুভকামনা রইল।
৩| ০৩ রা জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৪৭
সুমন কর বলেছেন: চমৎকার মুভি।
পৃথীবি < পৃথিবী।
০৬ ই জুলাই, ২০১৫ রাত ১০:৪৮
আহসানের ব্লগ বলেছেন: ধন্যবাদ ভাইয়া
©somewhere in net ltd.
১| ০৩ রা জুলাই, ২০১৫ সকাল ১১:৫১
মরুভূমির জলদস্যু বলেছেন: ছবিটি অনেক আগেই দেখেছি