নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ › বিস্তারিত পোস্টঃ

বাংলা নাটক মন্দ সব দোষ বাজেটের

১৮ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:৪০


মিথিলা ভাবী আর অপূর্ব এর একটা নাটক গত কাল দেখলাম । পরিচালকের নাম সানি । যাই হউক নাটকের কাহিনী হচ্ছে , মিথিলা ভাবী পুরো ঢাকা শহরে কোনো বাসা পাচ্ছেন না । তো অপূর্ব এর বাসায় উনি সাবলেট উঠবেন । বাসায় ওঠার টারমস এন্ড কন্ডিশন এবং বাসা ভাড়া নিয়ে আলোচনা প্রায় ১৫ মিনিট । ৫০ মিনিটের নাটকে এমন বেহুদা স্ক্রিপ্ট নিয়ে কেউ নাটক বানায় তা ভাবার বাইরে । একটা মেয়ে একটা ছেলের সাথে সাবলেট ওঠার সাহস দেখাবে এটাও সম্পূর্ণ অবাস্তব । এসব বললে আবার পরিচালক সাহেব বাজেটের দোষ দিবেন ! যাই হউক নাটক টা দেখলাম শুধু মাত্র মিথিলা ভাবীর প্রতি শ্রদ্ধা বোধ থেকেই । কিন্তু কেন যেন নাটক টা দেখার পরে আমার এই দুনিয়া দারির ওপর থেকে মায়া মহব্বত উঠে গিয়েছে । আমাদের বাংলা ব্লগ গুলোতে মৌলিক গল্প আর স্ক্রিপ্টের অভাব নেই , তারপরেও ওনারা যদি ভাল গল্প খুঁজে না পান তাহলে পরিচালক সানি ভাইকে কাইন্ডলি কেউ পাবনার টিকেট ধরিয়ে দিন । আচ্ছা এবার একটা ব্যপার, একটা মুভি বানাতে কত টাকা খরচ হয় ? নিব্রাস্কা আমার প্রিয় মুভি । এই মুভিটার বাজেট ১২ মিলিয়ন ডলার ,অথচ এই মুভি দেখলে যে কেউ বলবে বাজেট ১ মিলিয়নের বেশি যাবেনা ।হার্ডকোর হেনরির বাজেট ২.৫ মিলিয়ন ডলার যে কেউ এই মুভি দেখলে বলবে এর বাজেট ১০০ মিলিয়নের কম না । ব্যাপারটা হচ্ছে হার্ডকোর হেনরী রাশান মুভি আর নিব্রাস্কা আমেরিকান । আর আমাদের বাংলাদেশী নাট্য পরিচালক এবং চলচিত্র পরিচালকেরা বাজেটের দোষ দেয় । আসল কথা হচ্ছে এরা নাটক আর মুভি বানানোর যোগ্য কেউ না । আমি সব হিসেব করে দেখেছি মাত্র এক কোটি টাকা দিয়ে টেকেন সিরিজের মত মুভি বানানো যায় । আমাদের দেশের পরিচালকদের বানাতে দিলে যোগ্য অভিনয় শিল্পী খুঁজে বের না করে কোনো রকমে হেই হুই ডায়লগ দিয়ে মুভি বানিয়ে দোষ দিবে বাজেটের । খুব ই আফসোস হয় , একজন জহির রায়হান হারিয়ে আমাদের ইন্ডাস্ট্রিতে এখন ভাড়ে ভরপুর ।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৮ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:৩২

*কুনোব্যাঙ* বলেছেন: একই সাথে খুলির নিচে থাকা পদার্থটারও ঘাটছি আছে। ব্যাঙের ছাতার মতো টিভি চ্যানেল আর মিডিয়া হাউজ গড়ে উঠলে যা হয় আরকি, মাছের আড়ৎদারি ছেড়ে সবাই রাতারাতি মিডিয়া আর শোবিজে নেমে গেছে।

২৯ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৪৭

আহসানের ব্লগ বলেছেন: আবার এদের সমালোচনা করা যাবেনা । খারাপ কে খাআপ বললেই এরা চ্যালেঞ্জ ছুড়ে দেয় আর বলে "পারলে আপনি একটা বানিয়ে দেখান" প্রতিবন্ধী গুলা সমালোচকের সমালোচনা কি তা বুঝেনা ।

২| ১৮ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:৩৯

নতুন বিশ্লেষক বলেছেন: hoy tho ata onader sovab

২৯ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৪৭

আহসানের ব্লগ বলেছেন: মতামতে ধন্যবাদ । :)

৩| ১৮ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:১৯

টাইম টিউনার বলেছেন: আমাদের বাংলা ব্লগ গুলা তে মৌলিক গল্প আর স্ক্রিপ্ট এর অভাব নেই ------ ভাল বলেছেন । লেখাটা ভাল লাগলো।

২৯ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৪৮

আহসানের ব্লগ বলেছেন: ধন্যবাদ ভাইয়া :)

৪| ১৮ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:১১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: তাও তো বেশী কেউ আর চ্যানেলে দেখে না। দেখে ইউটিউবে...

২৯ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৪৮

আহসানের ব্লগ বলেছেন: হা হা হা । লাখ লাখ ভিউ ।

৫| ২১ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:৪৬

দিশেহারা রাজপুত্র বলেছেন:
মস্তিষ্ক বাজেটও কম।

২৯ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৪৯

আহসানের ব্লগ বলেছেন: তেমন টাই হবে । ভিডিও ইডিটিং শিখেই নাটক বানাতে চলে আসে ।

৬| ২১ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:২৭

চাঁদগাজী বলেছেন:



জাতির একটা দিক হঠাৎ করে উঁচু স্তরে চলে যেতে পারবে না, সবকিছু পরস্পরের সাথে যুক্ত

২৯ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৫০

আহসানের ব্লগ বলেছেন: আমাদের নাটক আরও ভাল ছিল । মাথামোটা নতুন দের জন্য মারা খাচ্ছি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.