নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ › বিস্তারিত পোস্টঃ

সাহায্য চাইছি ঊদ্ভিদ বিদেরা এদিকে আসুন

০২ রা মে, ২০১৬ রাত ৯:৫০



এই ফুলটার গাছ হচ্ছে নিচের নারকেল গাছ মত এটা । এটা কোথায় পাবো ? আপনারা এমন ফুল/গাছ সেন্ট মারটিন অথবা সুন্দর বনে দেখেছেন কি ?

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০২ রা মে, ২০১৬ রাত ৯:৫৬

বাজেকাম বলেছেন: এগুলো গোলপাতা গাছ। সুন্দরবনে আছে।

০২ রা মে, ২০১৬ রাত ১০:০৫

আহসানের ব্লগ বলেছেন: গোলপাতা গাছে এই ফুল হয়না একজন বললো ।

২| ০২ রা মে, ২০১৬ রাত ৯:৫৬

হুকুম আলী বলেছেন: সেন্ট মাটিনে দেখি নাই তবে সুন্দর বনে আছে কি না জানি না।

০৯ ই মে, ২০১৬ বিকাল ৫:২৫

আহসানের ব্লগ বলেছেন: আছে ।এটা নিপা পাম । গোল পাতা ।

৩| ০৩ রা মে, ২০১৬ রাত ১২:২০

কল্লোল পথিক বলেছেন: ভাই জীবনে দেখি নাই!

০৯ ই মে, ২০১৬ বিকাল ৫:২৬

আহসানের ব্লগ বলেছেন: সুন্দর বন গেলে দেখে নেবেন ;)

৪| ০৩ রা মে, ২০১৬ রাত ১২:২৯

গোধুলী রঙ বলেছেন:

এই ছবি মিললে কালই ট্রলার ধরে সুন্দরবন রওনা দেন

০৩ রা মে, ২০১৬ রাত ১২:৪৮

আহসানের ব্লগ বলেছেন: এটা কি গোল পাতা ????????

৫| ০৩ রা মে, ২০১৬ সকাল ৮:০৮

গোধুলী রঙ বলেছেন: গুগলে গোলপাতা ফুল বলে সার্চ দিছিলাম এইটা আইছে, তবে এই গাছের আশেপাশের পাতা দেখে মনে হচ্ছে তাই ।

০৯ ই মে, ২০১৬ বিকাল ৫:২৬

আহসানের ব্লগ বলেছেন: আপনি ই ঠিক ভাইয়া । এটা হচ্ছে গোল পাতার চারা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.