নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ › বিস্তারিত পোস্টঃ

আপনার কি হবে ?

২০ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৩১

হাজার হাজার কোটি টাকা লুট করেছেন, গরীবের হকের টাকা পাচার করে ফুলে কলা গাছ হয়ছেন, অন্যায় ভাবে মানুষের হক মেরেছেন। এখন এমন অবস্থা আপনাকে করোনা আক্রমণ করলে চিকিৎসা পাবেন কিনা সন্দেহ ! আমরা সাধারণ জনগনতো ধুকবো কিন্তু আপনার এই হাজার কোটি টাকা আয়ের লাভ টা কি হলো । আমাদের গরীব দেশের গরীব সরকারতো হাত ধোয়ার পানি পর্যন্ত সাপ্লাই দিতে পারে না । সেখানে চিকিৎসার আশা করা যায় কি! গত বারের ঢাকার অবস্থাতো আমারা দেখেছি ডেঙ্গুর প্রোকোপ কি পরিমাণ ছিলো । ডেঙ্গু সরাসরি ছড়াতো না মশার মাধ্যম ছাড়া ছড়াতোই না । কিন্তু এ এমন রোগ হাতে ছুলেও ছড়ায় । ডাক্তারদের পর্যাপ্ত সুরক্ষা ব্যাবস্থা নেই । ধরতে গেলে কোনো ব্যাবস্থাই নেই । ডাক্তার নার্সরা কিভাবে সেবা দেবে ?

এই বিকেলেই চালের মিলের মালিকেরা বিবৃতি দিলেন চালের পর্যাপ্ত মজুদেরও বেশী মজুদ আছে, দাম বাড়ার কোনো কারণ নেই ।
তারপরেও বস্তা প্রতি ৩০০-৫০০ টাকা বাড়িয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন। কেন ? কি করবেন এই টাকা দিয়ে ?

আমি না হয় গরীব চিকিৎসা পাবোনা, কিন্তু আপনার কি হবে ?
টাকা গুলো যে আত্মসাৎ করলেন ? আপনার কি হবে ?

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৩৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ওদের কিচ্ছু হবে না তবে অত্যাচারিত, নিগৃহীত, উৎপীড়িতরা আরো ভোগবে।

২০ শে মার্চ, ২০২০ রাত ৮:১৮

আহসানের ব্লগ বলেছেন: পক্ষান্তরে আমরা সাধারণেরাই এখনো ভুগবো । জাতি হিসেবে এখনো আমরা টিন এজ যুগ টাই হয়তো এখনো পার হতে পারিনি। চারিদিকে গুজব, অত্যাচার, সুযোগ বুঝে চুরি কিছুই থেমে নেই ।

২| ২০ শে মার্চ, ২০২০ রাত ৯:১৯

রাজীব নুর বলেছেন: দুষ্টলোকেরা আপনার মতোণ করে ভাবে না।

২০ শে মার্চ, ২০২০ রাত ৯:২২

আহসানের ব্লগ বলেছেন: ভাবেনা দেশে তো কোনো প্রাথমিক চিকিৎসা নিয়ে মরার মতও পরিস্থিতি নেই । এরা এতো টাকা দিয়ে করবে টা কি ?

৩| ২১ শে মার্চ, ২০২০ রাত ১:১৬

নেওয়াজ আলি বলেছেন: একমাত্র আল্লাহই রক্ষাকর্তা ।

২৩ শে মার্চ, ২০২০ রাত ৯:১৪

আহসানের ব্লগ বলেছেন: উনি ই রক্ষা করবেন, কিন্তু আমাদের বিবেক কে কাজে লাগাতে হবে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.