নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!
আমি কী লিখবো তা চিন্তা করি , অনেক সময় কী বোর্ড হাতে নিয়ে ভাবি কিছু লেখা যায় কিনা । আগে এক সময় ছাই পাস কবিতা লিখতে পারতাম , এখন পথ ঘাটে একা যখন হাঁটি দু একটা কবিতা আসে মাথায় মনে মনে আবৃত্তি করি তারপর আবার ভুলে যাই । ইদানিং তাই মুভি রিভিউ লিখি । যাই হউক আমার ব্লগ গুলোকে তো বাঁচিয়ে রাখতে হবে, তাই না ?
আমার মাঝে মাঝেই মনে হয় আমি কত ক্ষুদ্র , পৃথিবী টা কত বড় !
তার চেয়েও বড় সূর্য , আরও কত কী !
চাঁদ টা মাঝে মাঝে এই ক্ষুদ্র আমিকে আলো দেয় ,
সাথে আরও অনেক কে ।
কেউ বঞ্চিত হয় কেউ পেয়েও মূল্য দেয় না ।
আমি ওসব ভেবে কাঁচা চুল গুলোকে সাদা করে ফেলবো একদিন ।
জানি আমি উত্তর পাবনা !
কেন আমি কিছু আবহ সঙ্গীতের মত ভেসে চলছি ,
একদিন শেষ হব ,
কারও মুগ্ধতার অবসান ঘটবে তখন ,
কেউবা খুব মনে করবে আমাকে ।
জানিনা তেমন কাউকে রেখে যেতে পারবো কিনা !
যে আমার জন্য প্রতি বার্ষিকে তে কাঁদবে ।
তাওপারে বসে সান্ত্বনা দেব তাকে !
জানি সে সান্ত্বনা এপার অব্দি পৌছবেনা ।
হুম আমি জানি এখন বুঝি সৃষ্টির সব কিছু আমার জন্য ,
আমার যতটুকু আমি , বাকি সব আমার ই ।
তাই আমি যতই ক্ষুদ্র হইনা কেন ।
২২ শে জুলাই, ২০১৫ রাত ৩:৩৭
আহসানের ব্লগ বলেছেন:
২| ০৮ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:৪৮
বোকা মানুষ বলতে চায় বলেছেন: বিষাদময়তা কেন প্রিয় ব্লগার? মন খারাপ?
২২ শে জুলাই, ২০১৫ রাত ৩:৪২
আহসানের ব্লগ বলেছেন: অনেক আগের লেখা পোস্ট ভাইয়া , আপনার মতামত খুব দেরীতে পড়লাম তাই অনেক দুঃখিত । আশা করি ভাল আছেন :-) পোস্ট টা কী কারণে লেখা তা ভুলে গিয়েছি :-( ;-)
©somewhere in net ltd.
১| ০৭ ই জুলাই, ২০১৫ রাত ১২:১৫
প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