নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ › বিস্তারিত পোস্টঃ

সেই সময় গুলো

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৯

তখন আমি ক্লাস টেনে পড়ি , ঘটনা টা ২য় বার যখন আমি একাই ঢাকা থেকে চিটাগং আসছিলাম । আমি আমার কামরা খুঁজে নিলাম , সিট খুঁজে বসে পড়লাম । হাতে ছিল একটি সদ্য কেনা ওয়ার্ল্ড ম্যাপ , আর ব্যাগ ভর্তি বই আর জামা কাপড় । তো বুঝতেই পারছেন হিমশিম খাচ্ছিলাম এগুলো সামলাতে । আমার পাশের সিটে এক মধ্য বয়স্ক ভদ্রলোক বসেছিলেন ।

আলাপ আলোচনায় ওনার সাথে পরিচিত হতে থাকি । ভদ্রলোক ত্রিশ হাজার স্যালারীর একটা সরকারি চাকরী করেন । সম্ভবত প্রথম শ্রেণীর কর্মকর্তা । নাহলে সে আমলে ত্রিশ হাজার বেতন হওয়ার কথা না । প্রথম কথোপকথন ভদ্রলোকই শুরু করেন ।

ভদ্রলোকঃ তোমার হাতে লম্বা ওটা কী ?

আমিঃ ওয়াল ক্লথ ।

ভদ্রলোকঃ উহু , ওটা ওয়ার্ল্ড ম্যাপ । তুমি ভুল বলেছো । আচ্ছা চলো আমরা বগীর মাঝা মাঝি বসি । মাঝে সামনা সামনি চারটা সিট ই খালি । আর কেউ তো উঠবেনা । ওখানে জমিয়ে আড্ডা দেয়া যাবে । আর আমাদের সিট তো একদম সামনে পড়েছে এখানে দরজা খোলার আওয়াজ বিরক্তিকর । কী বলো যাবে মাঝের দিকে ।

আমিঃ হুম । কেন নয় ?
ওখানের গ্লাস টাও বড় । বাইরের দিক টা দেখতে ভালই লাগবে । চলুন যাওয়া যাক ।

ভদ্রলোকঃ তোমার হাতের ওয়ার্ল্ড ম্যাপ টা দাও তো । পুরো পৃথিবী ঘুরেছি সরকারি কাজে , আজ একটু স্মৃতিচারণ করে নিই ।

তারপর অনেক্ষণ ভদ্রলোক আমাকে পৃথিবীর বিভিন্ন দেশ সম্বন্ধে ধারণা দিলেন । তার বিভিন্ন দেশে যাওয়া আসার অভিজ্ঞতা শেয়ার করলেন । আমার পরিবারে কে আছেন কজন আছেন , সব ব্যপারে খোঁজ নিলেন । আমি কেন যেন ভয় পাচ্ছিলাম ।


আমি তখন ক্লাস সিক্সে পড়ি , বয়স আর আট দশটা ছেলের মতই হবে যারা সিক্সে পড়ে । আমাদের এলাকা টা ছিল শান্তিপ্রিয় । আমরা যে দোকান থেকে বাকি নিতাম সে দোকানে একটা ছেলে বসতো । আমি তখন অতকিছু বুঝতাম না । সে আমাকে খুব স্নেহ করতো । আমাকে চকলেট , চিপস , পেপসি এসবের প্রলোভনে মাতিয়ে রাখতো । একদিন সে আমাকে তার বাসায় দাওয়াত দিল । আমি সরল মনে গেলাম । যাওয়ার পর কেন যেন আমার মনে খটকা লাগলো ,
তার আচার আচরণ আমার কাছে বেখাপ্পা ঠেকছিল । আমি পুরো ব্যপার টা এখানে প্রকাশ করতে পারবোনা , কারণ আমারও লজ্জ্বা আছে । এ সমাজে মেয়েদের চেয়ে ছেলেরা কম নিপিড়িত হয়না কিন্তু তা প্রকাশ করতে গেলেই আমাদের এই সমাজ হাসি তামাসা করা শুরু করে । আমি সেই ছেলেটির কুপ্রস্তাব এবং প্রলোভন পাওয়া সত্তেও নিজ গুণে নিজ বুদ্ধিতে সেখান থেকে পালাতে সক্ষম হই । এখন আমার তৎকালীন অবস্থা জেনে আমরা হয়তো ঠাট্টা করতে পারেন , কিন্তু আপনাদের সতর্ক করছি আপনাদের সন্তান কে কখন কোথায় কেমন আচরণ করে তা খেয়াল রাখা আপনার দায়িত্ব ।

