নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!
খুনি ড্রাইভারদের শাস্তি দিলে সারাদেশে কর্মবিরতি ।
মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে ফার্মেসী কে জরিমানা করলে সব দোকান বন্ধ ঘোষণা ।
ফরমালিন বিরোধী অভিজান চললে ব্যবসায়ী দের আন্দোলোন ।
অপরাধী ডাক্তার কে শাস্তি দিলে কর্মবিরতি ।
কি একটা দেশ ! সকল অপরাধী এক জোট ।
কিন্তু ভিক্টিম দের জন্য কেউ নাই ।
কিছু দিন আগে ঢাকা বক্ষব্যাধী হাসপাতালের একজন জেষ্ঠ ডাক্তার ল্যাব এইডে এঞ্জিওগ্রাম করাতে গিয়ে মারা যায় ।
তার স্বজন রা দাবি করেন পর্যাপ্ত যন্ত্রপাতি যা এঞ্জিও গ্রাম করানোর সময় মাস্ট রাখতে হয় । কিন্তু তা রাখা হয়নি এবং এই অবহেলার কারণে একজন জেষ্ঠ ডাক্তার নিহত হলেন । কই কাউকে তো ল্যাব এইডের সেই ডাক্তারের বিরুদ্ধে কথা বলতে দেখিনি ! এবং ডাক্তার রাও এ ব্যাপারে চুপ ।
দেশে অপরাধীদের সেরকম ঐক্যজোট আছে কিন্তু ভাল মানুষের নেই ।
১৩ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:২৮
আহসানের ব্লগ বলেছেন: আমরা তো তিলে তিলে মরছি । বাচছি অল্প অল্প করে । আশা করি সুদিন আসবে ।
২| ০৫ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:১৫
সুমন কর বলেছেন: কি আর করবেন বলুন..........যুগটাই দমকা হাওয়া...........
১৩ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:২৮
আহসানের ব্লগ বলেছেন:
৩| ০৫ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:২৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ভালো মানুষেরও আছে। তবে কথা হলো, আইনের শাসন নাই। থাকলে এসব বন্ধ হয়ে যেত...
১৩ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:২৯
আহসানের ব্লগ বলেছেন: সত্যি । ২৮ লাখ মামলার জট । নতুন জজ নিয়োগ নাই , নতুন ভবন তৈরীর কোনো উদ্যেগ নাই ,
৪| ০৫ ই মার্চ, ২০১৭ রাত ৮:০০
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এ দেশে ভালো মানুষ কোথায় যে তারা ঐক্যবদ্ধ হবে?
১৩ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৩০
আহসানের ব্লগ বলেছেন: কটু হলেও সত্য কথা ।
৫| ০৫ ই মার্চ, ২০১৭ রাত ৯:৩৮
কালীদাস বলেছেন: বাংলাদেশে এই জিনিষ আরও অনেক বছর সম্ভব না
১৩ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৩০
আহসানের ব্লগ বলেছেন:
৬| ০৫ ই মার্চ, ২০১৭ রাত ১১:০৭
কানিজ রিনা বলেছেন: ভালরাঐক্যহয়না
১৩ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৩০
আহসানের ব্লগ বলেছেন: কটু হলেও সত্য কথা ।
৭| ১০ ই জুন, ২০১৭ বিকাল ৫:৪৮
বিজন রয় বলেছেন: ফিরে আসুন, নতুন পোস্ট দিন।
১৩ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:২৭
আহসানের ব্লগ বলেছেন: ধন্যবাদ ভাইয়া । ফিরে আসলাম । পাশে আছি থাকবেন পাশে ।
©somewhere in net ltd.
১| ০৫ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:০৪
ধ্রুবক আলো বলেছেন: বর্তমান যুগে টাই এমন বুঝলেন ভাই, অপরাধীর পেছনেই যত লোকজন, আর আমরা জনগন একা কারণ আমরা এক নই, তাই আমাদের জিম্মি করে করে যা খুশি তাই করা হচ্ছে।