নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ › বিস্তারিত পোস্টঃ

আমি চাই না চাই

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:২৪

ভোর ছটা ৪০ এ উঠে দু মিনিটে দাত ব্রাশ করে দৌড়তে হয় অফিসের বাস টার খোজে, বাসটা সাত টা ২০ পর্যন্ত দাঁড়িয়ে থাকে আমার মত আরও কয়েক জনের অপেক্ষায়৷ শহরের এ পাশটা ঘেষে বাসটা একটু একটু করে খোলা প্রন্তর ফুড়ে তেড়ে যাওয়া রাস্তা টা ধরে এগোয় গন্তব্যের খোজে। আমি খোলা প্রান্তরে চোখ বুলাতে ভয় পাই, সেই খোলা প্রান্তর অগনিত ছোটো ছোটো আবাসিক প্রান্তর, আমি ভয় পাই সবুজ স্বাধীনতা না যেন পেয়ে বসে আমায়৷ আমার যে চাকরী টা করতেই হবে,আমার যে চাকর হিসেবেই বেচে থাকতে হবে৷

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৩৫

রাজীব নুর বলেছেন: তাও ভালো। আর যারা বেকার? তাদের কষ্ট আরও বেশি।

২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৪০

আহসানের ব্লগ বলেছেন: বেকার দের নিনের ওপর নির্ভরশীল হওয়ার একটা সুযোগ থাকে৷

৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:১২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: প্রতিটি চাকুরীজীবী মানুষের মনের হাহাকার...

০৬ ই মার্চ, ২০১৯ সকাল ১১:৪৫

আহসানের ব্লগ বলেছেন: এ হাহাকার কিসে মিটবে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.