নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ › বিস্তারিত পোস্টঃ

দশটি অত্যাশ্চর্য স্থাপত্য

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪৮


যদিও এটা মনে হচ্ছে কোনো মদ্যপ চিত্রশিল্পীর আকা ছবি কিন্তু তা নয় , বাড়ি টি ৪০০০ স্কয়ার ফুটের বাড়িটির নাম Rezydent Shopping Center ।
পোল্যান্ডে অবস্থিত একখানা মাথা নষ্ট বাড়ি । বাড়িটি ডিজাইন করেছেন Szotynscy Zaleski । ডিজাইনারের নাম উচ্চারণ করে বাংলায় লিখতে পারছিনা তাই দুঃখিত ;)


Forest Spiral - Hundertwasser Building
হা এ কি দালান রে বাবা নাকি অন্য কিছু ! কার মুখ দেখে যে আর্কিটেক্ট Heinz M. Springmann সাহেব ডিজাইন করেছেন আমারও তাকে দেখতে ইচ্ছে করছে ;)


The Torre Galatea Figueras (Spain)
স্পেনে ডিম কিন্তু বাজ পাখি দালানের ওপরেও পাড়ে । কিন্তু তা দেয়ার সুযোগ নেই তাই এভাবেই পরে থাকে ।


The Basket Building (Ohio, United States)
আরেকটু হলেই তো ভ্যানিটি ব্যাগ হয়ে যেত ।
"আমার মানি ব্যাগ তা পাচ্ছিনা , তোমার ভ্যানিটি ব্যাগ টা দিবা?" ;)


টেরোরিস্ট ডিজাইনার বিল্ডিং উল্টিয়ে দিল ? :(


Dancing Building (Prague, Czech Republic)
আর্কিটেক্ট Architect Vlado Milunić সাহেব নাচা নাচি পছন্দ করেন তাই দালান টাকেই ধ্বংস হওয়া অব্দি নাচিয়েই ছাড়বেন ।


Stone House, Guimarães, Portugal
পাথর কেটে বাড়ি । এক টুকরো স্বর্গ।


এটা আমাদের পাশের দেশ । ইন্ডিয়া ।


এটা নিশ্চই কোনো টর্নেডো এর কাজ । এটা কোনো মানব ডিজাইনারের কাজ হতে পারেনা :(


জ্বি পাঠক একজন বাংলাদেশী হিসেবে এটাই বিশ্বের সেরা । আসুন আমরা আমাদের শহীদ দের মর্যাদা রক্ষা করি । প্রথমে মাতৃভাষায় দীক্ষা লাভ করি ।

সামুর ফটো আপলোড ধারণ ক্ষমতা সীমিত তাই সব ছবি আপলোড দিতে পারিনি ।
আমার ইউটিউব চ্যানেলে ৫০ টি অত্যাশ্চর্য দালান নিয়ে ভিডিও টা দেখতে পারেন ।
৫০ টি বাড়ি যা অভাবনীয়

মন্তব্য ৬০ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৩৭

গেম চেঞ্জার বলেছেন: আসুন আমরা গার্লফ্রেন্ড নিয়ে , জুতো পায়ে দিয়ে শহীদ বেদিতে উঠে মজ মাস্তি করি ।

এই লাইনটি বদলিয়ে সুন্দর করে বললে খুশি হতাম। কারণ পোস্টটি বেশ ভাল ও চমৎকার!!

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৪১

আহসানের ব্লগ বলেছেন: চেঞ্জার ভাইয়া । চেঞ্জ করে দিলাম :P

২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৪৭

কবি এবং হিমু বলেছেন: আপনি তো মশাই আজিব মানুষ।শিরোনাম লিখলেন দালান,আর দিলেন শহীদ মিনারের ছবি।এটা কে কি আপনার দালান মনে হয়?

