নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!
রমজানে পাড়ায় পাড়ায় গড়ে ওঠে ইফতারের স্টল। গত বছর হাফ কেজি ফিরনি কিনেছিলাম একদিন। বাসায় ক্ষুধার্ত পেটে আজানের পরে পানি খেয়ে ফিরনি মুখে দিলাম। মুখে দিয়ে বুঝলাম ফিরনি না এটা সুজি গুড়া, আটা, চিনির মিশ্রণে একটা মন্ড শুধু।
পরদিন সেই দোকানে গেলাম দেখলাম দোকান দার লোক মাথায় টুপি দিয়ে বিক্রি করছেন দেদার্সে । তারে জিগ্যেস করলাম ভাই আপনি কি বেহেশতে যাবেন? আমার প্রশ্ন শুনে দোকান দার ভ্যাবা চ্যাকা খেয়ে গেলো। ১ মিনিট ইতস্তত করে মৃদ হুংকার দিতে চাইলেও তার গলা দিয়ে স্বর বের হয় নাই । আমি ই তাকে হেল্প করলাম ঘটনা বুঝাতে।
হাফ কেজি আটা, সুজি আর চিনির মন্ড যে ফিরনির নাম করে বেচলেন আপনি কি আসলেই মনে করে মাথায় টুপি দিয়েই বেহেশতে চলে যাবেন?
আরেক কাস্টমার হ্যাডম ধারি দোকান দার কে সাপোর্ট করে বললেন। "ভাই আমিও গত কাল কিনেছি ভালো হয় নাই। এরা আগে বানায় নাই তো।" আমি সেই হ্যাডম ধারি কাস্টমার কে থামিয়ে বললাম। বাহ ভালোই তো বললেন, আগে কোনোদিন না বানিয়েই কিভাবে আটা আর সুজি মিশ্রন করে দুইটা চিনি দিয়ে হাফ কেজি ফিন্নি নামের অখাদ্য ১১০ টাকা বেচা যায় সেই ট্রেনিং ওনার আছে ।
এই রমজান মাসে আমাদের দেশের ব্যবসায়ী শ্রেণী শয়তানের দায়িত্ব নিজ কাধে নিয়ে নেয়।
আজকে বাসায় বলে দিয়েছি কোনো প্রকারের কোনো দোকান থেকে কোনো ইফতারী পন্য না কিনতে। বাসায় বানাতে পারলে বানাবা না হলে ভাত রান্না করবা।
সকাল ৭টা থেকে ৫ টা পর্যন্ত জানোয়ারের মত খেটে যে দুইটা টাকা পাই তা দিয়ে এই শুয়োর গুলোর পেট ভরতে পারবোনা।
০৪ ঠা মে, ২০২২ দুপুর ১২:২০
আহসানের ব্লগ বলেছেন: এটা আসলেই সত্য।
২| ০২ রা এপ্রিল, ২০২২ রাত ১১:৫১
শার্দূল ২২ বলেছেন: ত্যগের মাসে ভোগের সম্রাজ্য।
এই সময়ে বেচাবিক্রি বেশি হয়, তার মানে লাভ বেশি, সারা বছর যা লাভ করেন এই সময়ে তার চেয়ে কয়েকগুন বেশি, সুতরাং যারা ভালো মানুস তারা বলবে দাম কোমিয়ে দাও। বেচাবিক্রি বেশিহচ্ছে। যত বিক্রি বাড়বে দাম তত কমে, এমোন কিছই এই দেশ হয়, কিন্তউ আমাদের দেশেও এমন জরুরু
থ্যাক ইউ
০৪ ঠা মে, ২০২২ দুপুর ১২:২০
আহসানের ব্লগ বলেছেন: দেশে তো সব অমানুষ। তেল লুকিয়ে রাখছে দোকান দারেরা ।
৩| ০৩ রা এপ্রিল, ২০২২ রাত ১২:৪৮
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: রমজানে শয়তান জেলে বন্দি থাকার কথা। কিন্তু শয়তানের সংখ্যা এতো বেশি যে কারাগার উপচে অনেকগুলো বাইরে বেরিয়ে পড়েছে।
০৪ ঠা মে, ২০২২ দুপুর ১২:২৩
আহসানের ব্লগ বলেছেন: হইতে পারে।
৪| ০৩ রা এপ্রিল, ২০২২ রাত ১২:৪৯
রাজীব নুর বলেছেন: দেশে ভালো লোক নাই। আমি ভিষন আশাহত।
০৪ ঠা মে, ২০২২ দুপুর ১২:২৩
আহসানের ব্লগ বলেছেন: আমিও ভাই।
৫| ০৩ রা এপ্রিল, ২০২২ রাত ১:১২
সোবুজ বলেছেন: রমজানের পরে শয়তানকে ঢিল মেরে আসবে।সাত খুন মাফ।ইসালামে এই ব্যবস্থা করাই আছে।
০৪ ঠা মে, ২০২২ দুপুর ১২:২৪
আহসানের ব্লগ বলেছেন: হ্যা বান্দার হকের যে কোনো মাফ নাই ওরা তা জানে না।
৬| ০৩ রা এপ্রিল, ২০২২ সকাল ৯:৪২
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আমাদের ব্যবসায়ীরা সবচেয়ে নিকৃষ্ট।
০৪ ঠা মে, ২০২২ দুপুর ১২:২৪
আহসানের ব্লগ বলেছেন: একমত।
৭| ০৪ ঠা এপ্রিল, ২০২২ দুপুর ২:৫৫
আমি ব্লগার হইছি! বলেছেন: দোকানের ইফতার একেবারেই খাবেন না। খুবই ক্ষতিকর উপকরণ দিয়ে ইফতার বানানো হয়। এর চেয়ে বাড়ীর খাবার হালকা পাতলা যা পারেন খাবেন।
০৪ ঠা মে, ২০২২ দুপুর ১২:২৪
আহসানের ব্লগ বলেছেন: ঘরে সেটাই বলে দিয়েছিলাম।
©somewhere in net ltd.
১| ০২ রা এপ্রিল, ২০২২ রাত ১১:০১
সোনাগাজী বলেছেন:
রমযান মাসে শয়তান জেলে থাকে, জেলে যাবার আগে অনেককে দায়িত্ব দিয়ে যায়।