নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ › বিস্তারিত পোস্টঃ

মানুষ কি পাখির কবিতা হতে পারবে?

২৫ শে নভেম্বর, ২০২১ রাত ৯:২১

শত সহস্র নদীর স্রোত আর নানান উপকথা
শত শত পুরাণ যখন বিধানে পরিণত হয়।
পৌরাণিকে যখন শত কোটি মানুষ ডুবে থাকে।
যখন কিনা সাধারণের মহামারী শত বছরের
বুড়িকে দায়ী করে শূলে চড়ানো হয়।
গিলোটিন যখন গিলে খাচ্ছিলো প্যারিসের শত শত
অপরাধী ও নিরপরাধ মানুষের জীবন।
মানুষ যখন বুঝতে শিখেছে জানতে শিখেছে-
কিন্তু কখনোই আবেগ ও হিংস্রতাকে আয়ত্বে
নিয়ে আসতে পারেনি।
অথবা আত্মহংকারকে বলি দিতে চায়নি অনেকে।
গ্যালিলিও যখন ক্ষমা চাচ্ছিলো মূর্খ ধর্মাবতারের কাছে,
মহাকাল কি তখন নত হয়েছিলো?
এখন গ্যালিলিও সত্য কিন্তু সে কি জানে এখন
তার সম্মান সমুন্নত।

পৃথিবীতে সময় বাধা সময়ের নিয়মে,
কিন্তু যেখানে শুধুই অন্ধাকার, নেই কোনো পদার্থ অথবা প্রতি পদার্থ।
যেখানে নাই কোনো জীবনের কোনো চিহ্ন,
সেখানেও কি সময়ের একই নিয়ম!
মানুষ এখন অনেক কিছু হাতের মুঠোয় নিতে চাইছে।
কিছু হয়তো সে হাতের মুঠোয় নিয়ে আসছে,
কিছু হয়তো পারবে আরও শত শত বছর পরে।

পূর্বে আকাশের তারারা ছিলো খোলা আকাশের ছাদের ফুটো,
স্বর্গের আলোর ঝলক দেখা যেতো সে ফুটো জুড়ে।
আর চাঁদ কে বলা হতো কলঙ্কিনী।
সেই চাঁদ আজ জোয়ার ভাটার নেপথ্যে।

চাঁদ, সূর্য, শনি কিংবা বৃহস্পতি।
কি আসে যায় ছায়াপথ যদি সেখানে প্রাণ না থাকে!
কিন্তু মানুষ! সে আর কত বছর?
অনেক তো হলো, এবার ?
সভ্যতার বিকাশে পৃথিবীটা একটা বিস্ফোরণের অপেক্ষায় আছে।
হয়তো বা অতিকায় হস্তির ন্যায় আমরাও একদিন মুছে যাবো।
আবার হয়তো তৃণভোজী প্রাণি আর শিকারী প্রাণির
দাপটে মুক্ত হবে পৃথিবী। কিন্তু মানুষের কি আরেক টা সুযোগ পাওয়া উচিৎ না?
মানুষ কি আবার পাখির গান গাইবে নাকি হন্য হয়ে ধংসে মেতে উঠবে আবার।
মানুষ কি পাখির কবিতা হতে পারবে?

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৫ শে নভেম্বর, ২০২১ রাত ৯:২৬

চাঁদগাজী বলেছেন:



এগুলো তো আার কথা নয়, এগুলো আপনার নে আসে কেন?

২| ২৫ শে নভেম্বর, ২০২১ রাত ৯:৪২

চাঁদগাজী বলেছেন:



এগুলো তো আার কথা নয়, এগুলো আপনার *মনে আসে কেন?

২৫ শে নভেম্বর, ২০২১ রাত ৯:৫৬

আহসানের ব্লগ বলেছেন: জানিনা প্রিয় ব্লগার। হঠাত মাথায় আসলো, কিবোর্ড হাতে নিলাম। কি লিখলাম, ভুল হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

৩| ২৬ শে নভেম্বর, ২০২১ রাত ১২:০১

চাঁদগাজী বলেছেন:


ব্লগারেরা কেন কবিতা লেখেন, সেটা জানতে চাচ্ছি!

৪| ২৬ শে নভেম্বর, ২০২১ রাত ১২:২৭

রাজীব নুর বলেছেন: আমরা বিশ্বাসকে হারিয়েছি বলে জীবনের সবচেয়ে বড় মূল্যবোধকেও হারিয়ে ফেলেছি । জীবনের প্রতি সত্য নিষ্ঠা নেই বলে আমরা প্রতি কাজে এমনকি বন্ধুত্ব, ভালোবাসা এবং প্রেমেও ছল চাতুরি এবং স্বার্থবুদ্ধির আশ্রয় নিই !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.