নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ › বিস্তারিত পোস্টঃ

আমি যতই ক্ষুদ্র হইনা কেন

০৬ ই জুলাই, ২০১৫ রাত ১১:৫৬

আমি কী লিখবো তা চিন্তা করি , অনেক সময় কী বোর্ড হাতে নিয়ে ভাবি কিছু লেখা যায় কিনা । আগে এক সময় ছাই পাস কবিতা লিখতে পারতাম , এখন পথ ঘাটে একা যখন হাঁটি দু একটা কবিতা আসে মাথায় মনে মনে আবৃত্তি করি তারপর আবার ভুলে যাই । ইদানিং তাই মুভি রিভিউ লিখি । যাই হউক আমার ব্লগ গুলোকে তো বাঁচিয়ে রাখতে হবে, তাই না ?
আমার মাঝে মাঝেই মনে হয় আমি কত ক্ষুদ্র , পৃথিবী টা কত বড় !
তার চেয়েও বড় সূর্য , আরও কত কী !
চাঁদ টা মাঝে মাঝে এই ক্ষুদ্র আমিকে আলো দেয় ,
সাথে আরও অনেক কে ।
কেউ বঞ্চিত হয় কেউ পেয়েও মূল্য দেয় না ।
আমি ওসব ভেবে কাঁচা চুল গুলোকে সাদা করে ফেলবো একদিন ।
জানি আমি উত্তর পাবনা !
কেন আমি কিছু আবহ সঙ্গীতের মত ভেসে চলছি ,
একদিন শেষ হব ,
কারও মুগ্ধতার অবসান ঘটবে তখন ,
কেউবা খুব মনে করবে আমাকে ।
জানিনা তেমন কাউকে রেখে যেতে পারবো কিনা !
যে আমার জন্য প্রতি বার্ষিকে তে কাঁদবে ।
তাওপারে বসে সান্ত্বনা দেব তাকে !
জানি সে সান্ত্বনা এপার অব্দি পৌছবেনা ।
হুম আমি জানি এখন বুঝি সৃষ্টির সব কিছু আমার জন্য ,
আমার যতটুকু আমি , বাকি সব আমার ই ।
তাই আমি যতই ক্ষুদ্র হইনা কেন ।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুলাই, ২০১৫ রাত ১২:১৫

প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ

২২ শে জুলাই, ২০১৫ রাত ৩:৩৭

আহসানের ব্লগ বলেছেন: :)

২| ০৮ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:৪৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: বিষাদময়তা কেন প্রিয় ব্লগার? মন খারাপ?

২২ শে জুলাই, ২০১৫ রাত ৩:৪২

আহসানের ব্লগ বলেছেন: অনেক আগের লেখা পোস্ট ভাইয়া , আপনার মতামত খুব দেরীতে পড়লাম তাই অনেক দুঃখিত । আশা করি ভাল আছেন :-) পোস্ট টা কী কারণে লেখা তা ভুলে গিয়েছি :-( ;-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.