নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ › বিস্তারিত পোস্টঃ

ক্ষমাই যদি করতে না পারি তবে শিক্ষক হলাম কিসে?

১২ ই এপ্রিল, ২০২২ রাত ৯:২৪

নিপাট ভদ্র লোক, কি মায়াভরা মধ্য বয়স্ক মুখ,
২২ টি বছর করেছেন অন্ধকারের মুখ উজ্জ্বল।
পড়িয়েছিনে শত শত ছাত্র তাহার, প্রশ্নবানে জর্জড়িত
হয়েছেন বারংবার। নিজ অবিশ্বাস জানান দিয়েছিলেন শুধু।
করেন নি কোনো কুটুক্তি।
করেছেন অস্বীকার সনাতন সহ সকল ধর্মের অস্তিত্ব।
সবে যদি একই ধর্মের আর কর্মের হন,
তবে দরকার কি আর স্বর্গ, নরক!
সকল বিচারভার যদি মোদের হাতে তবে রোজ হাশরের
কি আয়োজন!
হেদায়েত কখন কে পাইবে তাতো শুধু
তিনিই জানেন। তার আগেই ভয় ভীতি ঘৃণা জাগানো,
কেড়ে নেয়া নাগরিক নিরাপত্তা, ১৯ টি দিন নিদারুন যন্ত্রণা।
যে জাতির সকাল সন্ধ্যা টিকটকে পড়ে থাকা
আর ওদেরই কিনা অনুভূতির কি কুমন্ত্রণা।

কিন্তু অতঃপর শিক্ষক কহিলেন স্মিত হেসে,
ক্ষমাই যদি করতে না পারি তবে শিক্ষক হলাম কিসে?

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০২২ দুপুর ১২:৫৮

প্রামানিক বলেছেন: ধর্ম নিয়ে এরকম করা ঠিক হয় নাই।

০৪ ঠা মে, ২০২২ দুপুর ১২:২৭

আহসানের ব্লগ বলেছেন: আপনাকে অনেক দিন পরে দেখে ভালো লাগলো।

২| ১৩ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:১১

রাজীব নুর বলেছেন: যেসব বিষয় নিয়ে ক্যাচাল লাগে, সেসব বিষয় গুলোই আমার অপছন্দ।

০৪ ঠা মে, ২০২২ দুপুর ১২:২৭

আহসানের ব্লগ বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার।

৩| ১৪ ই এপ্রিল, ২০২২ ভোর ৪:০৮

গরল বলেছেন: উনার জন্য রইল নিরঙ্কুশ শ্রদ্ধা, তবে ঐসব শিশুদেরতো আর দোষ না, দোষ হচ্ছে শিশুদের মগজে যারা আবর্জনা ঢুকিয়েছে তাদের।

০৪ ঠা মে, ২০২২ দুপুর ১২:২৭

আহসানের ব্লগ বলেছেন: হ্যা। মগজ ধোলাই যারা করেছে তাদের ধরতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.