নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!
সাংবাদিকদের ওপর একটা গোষ্ঠীর এতো ক্ষোভ কিভাবে কাজ করে? সাংবাদিকদের কাজই হচ্ছে সংবাদ প্রকাশ করা ।
আমরা দেখেছি কিভাবে তারা হেফাজতের ৫মে তে শাপলা চত্বরে একজন নারী সাংবাদিক কে দৌড়ে দৌড়ে পিটিয়েছিলো। এদের ক্ষোভ হচ্ছে সাংবাদিক রা কোন সাহসে তাদের ত্রুটি গুলো প্রচার করে । ২৬ তারিখ থেকে ২৮ তারিখের সহিংসতা চলা কালীন সময়ে কতগুলো গাড়ি পোড়ানো হলো মিডিয়ার । সাংবাদিকদের চোখের সামনে গাড়ি গুলো পুড়িয়ে দেয়া হলো ।
হেফাজতের প্রথম সারির নেতার একটার পর একটা পরকীয়ার সংবাদ প্রচার করায় সাংবাদিক রা তো এখন অনেক তোপের মুখে। না জানি সামনে কি হয় আরও। আপনারা হয়তোবা নওমুসলিম ওয়াসেক বিল্লাহ নোমানীকে চিনে থাকবেন। তিনি ২০১২ সালে ইসলাম গ্রহণ করেন।
তিনি এর আগেও অনেক বার সরকার কে উসকে দিয়ে অনেক বক্তৃতা দিয়েছেন কিন্তু সরকার বরাবরই নমনীয় ছিলেন রক্তপাত এড়াতে ।
কিন্তু সরকারের নম্রতা কে ওনারা দূর্বলতা মনে করেন। ২০১৮ সালেও এই ওয়াজী শেখ হাসিনা এবং নূরল ইসলাম নাহিদের
নাম উল্লেখ করে যা মুখে আসে তাই বলেছেন । একজন আওয়ামী লীগ নেতা প্রতিবাদ করায় সেই আওয়ামী লীগ নেতার বাড়ি ভাঙচুর এবং লুটপাট করে তার ভক্ত রা। তারপরেও সরকার মহোদয় ছাড় দিয়েছেন । কিন্তু এবার একদম জোশে এসে সব এমন কথা বলেছেন ভরা মাহফিলে, সেটা এখানে লিখতেও বাধছে আমার ! জানিনা এই কথা টা পোস্টে লেখাটাও ঠিক হবে কিনা।
আমার মনে হয় না এসব গরম বক্তাদের শুরু থেকে নম্রতা দেখানো ঠিক । শুরু থেকেই এদের নিয়ন্ত্রণ করা না গেলে এরা ভেতর ভেতর অনেক জঙ্গিবাদী লোক তৈরী করে ফেলছে তার কোনো সন্দেহ নেই ।
সোর্স সহ দিলামঃ- কি ছিলো সেই বক্তব্যে দেখতে চাইলে নিচে সোর্সঃ
১৩ ই এপ্রিল, ২০২১ রাত ৮:২২
আহসানের ব্লগ বলেছেন: ভাইয়া ঘটনা গুলো ভাসা ভাসা মনে আছে । এখন গুগলে সার্চ দিয়ে লিংক গুলো পাবো কিনা । আচ্ছা চেষ্টা করে দেখি । তবে তথ্যবহুল ভিডিও টা দিয়েছি দেখতে পারেন ।
২| ১৩ ই এপ্রিল, ২০২১ রাত ৮:১২
সাইয়িদ রফিকুল হক বলেছেন: সাংবাদিকরা যে ধর্মব্যবসায়ী পশুদের মুখোশ উন্মোচন করছে।
এই পশুদের বিরুদ্ধে মানুষকে জাগতে হবে।
১৩ ই এপ্রিল, ২০২১ রাত ৮:২২
