নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!
০১ দ্যা থিউরি অব এভ্রি থিং/the theory of everything
স্টিফেন্স হকিং কে আমরা কে না চিনি । দুনিয়া কাঁপানো সে বিজ্ঞানী । মোটোর নিউরন নামের একটা রোগ হকিংসের মসিষ্কের ঐ কোষ গুলো ধংস করতে থাকে যে কোষ গুলো হাত পায়ের নড়াচড়া থেকে শুরু করে কথা বলা সব নিয়ন্ত্রণ করে । যখন হকিংস তার এই রোগের ব্যাপারে জানতে পারে তার কিছু দিন আগে থেকে একটি মেয়ের প্রেমে হাবু ডুবু খায় সে । এখন কী হবে ওদের ! হকিংস তো নিজেকে গুটিয়ে নেয় । বদ্ধ ঘরে একা থাকে সে । কিন্তু মেয়েটি ? মেয়েটি কিন্তু হকিংস কে ভালবেসেছিল । তাই মেয়েটি হকিংস মাত্র দু বছর বাঁচবে যেনেও বিবাহ বন্ধনে আবদ্ধ হয় । তিন সন্তানের পিতা বনেন আমাদের গ্রহ সেরা বর্তমান বিজ্ঞানী ।
কিন্তু তার পরেও অনেক কিছু জানার আছে । মুভিটি দেখবেন , হতাশ হবেন না আমি জানি ।
০২ জোনাকি পোকার কবর/Grave of the Fireflies (1988)
অনাহারে থাকা ছোটো বোন প্রশ্ন করে "ভাইয়া ছোট জোনাকি গুলো কেন এত জলদি মারা যায় ? আর কাঁদতে কাঁদতে কবর খুড়ে ছোটো বোন তার প্রিয় সে জোনাকি পোকার জন্য । বলা হয়ে থাকে জাপানিরা নাকি আবেগ নিয়ে বেশী বাড়া বাড়ি করে । ওদের মুভি গুলো দেখে দজ্জালও নাকি কেঁদে দিবে ।
২য় বিশ্ব যুদ্ধে ক্ষতিগ্রস্থ জাপানীদের গল্প এটা ।
এটা দু ভাই বোনের গল্প , দু ভাই বোনের চরম অভাবের মধ্যেও লড়াই করে বেঁচে থাকার গল্প ।কিন্তু শেষ পর্যন্ত কী হয় ?
জানতে আপনাকে মুভিটি দেখতে হবে ।
০৩ কোনো ক্ষমা নেই/No Mercy (2010)
মুভিটি আপনাকে দন্দে ফেলে দিবে আপনি কার পক্ষ নিবেন ? ভিলেনের নাকি নায়কের ? অথবা কে ভিলেন কে নায়ক তা বুঝতেই আপনার সমস্যা হবে । কথায় আছে পাপ কাউকে ছাড়েনা । অপরাধের সাজা অনিবার্য । প্রফেসর Kang Min-ho ভাবছেন অবসর নেবেন , যেন বাকি জীবন তিনি তার মেয়ে কে সময় দিতে পারেন । কিন্তু না ! সব কিছু প্ল্যান মোতাবেক চলেনা । কোরিয়ান দের একটা প্রবাদ আছে , মৃত্যর চেয়ে ক্ষমা করা কঠিন । আসলেই কিছু কিছু অপরাধের ক্ষমা হয়না ।
কি এমন অপরাধ করেছিলেন প্রফেসর Kang Min-ho ?
যে কারণে তার মেয়েকে অপহরণ করা হয় ?
