নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ › বিস্তারিত পোস্টঃ

অমল স্যার

০৮ ই এপ্রিল, ২০২২ বিকাল ৩:২৮

আমি তখন ক্লাস নাইনে, নতুন একজন গণিত টিচার এসেছিলেন, নাম অমল স্যার সম্ভবত। ওনার কারনে একজন কোচিং মাস্টার জাহেদ স্যার সম্ভবত ওনার নাম। ওনার কোচিং ব্যবসায় একটু ভাটা পড়েছিলো অমল স্যারের কারণে। একদিন জাহেদ স্যার আমাদের সবাইকে শিখিয়ে দিলেন অমল স্যার কে কিছু এডভান্স লেভেলের প্রশ্ন করার জন্য । যেমন জিরো মাইনাস নাকি প্লাস? শূন্য ধণাত্মক নাকি ঋণাত্মক?

অমল স্যার কে এই প্রশ্ন টা করে উনি আমাদের মাধ্যমে ওনাকে হেয় করতে চেয়েছিলেন যেন আমরা জাহেদ স্যারের কাছে ই পড়ি।
গ্রামে গঞ্জে এমন টিচার দের পলিটিক্সের ঘৃন্য আরও অনেক অনেক উদাহরণ আছে। কোচিং ব্যবসা বন্ধ হউক । ঘটনা এখন যেগুলি ঘটছে তাদের সুষ্ঠ তদন্ত হউক।
অমল স্যারের উত্তরঃ শূণ্য হচ্ছে নিউট্রল পয়েন্টে বিরাজ করে। এটি না পজেটিভ না নেগেটিভ, মানে মাইনাস অথবা প্লাস কোনোটিই নয়।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০২২ বিকাল ৩:৪২

ইমরোজ৭৫ বলেছেন: কিছু কিছু শিক্ষক ছিলো যারা এমন করিতেন।

০৪ ঠা মে, ২০২২ দুপুর ১২:২৫

আহসানের ব্লগ বলেছেন: এটা সব স্কুলেই আছে।

২| ০৮ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:২১

রাজীব নুর বলেছেন: অমল স্যারের জন্য শ্রদ্ধা।

০৪ ঠা মে, ২০২২ দুপুর ১২:২৫

আহসানের ব্লগ বলেছেন: ধন্যবাদ।

৩| ০৮ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৩৫

সোবুজ বলেছেন: অমল,বিমলরাই বিজ্ঞানের ভালো টিচার ছিল।দুই একজন রহিম করিমও ছিলো।অমলদের আমরা ঝেটিয়ে বিদায় করেছি।হাই আজ বিজ্ঞান শিক্ষার এই অবস্থা।সবাই মাওলানা হয়।

০৪ ঠা মে, ২০২২ দুপুর ১২:২৫

আহসানের ব্লগ বলেছেন: :(

৪| ০৮ ই এপ্রিল, ২০২২ রাত ৮:৪৯

রূপক বিধৌত সাধু বলেছেন: আমি নিজেও সহকর্মীদের ঘৃণ্য পলিটিক্সের শিকার হয়েছি।

০৪ ঠা মে, ২০২২ দুপুর ১২:২৬

আহসানের ব্লগ বলেছেন: কি আর বলবো।

৫| ০৮ ই এপ্রিল, ২০২২ রাত ১১:২৯

শরীফ হোসেন (অপু) বলেছেন: আমার জীবনেও এই রকম নানা ধরনের ঘটনা ঘটেছে। তাও চেষ্টা করেছি সব সময় এই ধরনের কর্মকান্ড থেকে বিরত থাকার। যাই হউক আমার এইখানে আসার উদ্দেশ্য হলো। যারা বেকার ভাই-বোন আছেন নিয়মিত চাকরি সন্ধানি ভাই-বোনদের একটি বার্তা পৌছে দিতে চাই সেটি হলো। আমি বাংলাদেশের সকল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সংগ্রহ করে একসাথে আমার একটি ব্লগ ওয়েব সাইটে পাব্লিশ করে থাকি নিয়মিত। তাই আপনারা যদি চাকরির সন্ধ্যান করে থাকেন তাহলে আমার ওয়েব সাইটটি ভিজিট করতে পারেন। ধন্যবাদ।

০৪ ঠা মে, ২০২২ দুপুর ১২:২৬

আহসানের ব্লগ বলেছেন: B:-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.