নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ › বিস্তারিত পোস্টঃ

৩টি সেরা মুভি

২২ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪২



০১ দ্যা থিউরি অব এভ্রি থিং/the theory of everything
স্টিফেন্স হকিং কে আমরা কে না চিনি । দুনিয়া কাঁপানো সে বিজ্ঞানী । মোটোর নিউরন নামের একটা রোগ হকিংসের মসিষ্কের ঐ কোষ গুলো ধংস করতে থাকে যে কোষ গুলো হাত পায়ের নড়াচড়া থেকে শুরু করে কথা বলা সব নিয়ন্ত্রণ করে । যখন হকিংস তার এই রোগের ব্যাপারে জানতে পারে তার কিছু দিন আগে থেকে একটি মেয়ের প্রেমে হাবু ডুবু খায় সে । এখন কী হবে ওদের ! হকিংস তো নিজেকে গুটিয়ে নেয় । বদ্ধ ঘরে একা থাকে সে । কিন্তু মেয়েটি ? মেয়েটি কিন্তু হকিংস কে ভালবেসেছিল । তাই মেয়েটি হকিংস মাত্র দু বছর বাঁচবে যেনেও বিবাহ বন্ধনে আবদ্ধ হয় । তিন সন্তানের পিতা বনেন আমাদের গ্রহ সেরা বর্তমান বিজ্ঞানী ।
কিন্তু তার পরেও অনেক কিছু জানার আছে । মুভিটি দেখবেন , হতাশ হবেন না আমি জানি ।




০২ জোনাকি পোকার কবর/Grave of the Fireflies (1988)
অনাহারে থাকা ছোটো বোন প্রশ্ন করে "ভাইয়া ছোট জোনাকি গুলো কেন এত জলদি মারা যায় ? আর কাঁদতে কাঁদতে কবর খুড়ে ছোটো বোন তার প্রিয় সে জোনাকি পোকার জন্য । বলা হয়ে থাকে জাপানিরা নাকি আবেগ নিয়ে বেশী বাড়া বাড়ি করে । ওদের মুভি গুলো দেখে দজ্জালও নাকি কেঁদে দিবে ।
২য় বিশ্ব যুদ্ধে ক্ষতিগ্রস্থ জাপানীদের গল্প এটা ।
এটা দু ভাই বোনের গল্প , দু ভাই বোনের চরম অভাবের মধ্যেও লড়াই করে বেঁচে থাকার গল্প ।কিন্তু শেষ পর্যন্ত কী হয় ?
জানতে আপনাকে মুভিটি দেখতে হবে ।



০৩ কোনো ক্ষমা নেই/No Mercy (2010)

মুভিটি আপনাকে দন্দে ফেলে দিবে আপনি কার পক্ষ নিবেন ? ভিলেনের নাকি নায়কের ? অথবা কে ভিলেন কে নায়ক তা বুঝতেই আপনার সমস্যা হবে । কথায় আছে পাপ কাউকে ছাড়েনা । অপরাধের সাজা অনিবার্য । প্রফেসর Kang Min-ho ভাবছেন অবসর নেবেন , যেন বাকি জীবন তিনি তার মেয়ে কে সময় দিতে পারেন । কিন্তু না ! সব কিছু প্ল্যান মোতাবেক চলেনা । কোরিয়ান দের একটা প্রবাদ আছে , মৃত্যর চেয়ে ক্ষমা করা কঠিন । আসলেই কিছু কিছু অপরাধের ক্ষমা হয়না ।

কি এমন অপরাধ করেছিলেন প্রফেসর Kang Min-ho ?
যে কারণে তার মেয়েকে অপহরণ করা হয় ?
তিনি কী পারবেন তার মেয়েকে বাঁচাতে ।
জানতে হলে মুভিটি দেখতে হবে ।
(বিঃ দ্রঃ এ মুভিটি পরিবার নিয়ে দেখার মত মুভি না । )
এই ৩টি মুভির বাংলা সাবটাইটেল সাবসীন ডট কমে পাওয়া যাচ্ছে । বাংলা সাব দিয়ে দেখুন সম্পূর্ণ মুভি টি বুঝুন ।

মন্তব্য ২২ টি রেটিং +৮/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২২ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:০২

হাসান মাহবুব বলেছেন: প্রথমটি দেখি নাই। দ্বিতীয়টি আশ্চর্য বিষাদী এক মুভি। আর তৃতীয়টি... এত চমৎকার টুইস্ট ভাবার মতো না!

