নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ › বিস্তারিত পোস্টঃ

নৌকা টাও তো তাদের।

২৩ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:২৩

চোরের মাতার গলা বড়, কিন্তু আরও বেশী বড় শুমির মাতার গলা।
এ নিয়ে শুমির আক্ষেপের শেষ নেই, বাড়িতে এতো বড় বাগান একটা পাখি বসেনা,
ফুল ফোটেনা, মুরগী ডিম পাড়ে কিন্তু সে ডিম মাটিতে পড়ার আগেই ফেটে যায়।
এমনকি সর্বোচ্চ ডেসিমলে শব্দ উৎপাদন করা বাদুড় পর্যন্ত কুপোকাত হয়ে দুরুম দুরুম পড়ে যায়।
কিন্তু ইদানিং শুমির মাতার গলা পড়েছে,
গাছে ফুল ফুটেছে, পাখি গান গাইছে,
মুরগী অক্ষত ডিম পাড়ছে,
বাদুড়েরা রাতে শান্তি মতন উড়তে পারছে।

কিন্তু শুমির মাতার মনে শান্তি নেই,
"এ শুমি শুঞ্চিস মা? দেকিনি এদিকে আয় তো বাপু,
আর তো বালো লাকচেনা, নেত্রী বলেচিলো সেতু জোড়া তালি দেয়া,
এ সেতু তো পার হওয়া যাবেনা বাপু, আবার ফেরীও বন্দ হয়ে যাবে"
কি করি বাপু বল দেকিনি"

কেনো মা নৌকা দিয়ে যাবে!

এয়্যা!!! নৌকা টাও তো তাদের।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.