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৫১

আহসানের ব্লগ বলেছেন: দুঃখিত ব্লগার কবি । শিরোনাম ভুল হয়েছিল ।

৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৩:৪৯

ফেরদৌসা রুহী বলেছেন: উল্টা পাল্টা ডিনাইন মনে হলেও আমার কাছে ভালো লেগেছে দেখতে।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৪:৩১

আহসানের ব্লগ বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার । সে জন্যই আপলোড দেয়া । ভাল থাকবেন চিরন্তন ।

৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:১২

সুমন কর বলেছেন: এই কাঁপা-কাঁপি বিল্ডিং দেখে, আমার মাথা কিন্তু ঘুরছে..... !:#P

আমি কিন্তু জেনুইন প্লাস দিয়েছি......++++ ! ;)
৩য় প্লাস।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৯

আহসানের ব্লগ বলেছেন: ৩টা প্লাস জেনুইন হওয়ায় ৪ টা দেখা যাচ্ছে ;) B-)

৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: টর্নেডো বাড়ি দেইখা নিজেরে উলটো মনে হচ্ছে।


সহাস্যে প্লাস ভ্রাতা।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫০

আহসানের ব্লগ বলেছেন: সহাস্য ধইন্যা ভ্রাতা । :)

৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৬

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: +++++++++

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫১

আহসানের ব্লগ বলেছেন: ধন্যবাদ ভাইয়া । :)

৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৯

অগ্নি কল্লোল বলেছেন: ছবিগুলান ভাল ছিল।। শেষেরটা দেইখাতো চোখ চরকগাছ। এত্তু সুন্দর!!!!

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৩

আহসানের ব্লগ বলেছেন: হুম তাই তো 8-|

৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৭

উল্টা দূরবীন বলেছেন: এই সবগুলা ডিজাইনই কিন্তু একেকটা মাস্টারপিস।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৪

আহসানের ব্লগ বলেছেন: এবং অনবদ্য :)

৯| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৮

অগ্নি সারথি বলেছেন: পুরাই টাসকি! B:-) B:-) B:-)

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৮

আহসানের ব্লগ বলেছেন: :P

১০| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৯

মৃদুল শ্রাবন বলেছেন: পুরাই অস্থির।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৭

আহসানের ব্লগ বলেছেন: ধন্যবাদ ভাইয়া । :)

১১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৯

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: প্লাস আমিও একটা দিলাম! ভাবছি ভ্যানিটি ব্যাগে একটা রুম বুকিং দেবো! ;)

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৭

আহসানের ব্লগ বলেছেন: হা হা হা । ঝুড়িতে থেকে কি আর করবেন । স্টোন হাউস টা অসাধারণ ।

১২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

লিখিত পিলাচ!

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৬

আহসানের ব্লগ বলেছেন: লিখিত ধইন্যা ;)

১৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১৭

আবু শাকিল বলেছেন: আমাদের শহীদ মিনারকে আলাদা রেখে বলি-
স্থাপত্যে প্রতিভা এবং পাগলামি দুটাই প্রয়োগ করছে :)

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৫

আহসানের ব্লগ বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার । মানুষ তার অদম্য প্রতিভা বিকশিত করবেই । :)

১৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০১

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: অদ্ভূত সব স্থাপত্য! শেয়ারের জন্য অনেক ধন্যবাদ।

একুশের শুভেচ্ছা।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২১

আহসানের ব্লগ বলেছেন: আপনাকে অনেক অনেক শুভেচ্ছা প্রিয় ব্লগার ।

১৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৮

বৃতি বলেছেন: চমৎকার কালেকশন! পোস্টটি ভালো লেগেছে।
দ্বিতীয় ছবিটির ডিজাইনারের নাম বাংলায় লিখে দিলাম-- যোটিনসি যালেস্কি :)

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২২

আহসানের ব্লগ বলেছেন: হা হা হা । অনেক ধন্যবাদ ব্লগার বৃতি :)

১৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৫

প্রামানিক বলেছেন: অদ্ভূত সব স্থাপত্য! শেয়ারের জন্য ধন্যবাদ।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০২

আহসানের ব্লগ বলেছেন: পাঠে এবং মন্তব্যে ধন্যবাদ ভাইয়া :)

১৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৪

কল্লোল পথিক বলেছেন: পোস্টে+++++++++++++++++++

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৩

আহসানের ব্লগ বলেছেন: পাঠে এবং মন্তব্যে ধন্যবাদ ভাইয়া :) প্লাসে কৃতজ্ঞতা ।

১৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৫

সোজোন বাদিয়া বলেছেন: সত্যিই সেলুকাস, কি বিচিত্র এই পৃথিবী। ধন্যবাদ।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৪