এবার আসি সেই ট্রেণ ভ্রমণের কথায় । ভদ্রলোকের কথায় মুগ্ধ হচ্ছিলাম । ভদ্রলোক আমাকে সব সময় এটা মনে করাচ্ছিলেন আমি প্রেম করি কিনা ? আমার খালতো বোনদের নিয়ে আমি কোনো কাম অনুভব করি নাকি ?

আমি সব কটার উত্তরে সবিনয়ে না বললাম । বিব্রত বোধ করছিলাম খানিকটা । অতঃপর ভদ্র লোক আমার বুকে হাত বোঝালেন আমার কী কখনো আমার খালতো বোনদের বুকে হাত দেয়ার ইচ্ছে হয়নি ?

আমি অতঃপর সবিনয়ে না বললাম ।

কিন্তু ভদ্রলোকের আমার বুকে হাত দেয়ার ব্যাপারে টি আমার ভাল লাগেনি । যাই হউক , আমি ভদ্রলোক কে জিগ্যেস করলাম আপনি বিয়ে করেছেন ?

উত্তরে ভদ্রলোক বললেন সারা জীবন লেখাপড়া করতে করতে আর দেশের কুটনৈতিক কাজে এ দেশ থেকে ওদেশে ঘুরতে ঘুরতে বিয়ের বয়স যে পার হয়ে গেল তা টের পাইনি ।
আর এখন আমার শরীর মধ্যবয়সী । কিন্তু মনতো তরুণ , তারপরেও এ বয়সে তো আর তরুণীও পাবোনা তো আর কী করার , একা থাকাই শ্রেয় ।

কী বললেন আপনি এটা ? আমাদের সমাজে তো চাইলে আপনি ক্লাস এইটের মেয়ে বিয়ে করতে পারেন । আর সতের আঠারো পারবেন না কেন ?

আরেহ বলোনা , কোনো DU অথবা CU এর মেয়ে কী পাবো আমি এ বয়সে ? আমার জীবন সঙ্গী এমন একজন হবে যে আমার সাথে সব বিষয়ে কথা বলার যোগ্যতা রাখবে ।
এ বয়সে আমি অল্প বয়সী শিক্ষিতা মেয়ে পাবো কোথায় বাবু ?

আমি ভাবলাম ভদ্র লোকের কথায় যুক্তি আছে ।

টিটি এসে জানান দিল আমাদের টিকিট শো করতে হবে । টিটি আমাকে কিছু বললেন না । টিকিট চেক করে চলে গেলেন , কিছুক্ষণ পর টিটির সাথে থাকা রেল পুলিশ একা আমার সামনে হাজির । আর বললেন আপনি তো শোভোন শ্রেণীর নন এসির , আপনি প্রথম শ্রেণীতে ভুলে এসেছেন মনে হয় । যাই হউক আমাকে ৫০ টা টাকা দিন আমি আর কোনো সমস্যা করবোনা ।
আমি আর কথা না বাড়িয়ে দিয়ে দিলাম টাকাটা ।

ভদ্রলোক আমাকে তার নাম্বার দিলেন । আমি যেন চিটাগং পৌঁছে ফোন দেই । ভদ্রলোক আমাকে তার ছেলের মত দেখতে চাইলেন । নিজের বাচ্চা কাচ্চা নেই তাই আমাকে কিছু সময় সংগ দেয়ার অনুরোধ করলেন ।

যথাসময় স্টেষণে ট্রেণ দাড়ালো । আমি ক্লাস সিক্সের সেই ঘটনার কথা মনে করে ভয় পেলাম । সিদ্ধান্ত নিলাম কখনো ফোন দেবনা ভদ্রোলোক কে।
একজন কুলি খুঁজে পেলাম । ত্রিশ মিটার দূরত্বে কুলি কে নিয়ে যাই সিএনজি পর্যন্ত । কুলি ২০ টাকার ন্যায্য হিসাব বাদ ৫০ টাকা চেয়ে বসে থাকলেন ।
আমি অবশ্য ২০ টাকার বেশি দেইনি । যাই হউক একটু পর আবার ভদ্রলোকের সাথে দেখা হলো । শেষ বিদায় নিয়ে চলে আসলাম ।