২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৯

আহসানের ব্লগ বলেছেন: আসলেই টুইস্ট সেরা অন্যতম মুভি ।

২| ২২ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:১১

রক্তিম দিগন্ত বলেছেন: Grave of the Fireflies ডাউনলোড দিলাম।

২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২০

আহসানের ব্লগ বলেছেন: চোখে পানি আসলে আমার দোষ নেই কিন্তু ।

৩| ২২ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:১৮

সুলতানা রহমান বলেছেন: বাচ্চাদের মুভি খুজছিলাম। গ্রেইভ অভ দ্যা ফায়ারফ্লাইজ দেখবো।

২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২০

আহসানের ব্লগ বলেছেন: সার্থক হলাম ।

৪| ২২ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:২৩

অগ্নি সারথি বলেছেন: একটাও দেখা হয় নাই। দেখতে হবে।

২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২১

আহসানের ব্লগ বলেছেন: আহারে । জলদি সময় করে দেখে ফেলুন । :)

৫| ২২ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভাই থার্ড মুভিটা দেখে সত্যি চমকে উঠেছিলাম!!

২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২১

আহসানের ব্লগ বলেছেন: আমিও ভাইয়া । চমকে ওঠার মতই B:-)

৬| ২২ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৬

সুমন কর বলেছেন: প্রতিটির নাম এবং কাহিনী শুনেছি। ৩য়টি দেখেছি। বাকিগুলো পরে.. ;)

আজকাল ব্লগে কম দেখা যায় যে !!

২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২২

আহসানের ব্লগ বলেছেন: ব্লগের সামনে আসা হয়না ।খুব ব্যস্ততায় ভাইয়া । অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার ।

৭| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:২৫

রিকি বলেছেন: প্রথমটা এখনও দেখা হয়নি, দ্বিতীয়টা সম্পর্কে যত অসাধারণ গোত্রীয় বিশেষণ আছে সব লাগবে, তৃতীয়টা ওয়ান অফ মাই মোস্ট ফেভারেট। নো মার্সি দেখে এর চাচাতো ভাই আই স দ্য ডেভিলকেও মনে পড়ে আমার। দেখেছেন মুভিটা??? চরম থ্রিলার। :)

২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২২

আহসানের ব্লগ বলেছেন: আই স দ্যা ডেভিল অবশ্যই দেখেছি ভাইয়া । মেমরি অব মার্ডারাস টা দেখেছেন ?

৮| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৪

কান্ডারি অথর্ব বলেছেন:



তিনটাই খুব চমৎকার মুভী।

২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:২১

আহসানের ব্লগ বলেছেন: আসলেই ভাইয়া ;)

৯| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:১৮

রিকি বলেছেন: মেমোরিজ অফ মার্ডার দিয়ে কোরিয়ান মুভি দেখায় হাতে খড়ি হয়েছিল, এরপর এ মোমেন্ট টু রিমেম্বার, ডেইজি----তারপর সেই সূত্র আর বন্ধ হইনি। ব্লগ লেখার সূচনাকালে, এই কোরিয়ান মুভি নিয়েই পোস্ট দিয়েছিলাম ৩-৪ টা। ৫ টা সত্যি ঘটনার উপরে মুভি। দেখতে পারেন। :) :) :)

view this link

২৪ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৭

আহসানের ব্লগ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া । কোরিয়ান মুভি অবশ্য আমার এ পর্যন্ত অত বেশি দেখা হয়নি । আপনার লিস্ট গুলোর মাত্র একটা দেখেছি । বাকি গুলো নামাচ্ছি এখন । ধন্যবাদ ভাইয়া ।

১০| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১৫

রিকি বলেছেন: আশা করি ভালো লাগবে ভাইয়া। কোরিয়ানরা সব সিনেমায় দারুণ ভঙ্গিতে বানায়---মাস্টারমেকার !!! :)

২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২২

আহসানের ব্লগ বলেছেন: আসলেই ভাইয়া ।

১১| ০৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:১১

লিও কোড়াইয়া বলেছেন: মুভিগুলা দেখা লাগবে। ধন্যবাদ।

০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩৬

আহসানের ব্লগ বলেছেন: শুভ কামনা রইলো কোড়াইয়া ভাইয়া :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.