নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ › বিস্তারিত পোস্টঃ

একটি ক্ষণ জন্মা কবিতা

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৪


একটি কালজয়ী উপন্যাস অথবা কাব্য রচনার জন্য কি প্রয়োজন হয় ?
একটি পৃথিবী নাকি প্লুটো আর নেপচুনের মত মস্তিষ্ক !
কি ভাবছি তা কি কারো মাথা ব্যথার উদ্রেক হবে ?
নাকি তা কাগজে কলমে তুললে কারো হৃদয় বেধে পড়বে আমার জালে !

আমি যতটা আঁধারে বেঁধেছি আমার সব শব্দগুলোকে ,
আমি ততবারই বাঁধায় পড়েছি জীবনের ।
সে আলসে জীবন আমার ।
ভাবতেই অবাক হই পৃথিবী লাখো প্রজাতির প্রাণ ,আর কটা দেখেছি আমি ?
আর লাখো প্রজাতির প্রাণেরাই কি আমায় শুনেছে ?

আমি ভাবি বাঁচবো আমি চিরন্তন ,
আমার মস্তিষ্ক বেধে নেয়া হবে কোনো জারে ,
আমি বন্দি হবো মহাকালে ,
মহাকালে হবে আমার বাসা ।
আমি যুগ থেকে যুগে হবো যুগান্তর ।
আমি হবো বিশ্বের এক বিস্বয় ।

কিন্তু না , আশায় গুড়ে বালি বাধে মৃত্য ,
সে বালিও থাকবেনা একদিন ,
মৃত্যর সাথে সেও বিলুপ্ত হবে ।

এতটুকু জীবন আমার ,মহাকালের বয়সের সাথে তুলনা করাটাও ধৃষ্ঠতা ।
মহাকাল নেবেনা আমায় ,যেখানে রবী ঠাকুর ঠাই পায়নি ।
আর আমি কোন বিশুদ্ধ মেহমান !

অতটা সৌভাগ্য পাবো কখনো ?
নাকি অপেক্ষার গুড়ে বালি মিশে যাবে শেষকৃত্যে ?

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৪

কল্লোল পথিক বলেছেন:




অসাধারন কবিতা।
শুভ কামনা জানবেন কবি।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪২

আহসানের ব্লগ বলেছেন: অসাধারন মতামত , পাঠে ধন্যবাদ ভাইয়া :)

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৬

অবিবাহিত জাহিদ বলেছেন: একটা ভাল কবিতা লিখতে কি লাগে?

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪২

আহসানের ব্লগ বলেছেন: কি জানি ! :((

৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৭

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: নোবেল পুরষ্কার পাইতে মুঞ্চায়! কি করলে পাইতারি ভাই?

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫০

আহসানের ব্লগ বলেছেন: দিনে দু বেলা কাচা লংকার ঝালের সাথে রুটি খান । পেয়ে যাবেন :P

৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১১

জনৈক অচম ভুত বলেছেন: ভাবতে থাকুন। ভাবনার ফলাফলের অপেক্ষায় রইলাম। ;)

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩১

আহসানের ব্লগ বলেছেন: এইচএসসির রেজাল্টের সময় জানবেন ;)

৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২১

রূপক বিধৌত সাধু বলেছেন: একটি ক্ষণজন্মা কবিতা পাঠ করলাম ।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩১

আহসানের ব্লগ বলেছেন: পাঠে ধন্যবাদ ভাইয়া ।

৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৯

সুমন কর বলেছেন: আমার কাছে, মোটামুটি লাগল।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৯

আহসানের ব্লগ বলেছেন: পাঠে এবং সুচিন্তিত মতামতে ধন্যবাদ ;)

৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৪

ডার্ক ম্যান বলেছেন: অতীব চমৎকার নয় শুধু চমৎকার

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৯

আহসানের ব্লগ বলেছেন: ধন্যবাদ ভাইয়া । :)

৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: দ্বিতীয় স্তবকটা খুব ভালো লাগল। যদিও সেটা পরবর্তীতে ধরে রাখা যায় নি।

ভালো থাকুন প্রিয় আহসান।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩৮

আহসানের ব্লগ বলেছেন: পাঠে এবং গঠন মূলক মন্তব্যে অনেক ধন্যবাদ ভাইয়া ।

৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৮

কান্ডারি অথর্ব বলেছেন:



ভাল লাগা রইলো।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:১০

আহসানের ব্লগ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.