তিনি কী পারবেন তার মেয়েকে বাঁচাতে ।
জানতে হলে মুভিটি দেখতে হবে ।
(বিঃ দ্রঃ এ মুভিটি পরিবার নিয়ে দেখার মত মুভি না । )
এই ৩টি মুভির বাংলা সাবটাইটেল সাবসীন ডট কমে পাওয়া যাচ্ছে । বাংলা সাব দিয়ে দেখুন সম্পূর্ণ মুভি টি বুঝুন ।
২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৯
আহসানের ব্লগ বলেছেন: আসলেই টুইস্ট সেরা অন্যতম মুভি ।
২| ২২ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:১১
রক্তিম দিগন্ত বলেছেন: Grave of the Fireflies ডাউনলোড দিলাম।
২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২০
আহসানের ব্লগ বলেছেন: চোখে পানি আসলে আমার দোষ নেই কিন্তু ।
৩| ২২ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:১৮
সুলতানা রহমান বলেছেন: বাচ্চাদের মুভি খুজছিলাম। গ্রেইভ অভ দ্যা ফায়ারফ্লাইজ দেখবো।
২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২০
আহসানের ব্লগ বলেছেন: সার্থক হলাম ।
৪| ২২ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:২৩
অগ্নি সারথি বলেছেন: একটাও দেখা হয় নাই। দেখতে হবে।
২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২১
আহসানের ব্লগ বলেছেন: আহারে । জলদি সময় করে দেখে ফেলুন ।
৫| ২২ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভাই থার্ড মুভিটা দেখে সত্যি চমকে উঠেছিলাম!!
২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২১
আহসানের ব্লগ বলেছেন: আমিও ভাইয়া । চমকে ওঠার মতই
৬| ২২ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৬
সুমন কর বলেছেন: প্রতিটির নাম এবং কাহিনী শুনেছি। ৩য়টি দেখেছি। বাকিগুলো পরে..
আজকাল ব্লগে কম দেখা যায় যে !!
২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২২
আহসানের ব্লগ বলেছেন: ব্লগের সামনে আসা হয়না ।খুব ব্যস্ততায় ভাইয়া । অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার ।
৭| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:২৫
রিকি বলেছেন: প্রথমটা এখনও দেখা হয়নি, দ্বিতীয়টা সম্পর্কে যত অসাধারণ গোত্রীয় বিশেষণ আছে সব লাগবে, তৃতীয়টা ওয়ান অফ মাই মোস্ট ফেভারেট। নো মার্সি দেখে এর চাচাতো ভাই আই স দ্য ডেভিলকেও মনে পড়ে আমার। দেখেছেন মুভিটা??? চরম থ্রিলার।
২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২২
আহসানের ব্লগ বলেছেন: আই স দ্যা ডেভিল অবশ্যই দেখেছি ভাইয়া । মেমরি অব মার্ডারাস টা দেখেছেন ?
৮| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৪
কান্ডারি অথর্ব বলেছেন:
তিনটাই খুব চমৎকার মুভী।
২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:২১
আহসানের ব্লগ বলেছেন: আসলেই ভাইয়া
৯| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:১৮
রিকি বলেছেন: মেমোরিজ অফ মার্ডার দিয়ে কোরিয়ান মুভি দেখায় হাতে খড়ি হয়েছিল, এরপর এ মোমেন্ট টু রিমেম্বার, ডেইজি----তারপর সেই সূত্র আর বন্ধ হইনি। ব্লগ লেখার সূচনাকালে, এই কোরিয়ান মুভি নিয়েই পোস্ট দিয়েছিলাম ৩-৪ টা। ৫ টা সত্যি ঘটনার উপরে মুভি। দেখতে পারেন।
view this link
২৪ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৭
আহসানের ব্লগ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া । কোরিয়ান মুভি অবশ্য আমার এ পর্যন্ত অত বেশি দেখা হয়নি । আপনার লিস্ট গুলোর মাত্র একটা দেখেছি । বাকি গুলো নামাচ্ছি এখন । ধন্যবাদ ভাইয়া ।
১০| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১৫
রিকি বলেছেন: আশা করি ভালো লাগবে ভাইয়া। কোরিয়ানরা সব সিনেমায় দারুণ ভঙ্গিতে বানায়---মাস্টারমেকার !!!
২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২২
আহসানের ব্লগ বলেছেন: আসলেই ভাইয়া ।
১১| ০৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:১১
লিও কোড়াইয়া বলেছেন: মুভিগুলা দেখা লাগবে। ধন্যবাদ।
০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩৬
আহসানের ব্লগ বলেছেন: শুভ কামনা রইলো কোড়াইয়া ভাইয়া
©somewhere in net ltd.
১| ২২ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:০২
হাসান মাহবুব বলেছেন: প্রথমটি দেখি নাই। দ্বিতীয়টি আশ্চর্য বিষাদী এক মুভি। আর তৃতীয়টি... এত চমৎকার টুইস্ট ভাবার মতো না!