নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!
বিটকয়েন কি এবং কেন ?
সাধারণের কাছে বিটকয়েন একটি দূর্বোদ্ধ একটি শব্দ। মানুষ জানে এটির দাম অনেক কিন্তু কিভাবে কি কেন হয় তা অনেকের ই ধারণার বাইরে । সোজা সাপটা ভাষায় বিটকয়েন হচ্ছে এমন একটি অর্থনৈতিক অবস্থা যার নিয়ন্ত্রণে নেই কোনো কেন্দ্রীয় ব্যাংক। এর তথ্য মুছে ফেলা যায় না। এর তথ্য কোনো মতেই পরিবর্তন করা যায় না। মনে করেন আপনি একটি পন্য কিনলেন ১ বিটকয়েন দিয়ে। এখন আপনার একাউন্ট থেকে ১ টি বিটকয়েন পেয়ে গেলেন বিক্রেতা । এখন আপনি কোনো মতেই মিথ্যে তথ্য দিয়ে এই একই বিটকয়েন ব্যাবহার করে অন্য কিছু কিনতে পারবেন না।
বিটকয়েনের সার্ভারঃ
ফেসবুক ইউটিউব এর সার্ভার পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সার্ভার। কিন্তু বিটকয়েনের সার্ভার এর থেকে ৬ গুন বেশী শক্তিশালী। কিন্ত প্রশ্ন জাগতে পারে এই সার্ভারের অবস্থান কোথায়!
আসলে বিশ্বব্যাপী কোটি কোটি মানুষের ব্যক্তিগত কম্পিউটার ব্যবহার করেই এর সার্ভারের শক্তি। বিটকয়েনের নিজস্ব কোনো সার্ভার নেই ।
কেন ব্যবহার কারী রা নিজেদের কম্পিউটার ব্যাবহার করতে দিচ্ছে ?
প্রতিটি বিটকয়েন লেনদেনের জন্য বিস্তর ডেটা প্রসেসিং করতে হয় ।
এই প্রসেসিং টা হয় যখন তখন সম পরিমাণ আরেক টি বিটকয়েন উৎপাদন হয়।
ঠিক এভাবেই সাধারণ ব্যবহার কারী রা বিটকেয়ন আয় করেন ।
এবং এটিকেই মাইনিং বলে।
কিন্তু বিটকয়েন সর্বোচ্চ ২১ মিলিয়ন উৎপাদন করা যাবে এর মধ্যে ১৮ মিলিয়ন উৎপাদন হয়ে গিয়েছে । তো খুব শীঘ্রই বাকী ইউনিট গুলোও উৎপাদন শেষ হয়ে যাবে। আর বিটকয়েন মাইনিং অত্যন্ত ব্যায়বহুল। লক্ষ লক্ষ টাকার গ্রাফিক কার্ড কিনেও মাইনিং করে সফলতা পাওয়া যাচ্ছে না।
কিন্তু তাই বলে কি আমরা অনলাইন কোনো কারেন্সি ব্যবহার করতে পারবোনা?
হ্যা পারবো। খুব সহযেই এন্ড্রয়েড ফোনের মাধ্যমেই আপনি বিটকেয়েনেরই মত একটি ব্যতিক্রমী কয়েন উৎপাদন করতে পারবেন । কোনো ব্যাটারী ড্রেইন হবেনা, নেট ও বেশী খরচ হবেনা। ২৪ ঘন্টা পর পর এপে হাজিরা দিয়ে চালু করলেই হবে ।
আপনার কাছে ইনভাইটেশন কোড চাইবে,
না দিলে আপনি একাউন্ট খুলতে পারবেন না।
ইনভাইটেশন কোডঃ Akash152
আর নয়তো পিসি থেকে এই লিংকে ক্লিক করুন । পাই নেটওয়ার্ক রেজিস্টার
প্রসেসঃ
প্লে স্টোরে গিয়ে সার্চ দিন Pi Network.
একাউন্ট খুলতে ফোন নাম্বার ব্যবহার করুন।
নিজের নামে অবশ্যই জাতীয় পরিচয় পত্রের অরিজিনাল নাম দেবেন।
তারপর ইউজার নেম দেবেন, এই ইউজার নেমটিই আপনার ইনভাইটেশন কোড হিসেবে ব্যবহৃত হবে । এরপর শেষ মেশ আপনার কাছে ইনভাইটেশন কোড চাইবে,
না দিলে আপনি একাউন্ট খুলতে পারবেন না।
ইনভাইটেশন কোডঃ Akash152
আর নয়তো পিসি থেকে এই লিংকে ক্লিক করুন । পাই নেটওয়ার্ক রেজিস্টার
১৩ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:২৯
আহসানের ব্লগ বলেছেন: ইন্সটল করার পর বুঝে যাবেন আশা করি।
২| ১৮ ই মার্চ, ২০২১ দুপুর ১:৪৩
চাঁদগাজী বলেছেন:
আপনি 'পাই কয়েন' পেয়েছেন?
১৩ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:২৯
আহসানের ব্লগ বলেছেন: আমিতো মাইনিং করছি এখনো ।
৩| ১৮ ই মার্চ, ২০২১ দুপুর ২:১০
রাজীব নুর বলেছেন: বিটকয়েন এর কথা ভুলে যান।
১৮ ই মার্চ, ২০২১ বিকাল ৩:৪৪
আহসানের ব্লগ বলেছেন: সে জন্যে পাই কয়েন মাইনিং করুন।
৪| ১৩ ই এপ্রিল, ২০২১ রাত ৮:৪৯
রিফাত হোসেন বলেছেন: হুম।
১৫ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:০৯
আহসানের ব্লগ বলেছেন: আচ্ছা ।
©somewhere in net ltd.
১| ১৮ ই মার্চ, ২০২১ দুপুর ১২:৪০
জুল ভার্ন বলেছেন: আংশীক বুঝেছি।