মন্তব্য ২২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১৩

তার আর পর নেই… বলেছেন: লেখাটা দুবার চলে আসছে, ঘটনা দুটো দুঃখজনক!
কিন্তু এ থেকে শেখার আছে, এমন যে কারো ক্ষেত্রে ঘটতে পারে। সচেতন থাকতে হবে অন্যদের ক্ষেত্রে।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১৮

আহসানের ব্লগ বলেছেন: আমি একবারই লিখকলাম । কেন এমন হলো তা বুঝলাম না । ধন্যবাদ ভাইয়া সতর্ক করে দেয়ার জন্য ।

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১৩

কাউন্টার নিশাচর বলেছেন: এটা ভয়াবহ দিন হয় ক্যামনে? কাহিনীর আগামাথা কিছু নাই

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২১

আহসানের ব্লগ বলেছেন: ক্লাস সিক্সের সেই দিনটা ।

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪১

তাহসিনুল ইসলাম বলেছেন: হুম --

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪২

আহসানের ব্লগ বলেছেন: পাঠে ধন্যবাদ ভাইয়া ।

৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৮

হাসান মাহবুব বলেছেন: এসব ব্যাপারে প্রথম শিক্ষা এবং সচেতনতা বাবা-মায়ের কাছ থেকেই আসা উচিত। ছোটবেলায় যৌন নিপীড়ন একটা স্থায়ী ছাপ ফেলে শিশু মনে। বড় হবার পরেও তার রেশ কাটতে অনেক সময় লাগতে পারে।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৩

আহসানের ব্লগ বলেছেন: কিন্তু আমাদের দেশের মা বাবারা মনে করেন এসব বৈদেশিল কাহিনী আমাদের দেশে নেই ।

৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৮

কল্লোল পথিক বলেছেন: পড়লাাম ভাই।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫৪

আহসানের ব্লগ বলেছেন: পাঠে ধন্যবাদ রইলো ভাইয়া ।

৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৮

সুমন কর বলেছেন: মূল লেখাটির বিষয় কিন্তু এইটি, আপনাদের সন্তান কে কখন কোথায় কেমন আচরণ করে তা খেয়াল রাখা আপনার দায়িত্ব ।

লেখায় সহমত।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫৪

আহসানের ব্লগ বলেছেন: অনেক টা তাই ভাইয়া । :)

৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫০

প্রামানিক বলেছেন: সুন্দর লেখা। ধন্যবাদ

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫৭

আহসানের ব্লগ বলেছেন: :)

৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৩

বিজন রয় বলেছেন: ভাল লাগল।
++

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৯

আহসানের ব্লগ বলেছেন: ধন্যবাদ ভাইয়া :)

৯| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:১৫

রূপক বিধৌত সাধু বলেছেন: বিষয়টা বিব্রতকর; কিন্তু অহরহই এমন ঘটছে ।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৯

আহসানের ব্লগ বলেছেন: পাঠে এবং মন্তব্যে ধন্যবাদ ভাইয়া ।

১০| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: এই ব্যাপারে বাবা মা কেই সচেতন হতে হবে। সন্তানের প্রতিটি বিষয়েই খেয়াল রাখা উচিত। ছেলেবেলার ছোট্ট এই ঘটনাগুলোর প্রভাব ভয়ানক হতেই পারে। খুব প্রয়োজনীয় একটা বিষয়। শেয়ারের জন্য ধন্যবাদ।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:২২

আহসানের ব্লগ বলেছেন: ধন্যবাদ দিশেহারা ভাইয়া :) সহমত আপনার মন্তব্যে ।

১১| ০২ রা মার্চ, ২০১৬ সকাল ৮:৫৪

সারাফাত রাজ বলেছেন: যাক আপনি সামলাতে পেরেছেন। কিন্তু ছোট ছেলে শিশুরা যারা এই অত্যাচারের শিকার হয় তারা সারাজীবন বিকৃতিতে ভোগে।

০২ রা মার্চ, ২০১৬ রাত ৯:২৯

আহসানের ব্লগ বলেছেন: তাদের কাছে এ সমাজ অর্থহীন হয়ে পড়ে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.