নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ › বিস্তারিত পোস্টঃ

আমার প্রতিষ্ঠান সম্পূর্ণ দূর্নীতি মুক্ত

০৪ ঠা অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৬:২০

এক রাত চট্টগ্রাম মেডিকেলের সামনে রাত কাটিয়েছে পাম গাছের নিচে। এমন ঠান্ডা জ্বর ধরেছে আমাকে বিছানা থেকে ওঠাই কষ্টকর। যারা কিনা শীতে বৃষ্টিতে খোলা আকাশের নিচে দিনের পর দিন কাটায় তাদের কথা ভাবতেই আমার হৃদয় টা দুমড়ে মোচড়ে উঠছে।। বিশেষ করে শিশু যারা তাদের কথা আর কি বলবো। অনেকে ১ দিনের বাচ্চা নিয়ে রাত কাটায় পথে পথে। লাখ লাখ কোটি টাকা পাচার হচ্ছে নব্য হায়েনাদের হাত ধরে। যারা আমাদের দেশের লোক আমাদের ই কারো ভাই কারো বোন। তারাই চুরি চামারি করছে। গরীবের টিসিবির পণ্য পর্যন্ত ছাড় দিচ্ছেনা তারা, স্বাস্থ মন্ত্রণালয় ৫০০০ কোটি টাকা সরকার কে ফেরত দিয়েছে খরচ করতে পারেনি তাই। অথচ চিটাগং মেডিকেলে একটি বেডে ৩ টি শিশু। চটগ্রামে আরেক টি শিশু হাসপাতাল করা এখন সময়ের দাবী। আমরা বুড়োরা না হয় যেমন তেমন বলতে পারি কোথায় কি সমস্যা হচ্ছে। বুকে ব্যথা উঠলে বলতে পারি পেটে ব্যথা উঠলেও বলতে পারি। শিশু রা কিছুই বলতে পারে না। তারা অসুখ হলে শুধু ঘুমায়, দূর্বল শরীর নিয়ে খেতেও পারেনা। কিনলাম ৩ টা অক্সিজেন সেট, ইন্টেক অক্সিজেন সেট গুলো তারা রেখে দিলো, আমার ছেলে টাকে দিলো অন্যের ব্যবহৃত অক্সিজেন সেট। নাকে ঢুকানোর পাইপ টাই শুধু নতুন ছিলো। তাও ওয়ার্ড বয় এক টানে খুলতে গিয়ে নিজের পায়ে সাথে লাগিয়ে ফেললো সেই নাকের পাইপ টা। কোথায় যাবেন কাকে বলবেন? কোনো রকমে বেঁচে আছি আমি আপনি এই তো বেশী। এই ওয়ার্ড বয় গুলো তো আর বাইরের দেশের কেউ নয়, আনসার সদেস্য গেটে দাঁড়িয়ে ১০০ টাকা রেখে দিলেন। ভেতরে ঢোকার জন্য। অথচ তখন ভিজিটিং আওয়ার চলে। আর চট্টগ্রাম মেডিকেলের পরিচালক তার অফিসের সামনে পোস্টার টানিয়ে রেখেছেন আমার প্রতিষ্ঠান সম্পূর্ণ দূর্নীতি মুক্ত। দূর্ণীতি মুক্ত।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:৫৬

ঋণাত্মক শূণ্য বলেছেন: যে দেশে ১৫ দিনের বাচ্চার পাসপোর্ট বানাতে গিয়ে পুলিশ ভেরিফিকেশনের জন্য ১৫০০ টাকা ঘুষ দিয়ে প্রমান করা লাগে যে ১৫ দিনের বাচ্চা কোন সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত নয়, সে দেশে দুর্নিতি মুক্ত হওয়ার ঘোষণা মোটামুটি আষাঢ়ে গল্পের মতই!

২০ শে অক্টোবর, ২০২১ রাত ১০:২২

আহসানের ব্লগ বলেছেন: কি আর বলবো ভাই।

২| ০৪ ঠা অক্টোবর, ২০২১ রাত ১১:০২

কামাল১৮ বলেছেন: দুদুকের ছাড়পত্র আছে।কতটাকা দিলে ছাড়পত্র পাওয়া যায় জানা আছে?

২০ শে অক্টোবর, ২০২১ রাত ১০:২২

আহসানের ব্লগ বলেছেন: সেটা তো জানিনা।

৩| ০৪ ঠা অক্টোবর, ২০২১ রাত ১১:০৪

কামাল১৮ বলেছেন: দুদক হবে

২০ শে অক্টোবর, ২০২১ রাত ১০:২২

আহসানের ব্লগ বলেছেন: আচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.