নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ › বিস্তারিত পোস্টঃ

আমার দেশ টাকে আমার বললেই কী আমি শিরক করে ফেললাম ?

০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪৫

সোজা কথা হুজুরেরা কোনো ভুল করলে তার প্রতিবাদ করা যাবেনা । কারণ ওদের মতে পৃথিবীর সব হুজুর শত ভাগ পারফেক্ট ।

পিস টিভির উপস্থাপক বলতে চাইলেন আকাশ বাতাস এ দেশের নয় এটা আল্লাহর । শুধু আকাশ বাতাস কেন যা কিছু আছে এই বিশাল জগতে তা সবই তো আল্লাহর ! এটা নিয়ে আমার কোনো দ্বিমত নেই । আমার দেশের আকাশ সীমা কে আমার দেশের বলতে পারবোনা
এটাকে আলাদা করে আল্লাহর বলতে হবে ! ! !
এরা আসলে কী প্রমাণ করতে চায় ?

আমার কলমটা কে কী আমার কলম বলতে পারবোনা ?
আমার ফোন টাকে কী আমার বলতে পারবোনা ?
আমার ফেবু আইডি টাকে কী আমার বলতে পারবোনা ?

এগুলো কে যদি আমার বলি তাহলে শিরক করে ফেলা হবে ? ? ?
এদেশ গোটা দেশ টাই যদি শিরকে ডুবে থাকে তবে কী একমাত্র উনিই ঈমান দার বান্দা ? ? ?

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০৪

হানিফঢাকা বলেছেন: হায় হায় কি বলেন? আমার বউকেও কি আমার বলতে পারবনা?

০২ রা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:১৫

আহসানের ব্লগ বলেছেন: হুজুরের মতে তো না ।

২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২২

ইঞ্জিনিয়ার কবির আহমেদ মাধব বলেছেন: আমার বলতে কিছুই নাই। এমন কিছু যদি আপনি তৈরি করতে পারেন যা তৈরি করতে আল্লাহর তৈরি কোন কিছুর সাহায্য নেয়া হয় নাই,তবেই আপনি বলতে পারেন সেটা আমার।

আর তা না হলে আমরা সেটার রক্ষনাবেক্ষঙ্কারী,ভোগকারী কিন্তু আমার না।

আপনার শরীরও আপনার না কারন এটায় ত আপনার স্ত্রীর অধিকার আছে। ওনার যুক্তি ঠিক আছে কিন্তু আপনার বুঝার ভুল আছে।

০২ রা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:০২

আহসানের ব্লগ বলেছেন: আমার কলম তাকে আমার বলা মানে এই না যে আমি নিজেকে সৃষ্টিকর্তা হিসেবে দাবি করছি , আর আপনার থিওরি যদি ঠিক হয় তবে আপনার বউ টা কার ? আমার ? আচ্ছা ৫০০০০ টাকা ধার দেন আমারে ওইটাতো আপনার না আমি পরে কোনো মাজারে দান করে দেব একই তো কথা তাইনা ?

৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫১

ধমনী বলেছেন: আল্লাহ যদি এ ধরনের হুজুরদের কথায় জান্নাত, জাহান্নাম বরাদ্দ করেন তাইলে আমাদের কারোরই জান্নাতী হওয়ার সম্ভাবনা নাই।

০২ রা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:০৩

আহসানের ব্লগ বলেছেন: সেটাইতো কথা , পুরা দেশটাই নাকি শিরকে ডুবে আছে তো এখন বলেন তো এতাহলে কী একমাত্র উনিই ঈমাণ দার বান্দা ?

৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২৮

মোহাম্মদ জামিল বলেছেন: হুম হক কথা

০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৪২

আহসানের ব্লগ বলেছেন: ধন্যবাদ ভাইয়া ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.