নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ › বিস্তারিত পোস্টঃ

দুটি নিষ্পাপ শিশু কেন খোলা আকাশের নিচে রাত কাটায়?

৩০ শে মার্চ, ২০১৯ রাত ৮:০৯


ভাইয়ারা গৃহহীন এই মাসুম বাচ্চা টা চট্টগ্রাম মুরাদপুর শিক্ষাবোর্ড এর সামনে রাত কাটায়। এদের আশ্রয় দেয়ার কেউ কি নেই? আমি দুদিনে ৭০ টাকা দিয়ে দুটো খাবারের টাকা দিয়েছি। আমার আর এর চেয়ে বেশি কিছু করার সাধ্য নেই৷ এই এলাকায় কয়েকশত বহুতল ভবন আছে, আছে হাজারের ওপরে কোটিপতি। তারা কি শুধু রোজায় লুংগি আর শাড়ি দিয়েই গরিবদের প্রতি তাদের দায়িত্ব সারতে চান?
ভাইয়া রা আমাদের এত অধঃপতন কেন? ছেলেটি খুবই মিশুক, ওর একটা বোন আছে, বয়সে ওর চেয়ে এক কি দু বছরের বড় হবে। যখন ই ছবি তুলতে যাবো তখন ই ফুড়ত করে দৌড় দিল লজ্জ্বায়। এতো মিষ্টি দুটো ফেরেশতার মত নিষ্পাপ শিশু দুজন কেন রাস্তায় থাকবে? ঝড় বৃষ্টি হলে সারা রাত ফ্লাই ওভারের নিচে কাটায়, বৃষ্টির ছিচে ভেজে। ও ভাই আপনার বুকের ধনের সাথে কি আপনি এগুলো মেনে নেবেন? ও বোন আপনার একটা সন্তান যখন এভাবে রাস্তায় পড়ে থাকবে আপনি কি তা কল্পনাও করতে পারেন? নিজের সন্তানের জন্য এসব ভাবলেই বুকে মোচোড় দিয়ে ওঠে না?

আজ সন্ধ্যায় এই পিচ্চি মাসুম বাচ্চা টাকে হাজার হজার মশা কামড়াচ্ছে, এতো কষ্ট ও পাচ্ছে, এর জন্য কি আমরা একটুও দায়ি না? আমাদের কি কোনো দায়িত্ব নেই?

সমাজ টা এভাবে চলতে থাকলে একসময় আপনার সাথেও যে এমন হবে বোন, একসময় আপনার সন্তান যে গৃহহীন হবে না তার নিশ্চয়তা কি?
আমরা যদি কিছু দেখেও না দেখার ভান করে রাস্তায় হাটি তাহলে কিভাবে হবে?

দুটো মাসুম বাচ্চাকে বাচাতে এগিয়ে আসুন, ওরা গৃহহীন। ওদের বাচান। আল্লাহ আমাদের কাউকে ক্ষমা করবেন না। প্রতিবেশী কে গৃহহীন রেখে আপনি আমি কিভাবে মাথার ওপর ছাউনি নিয়ে বেচে থাকি?

অনেকে ওদের রোহিঙ্গা ভেবে নাক সিটকে চলে যাবেন হয়তো, কিন্তু এই বাচ্চা দুটির নানী এবং বাচ্চা গুলোর কথার টান ১০০ ভাগ বাংলাদেশী।

সামনে বরষা, ওদের কি বাচার অধিকার নেই? এই বরষা টা ওরা সারভাইভ করতে পারবে কি?
এর উত্তর আপনার আর আমার কাছে।
আপনাদের পায়ে পড়ি কেউ ওদের মাথা গোজার ঠাই দিন।ভাইয়ারা গৃহহীন এই মাসুম বাচ্চা টা চট্টগ্রাম মুরাদপুর শিক্ষাবোর্ড এর সামনে রাত কাটায়। এদের আশ্রয় দেয়ার কেউ কি নেই? আমি দুদিনে ৭০ টাকা দিয়ে দুটো খাবারের টাকা দিয়েছি। আমার আর এর চেয়ে বেশি কিছু করার সাধ্য নেই৷ এই এলাকায় কয়েকশত বহুতল ভবন আছে, আছে হাজারের ওপরে কোটিপতি। তারা কি শুধু রোজায় লুংগি আর শাড়ি দিয়েই গরিবদের প্রতি তাদের দায়িত্ব সারতে চান?
ভাইয়া রা আমাদের এত অধঃপতন কেন? ছেলেটি খুবই মিশুক, ওর একটা বোন আছে, বয়সে ওর চেয়ে এক কি দু বছরের বড় হবে। যখন ই ছবি তুলতে যাবো তখন ই ফুড়ত করে দৌড় দিল লজ্জ্বায়। এতো মিষ্টি দুটো ফেরেশতার মত নিষ্পাপ শিশু দুজন কেন রাস্তায় থাকবে? ঝড় বৃষ্টি হলে সারা রাত ফ্লাই ওভারের নিচে কাটায়, বৃষ্টির ছিচে ভেজে। ও ভাই আপনার বুকের ধনের সাথে কি আপনি এগুলো মেনে নেবেন? ও বোন আপনার একটা সন্তান যখন এভাবে রাস্তায় পড়ে থাকবে আপনি কি তা কল্পনাও করতে পারেন? নিজের সন্তানের জন্য এসব ভাবলেই বুকে মোচোড় দিয়ে ওঠে না?

