নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!
কবিতা লেখা টা নাকি অনেক সহজ
বলে পাড়ার সেই ছেলেটা ।
কিন্তু সে কবিতা লেখেনা
এসব ছাই লিখে কি হবে !
কে পড়বে
কে শুনবে তার মনের কথা ?
কবিতার নাকি অনেক রঙ হয় ,
৭ রঙা সেই রংধনুর ও নাকি এতো প্রাচুর্য নেই ।
কবিতা নাকি ইতিহাসের পাতায় স্থান পাবার জন্যই জন্ম হয় ,
কিন্তু কবির কি আসে যায় , যেখানে রবীন্দ্রনাথ মহাকালে ঠাই না পেয়ে
সোনার তরী লিখেছেন ,
যেখানে মাইকেল ঘর ছেড়েছেন
কিন্তু হয়েছে তিরস্কৃত সেখানে পাড়ার ছেলেটা কি ছাই মাখা ধুলো ।
শুনেছে ছেলেটা অনেকে নাকি কবি হয়েছে ,
বই মেলায় নাকি সেই কবিতা অনেক ছেপেছে ।
দম ফেলার ফুরসত নাকি পাচ্ছেনা পাঠক
ছেলেটার তাই নাকি মাথায় ব্যামো ধরেছে ,
তাই সে কবি হবে পাঠকের মন রাঙাবে ।
২| ২২ শে নভেম্বর, ২০১৬ সকাল ৯:৪০
ভ্রমরের ডানা বলেছেন:
কবিতা চাকা চলুক তাইলে.......
৩| ২২ শে নভেম্বর, ২০১৬ সকাল ৯:৪৬
সুমন কর বলেছেন: ভালো হয়েছে।
৪| ২২ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:৩৭
শাহরিয়ার কবীর বলেছেন: সুন্দর হয়েছে !
৫| ২৩ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৮
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ছেলেটার তাই নাকি মাথায় কি ব্যামো ধরেছে? জাতি জানতে চায়?
©somewhere in net ltd.
১| ২২ শে নভেম্বর, ২০১৬ ভোর ৬:৫৭
মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু বলেছেন: ছেলেটার তাই নাকি মাথায় ব্যামো ধরেছে ,
তাই সে কবি হবে পাঠকের মন রাঙাবে
--------------কবি ভাবনা