নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ › বিস্তারিত পোস্টঃ

খইয়া ছরা ঝর্না, শীত কালেও ভরপুর জলপ্রপাত তাই মুরগী পোড়ানো উৎসব ঝর্ণার নিচে

১৪ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৩৭


গত দশ ই ডিসেম্বর অনিন্দ সুন্দর মিরর সরাই অবস্থিত খইয়া ছড়ি ঝর্ণার সৌন্দর্য অবলোকন করতে গিয়েছিলাম আমরা তিন জন । একজন আমার বন্ধু মঈন আর মঈন এর মামতো ভাই জাশেদ । ভাবলাম আজ লাইফে অন্যরকম কিছু একটা করা যাক , প্ল্যান টা আমার ই ছিল । ১ কেজি ৭০০ গ্রামের একটা মুরগী নিলাম ২৪০ টাকায় । আর সেই সাথে ২০০ টাকার মসলা পাতি, কেরোসিন তেল আর সস ।

এখন বলে নেই মিরর সরাই আসতে হলে আপনি যদি চিটাগং থেকে থাকেন তবে একে খান মোড়ে আসতে হবে । এখান থেকে আপনি বড়তাকিয়া বাজার অব্দি ৭০ টাকা বাস ভাড়ায় আসতে পারবেন । বড়তাকিয়া বাজার থেকে আধ কিঃমিঃ হেটে সামনে আসলেই পাবেন খইয়া ছড়া মোড় সেখান থেকেই আপনাকে প্রথমে পিচের রাস্তা তারপর মাটির রাস্তা তারও পরে মোটামুটি দুর্গম উঁচু নিচু পাহাড়ী রাস্তা ধরে ঝর্নার উদ্দেশ্যে মোট ৪.২ কিঃমি হাটতে হবে । তাহলে আসা যাওয়া দাড়ালো ৮.৪ কিঃমিঃ ।



খরস্রোতা খালের ওপর লাঠি গেথে মুরগী পোড়ানো আয়োজন ।



এক পর্যায়ে অন্যান্য কাজ এবং জ্বালানী সংগ্রহ করতে করতে ভুলেই গিয়েছিলাম মুরগী টা কোথায় রেখেছি । পরে ভাবলাম শিয়াল যদি চুরি করে নিয়ে যেত !





আর সেই সাথে চ্যালেঞ্জিং খাড়া পাহার বেয়ে ওঠা ।

আর পুরো রান্নার অনুষ্ঠান টি ভিডিও আকারে ইউটিউবে আপলোড দিয়েছি । আপনারা দেখবেন আশা করি ।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৪ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৫১

কালীদাস বলেছেন: খেতে কেমন হয়েছিল? :)
ইদানিং আমি নিজেও অল্প আঁচে পুড়িয়ে খাই। জটিল লাগে :)

১৪ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৫১

আহসানের ব্লগ বলেছেন: ভাইয়া জিনিস টা মোটেও খারাপ না । পোড়া অংশ গুলোই বেশি মজাদার ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.