নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশে যত দূর্ঘটনা ঘটে তার সম্ভবত ৯০% হচ্ছে অবহেলা জনিত দূর্ঘটনা

০৪ ঠা মে, ২০২১ সন্ধ্যা ৬:০৭

স্পীড বোট চলে, অনুমতি নাই। এতো চোখ ফাঁকি দিয়ে চলে। দেখার কেউ নাই। ৯ বছরের মেয়ে মীমের কান্না দেখে ইউএনও সাহেব কেঁদে দিলেন।
কিভাবে পারে এরা? এতো সুন্দর অভিনয়?

না মানে আপনাদের নাকের ডগা দিয়েই তো লাইসেন্স বিহীন এই ড্রাইভার, স্পীড বোট চলছিলো তাই না? আছে কোনো ট্রেনিং এইসব স্পীড বোট চালকদের? নৌপথে কোনো শৃংখলা নাই। সড়ক পথে নাই। আছে টা কোথায়?
বাংলাদেশে যত দূর্ঘটনা ঘটে তার ৯০% হচ্ছে অবহেলা জনিত দূর্ঘটনা ।
সংশ্লিষ্ট রা যদি তাদের দায়িত্ব পালন করতে না পারেন তবে কি লাভ এই লক্ষ লক্ষ মানুষের মাঝ থেকে চুল চেড়া বিশ্লেষণ করে ক্যাডার নিয়োগ দেয়ার আমার বুঝে আসেনা । মীমের কান্নায় সবাই কাঁদলেন, এখন এই মেয়েটার কি হবে?
আচ্ছা মানলাম অবৈধ ভাবে যাত্রী নিলো, ড্রাইভার অবৈধ ছিলো, কিন্তু লাইফ জ্যাকেট কি নিশ্চিত করা যেতনা? একটা লাইফ জ্যাকেট কত টাকা? একটা দেড় থেকে তিন হাজার টাকার লাইফ জ্যাকেটের জন্য একটা করে প্রাণ চলে গেলো অকালে। আমি না হয় সিন্ডিকেটের কারণে
অবৈধ নৌযান চলাচল বন্ধ করতে পারলাম না। কিন্তু লাইফ জ্যাকেট ছাড়া যেন নৌযান চলাচল করতে না পারে সেই ব্যাবস্থা টা কি নিতে পারতাম না? সরকারি মেধাবী আমলা দের প্রতি প্রশ্ন টা রইলো ।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মে, ২০২১ সন্ধ্যা ৬:১৮

চাঁদগাজী বলেছেন:



একটা স্পীডবোট কতজন মানুষ বহন করতে পারে? কতজনকে বোটে দেখার পর, আপনি সেই বোটে উঠবেন না?

০৭ ই মে, ২০২১ সকাল ৯:২০

আহসানের ব্লগ বলেছেন: আমি তো স্পীড বোটে উঠবোই না । কিন্তু মানুষের নেচার ই তো এমন । এখন এদের আটকানোর জন্যই তো প্রশাসন ।

২| ০৪ ঠা মে, ২০২১ রাত ৮:২৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


এই সব গতিযুক্ত বোট পদ্মার মতো নদী পার হবার জন্য তৈরী করা হয়নি।
অন্তত খেয়ানৌকার জন্য তৈরী করা হয়নি।
মানুষের লোভ সীমাহীন।

০৭ ই মে, ২০২১ সকাল ৯:২১

আহসানের ব্লগ বলেছেন: সীমাহীন।

৩| ০৪ ঠা মে, ২০২১ রাত ১০:০৬

রাজীব নুর বলেছেন: বাংলাদেশের মানুষ সর্তক না। সর্তক থাকলে দূর্ঘটণা অবশ্যই কম ঘটবে।

০৭ ই মে, ২০২১ সকাল ৯:২১

আহসানের ব্লগ বলেছেন: প্রশাসন থেকে শুরু করে কেউ ই সতর্ক না।

৪| ০৫ ই মে, ২০২১ রাত ১২:২৩

সিগনেচার নসিব বলেছেন: জবাবদিহিতার অনুশীলন থাকলে এসব অবহেলা জনিত দূর্ঘটনা ঘটতো না কোন সেক্টরে।

০৭ ই মে, ২০২১ সকাল ৯:২১

আহসানের ব্লগ বলেছেন: কোনো জবাবদিহিতা নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.