নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ › বিস্তারিত পোস্টঃ

আমার শত সহস্র ব্যাথা

২৮ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:১২


শহর জুড়ে রাতের আঁধার ফুরে কুয়াশা নেমে আসে ,
রাত জুড়ে একা রাজপথ টা বেয়ে একা বোকা বট গাছ টা
অযথাই দাঁড়িয়ে থাকে

আজ শহর জুড়ে তোমায় খোজে কুয়াশার আড়ালে ভেসে থাকা বোকা চাঁদটা।
চাঁদটাকে কথা দিয়েছিলে তুমি তার হাত ধরবে ,
বোকা চাঁদটাও ভেবে নিয়েছিল তুমি তার হবে ,
তাই সে বুড়িকে চরকায় আরও সুতো কাটতে বলেছিল ,
বলেছিল সেই সুতোয় চাঁদর হবে তোমার জন্য !
যেন তুমি সেই চাঁদরে কুয়াশা কেটে চাঁদের সাথে ঘর বাঁধবে ।

কিন্তু বোকা চাঁদটা কি জানতো তুমি ধোকা দিচ্ছ ,
ধোকা দিচ্ছ তুমি কাশ ফুল টাকে ,
শরতে আর তোমার বাড়ির পেছনের শুকনো ঝিলে তাকে স্থান দাও না ।
বসন্তে তোমার কথা ছিল নীল ওরনা ভেজাবে তোমার গ্রামের সেই পুরোনো পুকুরে ,
যেই পুকুরে ভেলুয়া হারিয়েছিল জল দেবতার ঘরে ।

নার্সিসাস তো তাও ভাল ,
সে নিজেকেই ধোকা দিয়েছিল ,
নিজের ফাঁদে নিজেকে বিলিন করেছে মহাকালে ।
তুমি কি জানতে তবে চাঁদ টাকে ব্যাথা দেবে ?
চাঁদ টা যে সেই সেদিন থেকে কলঙ্ক মাখালো তার গায়ে ,
আচ্ছা তুমি আমার নাম কেন চাঁদ দিয়েছিলে ?

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৫০

ধ্রুবক আলো বলেছেন: সুন্দর লিখেছেন

২| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:০৬

কানিজ রিনা বলেছেন: হয়ত সে সূর্যী তাই চাঁদটাকে আলো দিত
ভালবাসত, সে চাঁদ মেঘে ঢেঁকে গেছে
সূর্যীটা পশ্চিম আকাশে ডুবু ডুবু শেষ ডুবাটা
কখন জানেনা।

১৩ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৪১

আহসানের ব্লগ বলেছেন: হয়তো । কিন্তু চাঁদতো বিলিন হয়েছে , তার আর কাজ কি সূর্যী টাকে ভেবে !

৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৫৫

আশফাক ওশান বলেছেন: ব্যথা ভালোই লেগেছে মনে হচ্ছে!

১৩ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৪০

আহসানের ব্লগ বলেছেন: ভাইয়া সত্য হলেও হাসতেই আছি ।

৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০০

কানিজ রিনা বলেছেন: হ্যা তা িঠ ক।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৩৬

আহসানের ব্লগ বলেছেন: কি ঠিক প্রিয় ব্লগার ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.