আহসানের ব্লগ বলেছেন: সে জন্যই মনে হয় তাদের বিরুদ্ধে এতো ফতোয়া ।
৩| ১৩ ই এপ্রিল, ২০২১ রাত ৮:২৪
নুরুলইসলা০৬০৪ বলেছেন: ইসলামের নামে তারা পারপেয়ে যান,কিন্তু এগুলো যে ইসলামের বা নৈতিক কোন কথা না সেটা তারা বোঝে না।
১৩ ই এপ্রিল, ২০২১ রাত ৮:২৬
আহসানের ব্লগ বলেছেন: আমাদের ধর্ম টা শান্তির। কিন্তু এদের কারণে সাধারণ মুসলিম দের সবচেয়ে বড় ক্ষতি টা হয় । বিশ্বে মুখ দেখানোর উপায় থাকেনা ।
৪| ১৩ ই এপ্রিল, ২০২১ রাত ৮:৩৮
রিফাত হোসেন বলেছেন: কিছু বলতেও পারছি না। একটা সরকারী বাকি স্বাধীনতার ঝামেলাতো আছেই তার উপর চিন্তা হয় আশে পাশের উগ্রপন্থীদের থেকে।
১৩ ই এপ্রিল, ২০২১ রাত ৯:২৩
আহসানের ব্লগ বলেছেন: সরকারের ডিজিটাল নিরাপত্তা আইনের থেকে তো এদের কেই ভয় লাগে ।
৫| ১৩ ই এপ্রিল, ২০২১ রাত ৯:২৭
সাহাদাত উদরাজী বলেছেন: ভুল পথে রাষ্ট্র চললে এমনই তো হবার কথা, এর বাইরে আর কি হবে!
১৩ ই এপ্রিল, ২০২১ রাত ৯:৩৪
আহসানের ব্লগ বলেছেন: পথ যত ভুল ই হউক, কিছু সিদ্ধান্ত যুগান্তকারী ছিলো, রাজাকারের বিচার, জাতির পিতার হত্যাকারীদের বিচার, জিডিপি ভারতের সমান, বাংলাদেশের ১ টাকা পাকিস্তানে ২ রুপি। দেশ অনেক এগিয়েছে । কথা বলার স্বাধীনতা দিতে হবে ।
৬| ১৩ ই এপ্রিল, ২০২১ রাত ১১:১৯
রাজীব নুর বলেছেন: কত লোক কত রকম কথা বলে। সব কথা ধরতে হয় না।
১৩ ই এপ্রিল, ২০২১ রাত ১১:২৭
আহসানের ব্লগ বলেছেন: কিন্তু এই লোক যা বলেছে তা আসলেই সীমালঙ্ঘন করেছে।
৭| ১৪ ই এপ্রিল, ২০২১ রাত ১২:৪১
নেওয়াজ আলি বলেছেন: আওয়ামী লীগ হেফাজতকে দুধ কলা দিয়ে মোটাসোটা করেছে
১৪ ই এপ্রিল, ২০২১ ভোর ৬:০৪
আহসানের ব্লগ বলেছেন: বারি দিয়ে আবার থেতলেও দেবে ।
৮| ১৪ ই এপ্রিল, ২০২১ ভোর ৬:২৫
অনল চৌধুরী বলেছেন: মামুনুলদের বিরুদ্ধে শুধু মামলা হওয়ার পরও গ্রেফতার না হওয়াতেই এদের সাহস এতো বেড়েছে।
১৪ ই এপ্রিল, ২০২১ দুপুর ২:০৮
আহসানের ব্লগ বলেছেন: ভয় তো সরকারের অন্যখানে । সাঈদির মামলার রায় এর দিনে যেমন হয়েছিলো তেমন আবার হয় কিনা ।
©somewhere in net ltd.
১| ১৩ ই এপ্রিল, ২০২১ রাত ৮:০৩
সভ্য বলেছেন: লেখাটি পড়েছি.লেখার সাথে প্রতিটি ঘটনার লিঙ্ক থাকলে আরও ভালো হতো.যাই হউত.আমি সহমত পোষণ করছি।