নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ › বিস্তারিত পোস্টঃ

ল বাসায় যাই নুসি আম্মু মনে হয় ভালা কিছু রানসে

১০ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫৬



রাতে যখন মধ্য বয়স্ক নাসির ঘরে ফেরেন ছেলে মেয়ে ততক্ষণে ঘুম , স্ত্রী মাঝে মাঝে জেগে থাকেন । এক ছেলে এক মেয়ে প্রতি দিনের মত নতুন জামা স্যান্ডেল এর বৃথা বায়না ধরতে ধরতে ঘুমিয়ে পড়ে । বড় ছেলে শরীফ ক্লাস সিক্সে পরে , প্রথম সাময়িক পরীক্ষা চলছে । আজ হেড মাস্টার তার রুমে কান ধরে দাড় করিয়ে রেখেছিলেন ।

“কিরে তুই তো জনম বাকি রে, নাহ তোরে পরীক্ষা দিতে দেওয়া যাইবোনা”

হেড মাস্টারের এই উক্তি শরীফের মনে দাগ কাটে । ঘুমের ব্যর্থ চেষ্টা শরীফ কে করে আরও আহত । চোখ বন্ধ করে কল্পনায় শরীফ প্রতিশোধ নেয় । হেড মাস্টার কে মাথায় একের পর এক আঘাত । কিন্তু নাহ চোখ খুলে সে তওবা করে । হাজার হউক শিক্ষক তো । কিন্তু সে যে খারাপ শিক্ষক । সে এলাকার প্রভাবশালী ব্যক্তির সচ্ছল ছেলে মেয়েদের ফ্রীতে পড়াতে পারে অথচ শরীফের মত অসচ্ছল পরিবারের ছেলেকে কিনা বেতন না দিতে পারার অভিযোগে অপমান সইতে হবে !

আজ শরীফের বাবার মনে হচ্ছে তার ছেলে যেন বড় হয়ে যাচ্ছে , দুপুরে ক্লাস টু তে পড়া ছোটো বোন টা কে স্কুল থেকে নিয়ে আসার সময় সে বায়না ধরেছিল একটা পাইপ আইস্ক্রীমের । মাত্র দু টাকার অস্বাস্থ্যকর আইস্ক্রীম ।

শরীফ দোকানের সামনে ভাবলেশ হীন ভাবে দাঁড়িয়ে থেকে উপায় খোজে কিভাবে ছোটো বোন কে খুশি করা যায় । ওদিকে ছোটো বোনের বান্ধবীরা দামী জুস কিনছে । ক্লাস টু তে পড়া শরীফের বোন এটা ঠিকই বোঝে ওসব দামী খাবার কেনার ভাগ্য ওর নেই তাই সে অবলীলায় দু টাকার পাইপ আইস্ক্রীমের বায়না ধরে । কিন্তু তাতে কি !
ওর ক্লাস সিক্সে পড়া ভাইয়ের ও কিছু করার নেই ।

এভাবে মিনিট পাঁচেক শরীফ দোকানের সামনে দাঁড়িয়ে থাকে , শরীফের বাবা দূর থেকে দেখে ব্যাপার টা আচ করতে পারেন । কিন্তু ……… আজ যে ঘরে চালও নেই ।

“ল বাসায় যাই নুসি আম্মু মনে হয় ভালা কিছু রানসে”

দু ভাই বোন ঘরে ফেরে । মা ফারিয়া বেগম জল ভাত নিয়ে বসে ছেলে মেয়েদের জন্য ।

“আইসত তোরা ?যা হাত মুখ ধুইয়া আয় ।

দু ভাই বোন হাত ধুতে চলে যায় ।

মা ফারিয়া বেগম গত রাতের বেচে যাওয়া জল ভাত ভাল মত ধুয়ে বেড়ে রাখেন ।

ছেলে মেয়েদের বাবা বিকেলে ইট ভাঙার পারিশ্রমিক পাবেন । ঠিকাদার গত দু সপ্তাহ ধরে শুধু তারিখ দিচ্ছে ।
আজ নাসির কোমোরে ছুড়ি বেধে নেয় । আজ পারিশ্রমিক না পেলে সে কী করবে ভেবে পায়না ।

গরীবের জন্য শিক্ষক অথবা বড়লোক ঠিকাদার কেউ বন্ধু না । এ সমাজ ওদের নয় ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১০ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:২৯

চাঁদগাজী বলেছেন:



সাধারণ

১০ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৩৩

আহসানের ব্লগ বলেছেন: :|

২| ১০ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৪০

রাজসোহান বলেছেন: :(

১০ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৩২

আহসানের ব্লগ বলেছেন: :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.