নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ › বিস্তারিত পোস্টঃ

Wall E একটি মুভি

০৩ রা জুলাই, ২০১৫ সকাল ১১:৩২

আমরা তো অনেকেই লাভ স্টোরী পছন্দ করি , আজ পর্যন্ত আনকমন লাভ স্টোরি কজন দেখেছি ? আসুন দেখে নেই রোবোট দের প্রেম কাহীনি যে প্রেম কাহীনি আপনাকে জ্যাক এন্ড রোজের প্রেম কাহীনির মতই মুগ্ধ করবে !

আমরা অনেকেই এনিমেশন মুভি পছন্দ করি আবার অনেকেই করিনা , কিন্তু আপনি পছন্দ করেন অথবা নাই করেন আপনার যে মুভিটি দেখতে হবে আর তা হলো Wall E. ওয়াল ই একটা রোবোটের নাম । পৃথীবি তার রুপ হারিয়েছি , বিষাক্ত হয়ে উঠেছে । চারদিকে আবর্জনার স্তুপ পুরো পৃথীবি জুড়ে । তাই পৃথীবির মানুষ সিদ্ধান্ত নিল পৃথীবি ছেড়ে চলে যাবে , এবং রেখে যাবে কয়েক লক্ষ ওয়াল ই রোবোট । যে রোবোটের কাজ হলো পৃথীবি জুড়ে সব আবর্জনা পরিষ্কার করা । কিন্তু যুগ যায় , কয়েক শত বছর যায় তবুও পৃথীবি বসবাসের যোগ্য হয়ে ওঠে না । ধীরে ধীরে সব ওয়াল ই মারা যায় , বেঁচে থাকে শুধু একজন রোবোট ।
যে চরম বুদ্ধিমত্তা নিয়ে পৃথীবিতে তার কাজ অনবরত করে থাকে ।

প্রায় সময়ই মহাকাশে অবস্থান করা মানুষ পৃথীবিতে ইভ নামের একটা রোবোট পাঠায় কোনো গাছ পাওয়া যায় কিনা পৃথীবির বুকে । প্রায় ৭০০ বছর পর ইভ খুঁজে পায় একটা গাছের চারা । কিন্তু তারপরেও পৃথীবিতে ফিরে আসা অত সহজ হয়না মানব প্রজাতির জন্য ।
তারপর দেখা হয় ওয়াল ই এবং ইভ এর ।

তারপর কী মানুষ ফিরে আসতে পারে পৃথীবিতে ?
আর ইভ এবং ওয়াল ইর কী হয় ?
জানতে অবশ্যই আপনাকে মুভিটি দেখতে হবে !

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুলাই, ২০১৫ সকাল ১১:৫১

মরুভূমির জলদস্যু বলেছেন: ছবিটি অনেক আগেই দেখেছি

০৬ ই জুলাই, ২০১৫ রাত ১০:৪৬

আহসানের ব্লগ বলেছেন: অভিনন্দন

২| ০৩ রা জুলাই, ২০১৫ বিকাল ৩:০১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: রিভিউ পড়ে মুভিটা দেখার ইচ্ছা জাগল, ঈদের পর দেখে ফেলতে হবে।

ভালো থাকুন, শুভকামনা রইল।

০৬ ই জুলাই, ২০১৫ রাত ১০:৪৮

আহসানের ব্লগ বলেছেন: দেখে নেবেন কিন্তু ভাইয়া,ন শুভকামনা রইল।

৩| ০৩ রা জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৪৭

সুমন কর বলেছেন: চমৎকার মুভি।

পৃথীবি < পৃথিবী।

০৬ ই জুলাই, ২০১৫ রাত ১০:৪৮

আহসানের ব্লগ বলেছেন: ধন্যবাদ ভাইয়া

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.