নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ › বিস্তারিত পোস্টঃ

দেশে অপরাধীদের সেরকম ঐক্যজোট আছে কিন্তু ভাল মানুষের নেই

০৫ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৪২

খুনি ড্রাইভারদের শাস্তি দিলে সারাদেশে কর্মবিরতি ।
মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে ফার্মেসী কে জরিমানা করলে সব দোকান বন্ধ ঘোষণা ।
ফরমালিন বিরোধী অভিজান চললে ব্যবসায়ী দের আন্দোলোন ।
অপরাধী ডাক্তার কে শাস্তি দিলে কর্মবিরতি ।
কি একটা দেশ ! সকল অপরাধী এক জোট ।
কিন্তু ভিক্টিম দের জন্য কেউ নাই ।
কিছু দিন আগে ঢাকা বক্ষব্যাধী হাসপাতালের একজন জেষ্ঠ ডাক্তার ল্যাব এইডে এঞ্জিওগ্রাম করাতে গিয়ে মারা যায় ।
তার স্বজন রা দাবি করেন পর্যাপ্ত যন্ত্রপাতি যা এঞ্জিও গ্রাম করানোর সময় মাস্ট রাখতে হয় । কিন্তু তা রাখা হয়নি এবং এই অবহেলার কারণে একজন জেষ্ঠ ডাক্তার নিহত হলেন । কই কাউকে তো ল্যাব এইডের সেই ডাক্তারের বিরুদ্ধে কথা বলতে দেখিনি ! এবং ডাক্তার রাও এ ব্যাপারে চুপ ।
দেশে অপরাধীদের সেরকম ঐক্যজোট আছে কিন্তু ভাল মানুষের নেই ।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:০৪

ধ্রুবক আলো বলেছেন: বর্তমান যুগে টাই এমন বুঝলেন ভাই, অপরাধীর পেছনেই যত লোকজন, আর আমরা জনগন একা কারণ আমরা এক নই, তাই আমাদের জিম্মি করে করে যা খুশি তাই করা হচ্ছে।

১৩ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:২৮

আহসানের ব্লগ বলেছেন: আমরা তো তিলে তিলে মরছি । বাচছি অল্প অল্প করে । আশা করি সুদিন আসবে ।

২| ০৫ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:১৫

সুমন কর বলেছেন: কি আর করবেন বলুন..........যুগটাই দমকা হাওয়া...........

১৩ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:২৮

আহসানের ব্লগ বলেছেন: :(

৩| ০৫ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:২৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ভালো মানুষেরও আছে। তবে কথা হলো, আইনের শাসন নাই। থাকলে এসব বন্ধ হয়ে যেত...

১৩ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:২৯

আহসানের ব্লগ বলেছেন: সত্যি । ২৮ লাখ মামলার জট । নতুন জজ নিয়োগ নাই , নতুন ভবন তৈরীর কোনো উদ্যেগ নাই ,

৪| ০৫ ই মার্চ, ২০১৭ রাত ৮:০০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এ দেশে ভালো মানুষ কোথায় যে তারা ঐক্যবদ্ধ হবে?

১৩ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৩০

আহসানের ব্লগ বলেছেন: কটু হলেও সত্য কথা ।

৫| ০৫ ই মার্চ, ২০১৭ রাত ৯:৩৮

কালীদাস বলেছেন: বাংলাদেশে এই জিনিষ আরও অনেক বছর সম্ভব না :(

১৩ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৩০

আহসানের ব্লগ বলেছেন: :(

৬| ০৫ ই মার্চ, ২০১৭ রাত ১১:০৭

কানিজ রিনা বলেছেন: ভালরাঐক্যহয়না

১৩ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৩০

আহসানের ব্লগ বলেছেন: কটু হলেও সত্য কথা ।

৭| ১০ ই জুন, ২০১৭ বিকাল ৫:৪৮

বিজন রয় বলেছেন: ফিরে আসুন, নতুন পোস্ট দিন।

১৩ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:২৭

আহসানের ব্লগ বলেছেন: ধন্যবাদ ভাইয়া । ফিরে আসলাম । পাশে আছি থাকবেন পাশে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.