আহসানের ব্লগ বলেছেন: শুভেচ্ছা রইলো ।

১৯| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১৭

আরণ্যক রাখাল বলেছেন: অদ্ভুতুড়ে কাণ্ডকারখানা! ছবিগুলো দেখে এটা ছাড়া আর কিছু বলার খুঁজে পাচ্ছি না।
স্টোন হাউসে একরাত কাঁটাতে ইচ্ছে করছে। আসলেই স্বর্গ!
প্লাসের উপরে কিছু থাকলে সেটা!
B-))

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৫

আহসানের ব্লগ বলেছেন: অনেক কৃতজ্ঞতা রইলো আপনার প্রতি ভাইয়া ।

২০| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩৮

মুদ্‌দাকির বলেছেন:
স্টোন হাউজ টা সুন্দর

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৬

আহসানের ব্লগ বলেছেন: :)

২১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪৬

শাহাদাত হোসেন বলেছেন: শেষের ছবি দিয়াতো আবেগী কইরা দিলেন ।অন্যান্য ছবি গুলোও অদ্ভুত সুন্দর ।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৭

আহসানের ব্লগ বলেছেন: শেষে যাই হউক ! আমি কি ভুলিতে পারি ?

২২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪৯

সায়ান তানভি বলেছেন: ভিন্ন রকম চমৎকার পোস্ট

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৮

আহসানের ব্লগ বলেছেন: পাঠে এবং মন্তব্যে ধন্যবাদ ভাইয়া :)

২৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৮

বিজন রয় বলেছেন: এমন বাড়ি আমি চাই না, আমি চাই বাংলার যে কোন প্রান্তরে একটি ছোট কূঁড়েঘর।
+++++

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২৩

আহসানের ব্লগ বলেছেন: এর চেয়ে মধু কি আর আছে !!!!!!!!!!!!

২৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪৮

কথাকথিকেথিকথন বলেছেন: দারুণ সব স্থাপত্য । ভাল লেগেছে বেশ ।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:৪৭

আহসানের ব্লগ বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার ।

২৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৩৯

পুলহ বলেছেন: লোটাস টেম্পল গেছিলাম, কিন্তু আফসোস- ঐ সময় সেইটা বন্ধ ছিলো... আপনার পোস্ট ভাল্লাগছে :)
ভাই, স্পেনের ডিমগুলা ফুইটা বাচ্চা বাইর হওয়ার পর ঐ স্থাপত্যের একটা ছবি আবার দিয়েন, খিকয =p~

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:৪৮

আহসানের ব্লগ বলেছেন: হা হা হা । ওকে ভাই :P

২৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:০৪

রাইসুল ইসলাম রাণা বলেছেন: অদ্ভূত!

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:৪৮

আহসানের ব্লগ বলেছেন: শুভেচ্ছা রইলো ভাইয়া ।

২৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:০৩

মোবারক আলী আফতাব বলেছেন: valoi laglo.wonderful architecture

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৮

আহসানের ব্লগ বলেছেন: ধন্যবাদ পাঠক । ভাল থাকবেন :)

২৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:২৩

খোলা মনের কথা বলেছেন: এগুলো যে সত্য আসলে প্রথমে বিশ্বাস করতে পারছিলাম না গ্রাফিক্স এর কাজ মনে করেছিলাম। সত্যিই অসাধারণ। সব থেকে ভাল লেগেছে আমাদের শহীদ মিনারটি দেখে। সর্বোচ্চা শ্রদ্ধা ভাষা শহীদের। আর আপনাকে অনেক ধন্যবাদ ভাই

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০১

আহসানের ব্লগ বলেছেন: ভাইয়া ডিজাইনারের নাম ঠিকানা ট আছেই ;) অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে :)

২৯| ২৪ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৩২

উদাসী স্বপ্ন বলেছেন: হুমম

২৪ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৫৩

আহসানের ব্লগ বলেছেন: :)

৩০| ২৫ শে মার্চ, ২০১৬ রাত ১:৫১

রেজওয়ান তানিম বলেছেন: প্রাগ এ নাচুনে বাড়িটা দেখে এসেছি। খুব যে অদ্ভুত এমন নয়। এই ছবিতে যতটা লাগছে।

কাছে গেলে বোঝা যায় প্রকৌশলগত ভাবে খুবই শক্ত এগুলো সবই

২৫ শে মার্চ, ২০১৬ রাত ২:০২

আহসানের ব্লগ বলেছেন: ধ্ন্যবাদ আপনার মন্তব্যে । তবে স্টোন হাউজের ব্যাপারে কি বলবেন ? :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.