নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ › বিস্তারিত পোস্টঃ

ফেইসবুক আইডির নিরাপত্তায়

০৭ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৪০

শুধু মাত্র ইমেইল আর পাস কোডের দিন শেষ হয়েছে আজ অনেক দিন হলো। ফোন নাম্বার এড করে আপনার ফেইসবুকের নিরাপত্তা শক্ত করুন। আপনি প্রথমে সেটিংস এ গিয়ে জেনারেলে গিয়ে একটি রেজিট্রিশন কৃত ফোন নাম্বার এড করুন। তারপর কোড জেনারেটর চালু করুন। আপনি যখন অন্য কোনো ব্রাউজারে আপনার আইডি লগ ইন দিবেন তখন আপনার সিমে একটি কোড আসবে সেই কোড দিয়ে আপনি আননোওন ব্রাজারে লগ ইন দিতে পারবেন। এবং চাইলে ব্রাউজার টিকে সেইভ করে রাখতে পারবেন যার ফলে প্রতি বার লগ ইন এর সময় আপনাকে কোড দিতে হবেনা। আপনার কেউ যদি আপনার ইমেইল আর পাস জেনেও যায় সে লগ ইন দিতে পারবেনা।
কোড জেনারেটর অন করতে আপনি গ্রামীন সিম ইউস করতে পারেন তবে মনে রাখবেম সিম টি যেন আপনার নামে রেজিট্রেশন করা থাকে তাহলে পরে যদি আপনার সিম হারিয়ে যায় তবে সহজেই উত্তলোন করতে পারবেন। আর নয়তো সিম হারানোর পরে কান্না কাটি করা ছাড়া উপায় থাকবেনা।
আপনি চাইলে লগ ইন এপ্রোভাল কোড অতিরিক্ত ১০ টা নিয়ে নিতে পারেন যখন আপনার কাছে আপনার ফোনটি থাকবেনা তখন সেই কোড গুলো দিয়ে দশ বার আপনার সিম টি ছাড়াই লগ ইন করতে পারবেন। এক্ষেত্রে রবি সিম এড়িয়ে চলুন। কেননা আজকাল রবি সিম উত্তোলোন করা একদম সহজ। যে কোনো রাস্তার মোড়ে বসানো দোকান থেকে রবি সিম তুলতে পারে অল্প কটা টাকা ঘুষ দিয়েই। এমন ঘটনা অহরহ ঘটছে।
আমার আইডি হ্যাক করার জন্য এক ছোটো ভাইয়ের আইডি থেকে একটা লিংক ইনবক্স করা হয়েছে। লিংক দেখেই বুঝেছিলাম কাহীনি কী!
পরে জানলাম ছোটো ভাইটার আইডি ও হ্যাক করাই হয়েছে। হ্যাকার দের থেকে রক্ষা পেতে যেন তেন লিংকে ক্লিক করবেন না। কোথায় লাইক দিচ্ছেন কোথায় ক্লিক করছেন একটু খেয়াল করবেন কিন্তু।
আপনার আইডির নিরাপত্তা জোরদার করুন।
কোড জেনারেটর চালু করুন।
পরিশেষে ভাল থাকুন।
হ্যাপি ফেইবুকিং।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:০০

সত্যের পথে আরিফ বলেছেন: যাযাকাল্লাহ.....।

০৭ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:০১

আহসানের ব্লগ বলেছেন: এটার মানে কী ? :|

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.