নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ › বিস্তারিত পোস্টঃ

ইজারায় দেশ শেষ

০৫ ই মে, ২০২২ রাত ৯:৩৫

আমার দেশের একটা স্থানে ঘুরতে যাবো, টিকিট কেন কাটবো? যারা টাকাটা নেয় তারা কি ই বা সেবা করে পর্যটক দের? অনেক বার খইয়া ছড়ি গিয়েছি কোনো বার টিকেট কাটতে হয় নাই। শেষ বার দেখি জন প্রতি ২০ টাকা। এই টাকা কোথায় যায় আর এই টাকা দিয়ে পর্যটক দেরও কোনো ফায়দা হয় না। একটা অঞ্চলে যখন সারাদেশের মানুষ যায় সেই অঞ্চল টা এমনিতেই সমৃদ্ধ হয়। এখন কয়েক বছর ধরে পুরো দেশ টাই ইজারার আওতায় চলে যাচ্ছে। কোনো রকমে টেবিল চেয়ার নিয়ে প্রবেশ পথে বসে গেলেই হলো। এই হচ্ছে অবস্থা। দেশ টাকে এবার মাননীয় প্রধাণ মন্ত্রী বেঁচে দিলেই পারে। জায়গায় জায়গায় গুন্ডা বদমাস পালছেন, নাটাইয়ের ঘুড়ি শুধু আপনারই হাতে। প্রত্যেক টা জায়গায় ঘুষখোর আর দূর্ণীতি বাজ রা বসে আছে। প্লিজ পরের বার আপনি আর ক্ষমতায় আসিয়েন না। এদেশের মানুষের আওয়ামী বিরোধী দল গুলোর শাসন দেখার দরকার আছে। আর আপনি ক্ষমতায় যদি কন্টিউনিউয়াস থাকেন তবে এইযে অপরাধী গুলো জীবনেও ধরা পড়বেনা। নতুন নতুন বেগম পাড়া তৈরী হবে সবদেশে। আপনি চলে যান, অন্তত কিট গুলো কে তত্বার মত কেউ এসে ধরার সুযোগ পাবে।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই মে, ২০২২ রাত ৯:৪১

সোনাগাজী বলেছেন:



শেখ হাসিনার বিকল্প দেখছেন?

০৭ ই মে, ২০২২ রাত ৯:১৪

আহসানের ব্লগ বলেছেন: বিকল্প নাই তা আমিও স্বীকার করি। কিন্তু যেভাবে সব চলছে তাও মেনে নিতে পারছিনা। শেখ হাসিনা মারা গেলে দেশের কি হাল হবে সেটা চিন্তা করি। বয়স তো হচ্ছে ওনার তাইনা? তার আগে গণতান্ত্রিক ধারা টা যদি ফেরানো না যায় তবে তো আর্মি এসে পড়বে, দেশ আবার স্থবির হয়ে পড়বে। আমি আমাদের ভবিষ্যত নিয়ে চিন্তিত। কি হবে পরে?

২| ০৫ ই মে, ২০২২ রাত ৯:৪২

ভার্চুয়াল তাসনিম বলেছেন: অনেক অর্থনীতিবিদ অনুমান করছেন, " দেশ শ্রীলঙ্কার পথে যাচ্ছে '

অর্থনৈতিক ঘাটতি পূরণ করা লাগবে না? ।

০৭ ই মে, ২০২২ রাত ৯:১৫

আহসানের ব্লগ বলেছেন: এই টাকা দেশের কোষাগারে যায় না। গেলে খুশিই হতাম।

৩| ০৫ ই মে, ২০২২ রাত ১০:০৩

মরুভূমির জলদস্যু বলেছেন: ‌ইজারার এই বিষয়টি প্রায় সব খানেই চোখে পরে।

০৭ ই মে, ২০২২ রাত ৯:২০

আহসানের ব্লগ বলেছেন: দুঃক্ষজনক।

৪| ০৫ ই মে, ২০২২ রাত ১০:১৭

শাহ আজিজ বলেছেন: সব থেকে কম কষ্টের আয় এই ইজারা থেকে , এতো সহজে ছাড়বে বলে মনে হয় না ।

০৭ ই মে, ২০২২ রাত ৯:২০

আহসানের ব্লগ বলেছেন: আমারো মনে হয় না।

৫| ০৫ ই মে, ২০২২ রাত ১০:৫৬

প্রতিদিন বাংলা বলেছেন: আগামীতে রাস্তায় হাঁটতেও টেক্স লাগবে (জোক নয় সিরিয়াস )

০৭ ই মে, ২০২২ রাত ৯:২০

আহসানের ব্লগ বলেছেন: সে জন্যই আমাদের জোক না করে এসব ব্যাপারে কথা বলতে হবে।

৬| ০৫ ই মে, ২০২২ রাত ১১:২৬

বিজন রয় বলেছেন: এই জন্য দেশে মিলিটারী দরকার।

০৭ ই মে, ২০২২ রাত ৯:১৯

আহসানের ব্লগ বলেছেন: মিলিটারি শাসন কি যে ভয়ংকর তা চোখে না দেখলে বলতে পারবেন না।

৭| ০৫ ই মে, ২০২২ রাত ১১:৪৭

হাসান কালবৈশাখী বলেছেন:
মিলিটারী শাসন আরো খারাপ।

আমার দেখায় টুরিস্ট এলাকায় প্রথম ইজারা সিস্টেম চালু করেছে আর্মিরা।
আমি কক্সবাজার সেন্টমার্টিন টেকনাফ বান্দরবানের নীলাচল নীলগিরি চিম্বুক সব জায়গায় ঘুরেছি কোথাও টিকিট সিস্টেম ইজারা সিস্টেম দেখিনি ।
কিন্তু মিলিটারি চালিত সাজেকে যেয়ে অবাক হলাম। যেখানেই যে স্পটেই ঢুকতে চাই ইজারাদার। টিকিট সিস্টেম। কেন? এলাকায় ঢোকার আগেই তো এন্ট্রি ফি মোটা অংকের টাকা দিলাম এরপর আবার টিকিট?

০৭ ই মে, ২০২২ রাত ৯:১৯

আহসানের ব্লগ বলেছেন: ভাই আর্মি রা এক দিক থেকে খুশি আছে এসব পেয়ে। ওরা ওদের মতন ঠান্ডা থাকলে আর আমাদের কোনো গা নেই। নাইলে ১৫ বছর আগেও তো সবাই ক্যু এর বয়ে থাকতাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.