নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!
কখনো ভেবেছেন কী আমরা কেমন সভ্যতায় বাস করি ? আমরা কী হাজার বছর পুরোনো ধ্যান ধারনা আর প্রযুক্তি নিয়ে বাচি এখনো ? না তাই না ?
কিন্তু তাই বলে কী কেউ নেই যারা প্রাচিন যুগকে আগলে ধরে রেখেছে ? অবশ্যই আছে । শুধু আফ্রিকা নয় পৃথিবীর বিভিন্ন দেশের প্রত্যন্ত অঞ্চলে এদের পাওয়া যাবে যাদের আমরা আদিবাসি বলি । আচ্ছা আমি কোথায় বাস করি ? বর্তমান সভ্যতার কতটুকু সুবিধা পাচ্ছি আমি ?
বাসায় গ্যাস পাচ্ছি , বিদ্যুৎ পাচ্ছি , চাল ডাল সহ যাবতীয় নিত্যপ্রয়োজনীয় পন্য ঘরের পাশেই পাচ্ছি । কিন্তু আমার মত সব মানুষ কিন্তু এই সুবিধা পাচ্ছে না । অনেকেই ময়লার স্তুপে অপেক্ষা করে কখন সিটি কর্পোরেশনের নতুন ময়লা ভর্তি ট্রাক আসবে তারপর সেখান থেকে সামান্য মূল্যবান প্লাস্টিক কুড়িয়ে বিক্রি করে অর্থ উপার্জন করবে । যে অর্থ দিয়ে সামান্য পরিমাণ হয়তো চাল কেনা যায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য তো স্বপ্নের ব্যাপার ।
যে ভিড়ের মধ্যে লক্ষ লক্ষ মুরগী পালন করা হয় । ঠিক সে রকম ভিড়েই মানুষ উন্নত উপার্জন করে , ব্রিজ , ট্রেন স্টেশন সহ যাবতীয় রাস্তার মোড় সর্বত্র গিজ গিজ করছে মানুষ ।
৭০০ কোটি মানুষ ৭০০ কোটি চেহারা ,
৭০০ কোটি মন ,
কয়েক হাজার কোটি চাহিদা ।
এ গ্রহের ৫০ শতাংশ সম্পদ মাত্র এক শতাংশ মানুষের হাতে । বাকি ৯৯% এর মধ্যে বড়জোড় ৬০% ভাল আছেন কিন্তু বাকি ৩৯% এর খবর কী কেউ রাখে ?
বায়ু , প্রকৃতি , নদী , পাহাড় , এসবের খবর ও আজকাল আর কেউ রাখেনা । সবাই ব্যস্ত খাওয়ার যুদ্ধে ।
কে কত খেতে পারে । শুধু চেয়ে চেয়ে থাকে রাস্তায় পড়ে মা আর শিশু আর সেই বলিষ্ঠ পরুষ যে কিনা অভাবের তাড়নায় পাগল হয়েছে রাস্তায় পড়ে থাকে সে কিন্তু রাস্তার পাশে দোতলা বাসায় থাকা দম্পতি প্ল্যান করে তারা শীতের ছুটিতে হল্যান্ড যাবে ।
শুন্য দৃষ্টিতে চেয়ে থাকে যৌন কর্মীরা ওরা পৃথিবীর সেরা অভিনেত্রী । ঘরের বউ এর থেকেও ৬ গুন হাসি মাখা মুখে খদ্দের কে আদর দেয় আর নেয় আর প্রতিনিয়ত পরম তৃপ্তির সেই অবাক করা অভিনয় ।
আমার এসব উপলব্ধি হয়েছে বারাকা মুভিটি দেখার পর । ১৯৯২ সালের এই মুভিটি দেখে নেবেন যদি সময় থাকে।
২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৫৩
আহসানের ব্লগ বলেছেন: অনেক ধন্যবাদ । কিকাসে মুভিটা পাবেন । দেখে নেবেন সময় করে
২| ২৮ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৮
রক্তিম দিগন্ত বলেছেন: রিভিউটা বেশ ভালো লাগলো। সামনে দুইদিন ছুটি আছে। সপ্তাহের শেষটা মুভিতেই কাঁটে।
খুঁজে পাচ্ছিলাম না কিছুই।
নতুন মুভি দেওয়ার জন্য ধন্যবাদ।
২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:০৩
আহসানের ব্লগ বলেছেন: অজয়ের দ্রিশাম মুভিটা না দেখে দেখবেন কিন্তু । সেটাও অসাধারণ ।
৩| ২৮ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৪
কিরমানী লিটন বলেছেন: চমৎকার রিভিউ- ভালোলাগা রেখে গেলাম ...
২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:০৩
আহসানের ব্লগ বলেছেন: অনেক ধন্যবাদ লিটন ভাইয়া
৪| ২৯ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:২৪
নিরীহ_প্রাণী বলেছেন: "শুন্য দৃষ্টিতে চেয়ে থাকে যৌন কর্মীরা ওরা পৃথিবীর সেরা অভিনেত্রী । ঘরের বউ এর থেকেও ৬ গুন হাসি মাখা মুখে খদ্দের কে আদর দেয় আর নেয় আর প্রতিনিয়ত পরম তৃপ্তির সেই অবাক করা অভিনয় ।"
ভালো লাগলো।
২৯ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:১৮
আহসানের ব্লগ বলেছেন: আবার মনে করবেন না আমি কিছু করেছি
৫| ২৯ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:৩৭
সালাহউদ্দীন আহমদ বলেছেন:
আগে না দেখে থাকলে ZEITGEIST এর ৩টি পর্ব দেখতে পারেন। মনে হয় আপনার ভাল লাগবে। অবশ্য প্রথমের ধর্মীয় অংশ নিয়ে বহু বিতর্ক পাল্টা বিতর্ক হয়েছে।
৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ২:১৪
আহসানের ব্লগ বলেছেন: দেখবো যদি সময় পাই । ভাল থাকবেন চিরন্তন । পাঠে এবং মন্তব্যে ধন্যবাদ ভাইয়া ।
৬| ২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৪৮
আবু শাকিল বলেছেন: রিভিউ পড়ে মুভিটা দেখার আগ্রহ পেলাম।
ধন্যবাদ
৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ২:১৫
আহসানের ব্লগ বলেছেন: দেখে নেবেন ভাইয়া । ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১| ২৮ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:০৬
নাবিক সিনবাদ বলেছেন: রিভিউ ভালো লাগলো।