নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!
একটি কালজয়ী উপন্যাস অথবা কাব্য রচনার জন্য কি প্রয়োজন হয় ?
একটি পৃথিবী নাকি প্লুটো আর নেপচুনের মত মস্তিষ্ক !
কি ভাবছি তা কি কারো মাথা ব্যথার উদ্রেক হবে ?
নাকি তা কাগজে কলমে তুললে কারো হৃদয় বেধে পড়বে আমার জালে !
আমি যতটা আঁধারে বেঁধেছি আমার সব শব্দগুলোকে ,
আমি ততবারই বাঁধায় পড়েছি জীবনের ।
সে আলসে জীবন আমার ।
ভাবতেই অবাক হই পৃথিবী লাখো প্রজাতির প্রাণ ,আর কটা দেখেছি আমি ?
আর লাখো প্রজাতির প্রাণেরাই কি আমায় শুনেছে ?
আমি ভাবি বাঁচবো আমি চিরন্তন ,
আমার মস্তিষ্ক বেধে নেয়া হবে কোনো জারে ,
আমি বন্দি হবো মহাকালে ,
মহাকালে হবে আমার বাসা ।
আমি যুগ থেকে যুগে হবো যুগান্তর ।
আমি হবো বিশ্বের এক বিস্বয় ।
কিন্তু না , আশায় গুড়ে বালি বাধে মৃত্য ,
সে বালিও থাকবেনা একদিন ,
মৃত্যর সাথে সেও বিলুপ্ত হবে ।
এতটুকু জীবন আমার ,মহাকালের বয়সের সাথে তুলনা করাটাও ধৃষ্ঠতা ।
মহাকাল নেবেনা আমায় ,যেখানে রবী ঠাকুর ঠাই পায়নি ।
আর আমি কোন বিশুদ্ধ মেহমান !
অতটা সৌভাগ্য পাবো কখনো ?
নাকি অপেক্ষার গুড়ে বালি মিশে যাবে শেষকৃত্যে ?
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪২
আহসানের ব্লগ বলেছেন: অসাধারন মতামত , পাঠে ধন্যবাদ ভাইয়া
২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৬
অবিবাহিত জাহিদ বলেছেন: একটা ভাল কবিতা লিখতে কি লাগে?
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪২
আহসানের ব্লগ বলেছেন: কি জানি !
৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৭
দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: নোবেল পুরষ্কার পাইতে মুঞ্চায়! কি করলে পাইতারি ভাই?
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫০
আহসানের ব্লগ বলেছেন: দিনে দু বেলা কাচা লংকার ঝালের সাথে রুটি খান । পেয়ে যাবেন
৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১১
জনৈক অচম ভুত বলেছেন: ভাবতে থাকুন। ভাবনার ফলাফলের অপেক্ষায় রইলাম।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩১
আহসানের ব্লগ বলেছেন: এইচএসসির রেজাল্টের সময় জানবেন
৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২১
রূপক বিধৌত সাধু বলেছেন: একটি ক্ষণজন্মা কবিতা পাঠ করলাম ।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩১
আহসানের ব্লগ বলেছেন: পাঠে ধন্যবাদ ভাইয়া ।
৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৯
সুমন কর বলেছেন: আমার কাছে, মোটামুটি লাগল।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৯
আহসানের ব্লগ বলেছেন: পাঠে এবং সুচিন্তিত মতামতে ধন্যবাদ
৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৪
ডার্ক ম্যান বলেছেন: অতীব চমৎকার নয় শুধু চমৎকার
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৯
আহসানের ব্লগ বলেছেন: ধন্যবাদ ভাইয়া ।
৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: দ্বিতীয় স্তবকটা খুব ভালো লাগল। যদিও সেটা পরবর্তীতে ধরে রাখা যায় নি।
ভালো থাকুন প্রিয় আহসান।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩৮
আহসানের ব্লগ বলেছেন: পাঠে এবং গঠন মূলক মন্তব্যে অনেক ধন্যবাদ ভাইয়া ।
৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৮
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাল লাগা রইলো।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:১০
আহসানের ব্লগ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া
©somewhere in net ltd.
১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৪
কল্লোল পথিক বলেছেন:
অসাধারন কবিতা।
শুভ কামনা জানবেন কবি।