আজ সন্ধ্যায় এই পিচ্চি মাসুম বাচ্চা টাকে হাজার হজার মশা কামড়াচ্ছে, এতো কষ্ট ও পাচ্ছে, এর জন্য কি আমরা একটুও দায়ি না? আমাদের কি কোনো দায়িত্ব নেই?

সমাজ টা এভাবে চলতে থাকলে একসময় আপনার সাথেও যে এমন হবে বোন, একসময় আপনার সন্তান যে গৃহহীন হবে না তার নিশ্চয়তা কি?
আমরা যদি কিছু দেখেও না দেখার ভান করে রাস্তায় হাটি তাহলে কিভাবে হবে?

দুটো মাসুম বাচ্চাকে বাচাতে এগিয়ে আসুন, ওরা গৃহহীন। ওদের বাচান। আল্লাহ আমাদের কাউকে ক্ষমা করবেন না। প্রতিবেশী কে গৃহহীন রেখে আপনি আমি কিভাবে মাথার ওপর ছাউনি নিয়ে বেচে থাকি?

অনেকে ওদের রোহিঙ্গা ভেবে নাক সিটকে চলে যাবেন হয়তো, কিন্তু এই বাচ্চা দুটির নানী এবং বাচ্চা গুলোর কথার টান ১০০ ভাগ বাংলাদেশী।

সামনে বরষা, ওদের কি বাচার অধিকার নেই? এই বরষা টা ওরা সারভাইভ করতে পারবে কি?
এর উত্তর আপনার আর আমার কাছে।
আপনাদের পায়ে পড়ি কেউ ওদের মাথা গোজার ঠাই দিন।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে মার্চ, ২০১৯ রাত ৮:১৯

চাঁদগাজী বলেছেন:


আপনি ৭০ টাকা দিয়েই যেমন ভাবছেন, বিরাট কইছু করে ফেলেছেন, সবাই ওরকমই; আপনি ওদের থাকার ব্যবস্হা করছেন না কেন?

৩০ শে মার্চ, ২০১৯ রাত ৮:৪৬

আহসানের ব্লগ বলেছেন: আমি বলছিনা আমি বিরাট কিছু করে ফেলেছি, আমি অনুতপ্ত কারণ আমি করতে পারছিনা কেন! আমার অত সাধ্য নাই। যাদের আছে তারা দিচ্ছে না, বিত্তবানদের দৃষ্টি আকর্ষণের জন্য এই পোস্ট৷ আমার আপনার মত ১০০০ মানুষ ৭০ টাকা করে আমাদের তেমন ক্ষতি হিবে না কিন্তু এরা মাথা গোজার ঠাই পাবে৷ আমি ওদের থাকার ব্যাবস্থা করছিনা কারণ আমার জায়গা নাই জমি নাই, আমার সাধ্য নাই, আমার আয় নাই। যাদের আছে তাদের নজরে যেন পড়ে তাই এই পোস্ট দেয়া।

২| ৩০ শে মার্চ, ২০১৯ রাত ৮:২৯

রাজীব নুর বলেছেন: কয়জনের থাকার ব্যবস্থা করবেন? কে করবে?
লক্ষ লক্ষ মানুষ রাস্তায় দিনযাপন করছে।

৩০ শে মার্চ, ২০১৯ রাত ৮:৪৯

আহসানের ব্লগ বলেছেন: লক্ষ লক্ষ মানুষ আর শিশু পার্থক্য আছে৷ কখন কার সাথে কি হয় বলা যায় না। দেশে প্রচুর টাকা অনেক জায়গায় অপচয় করছে। আপনারাই যদি এমন দায় সারা মন্তব্য করেন কিভাবে হবে?

৩| ৩০ শে মার্চ, ২০১৯ রাত ৯:৩১

হাবিব বলেছেন: অর্থনীতির মার প‌্যাচে অনেকেই রাস্তায় অনেকেই দশতলায়।

১৫ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:৫৬

আহসানের ব্লগ বলেছেন: কি আর বলবো !

৪| ১৫ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:৫৩

ইসিয়াক বলেছেন: আসুন আমরা সবাই আরেকটু মানবিক হই ।
ধন্যবাদ

২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:১৯

আহসানের ব্লগ বলেছেন: চেষ্টা টা করতে হবে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.