নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ › বিস্তারিত পোস্টঃ

ইউপিএসের ব্যাটারী

০৭ ই মে, ২০২২ রাত ৯:০৩

নিউমার্কেট সংলগ্ন রিয়াজ উদ্দীন বাজার থেক ইউপিএসের ব্যাটারীর দাম কম কিন্তু ওয়ারেন্টি নাই। জিগ্যেস করলাম স্টার্টেক রায়ান্স ওরা ওয়ারেন্টি দিতে পারলে আপনারা পারেন না কেন?
উত্তরঃ ওরা খুচরা ২ গুন দামে সেল করে আর আমরা একটা নিলেও পাইকারি দামে দেই আর ২০ টা নিলেও পাইকারি দামে দেই।।
ওইসব দোকানে ব্যাটারী ১৪০০ টাকা আর এখানে ৮৫০ থেকে সর্বোচ্চ ১০০০ টাকা। ওরা আপনার কাছে প্রায় ৪০০ টাকা বেশী রাখতেসে, কিন্তু ওয়ারেন্টি মাত্র ৬ মাস। বড়জোর ১০০ টা ব্যাটারী তে ১ টা ব্যাটারী ৬ মাসের আগে ড্যাম খায়। সেখানে ওইসব দোকান দার ৪০০ টাকা করে ১০০ ব্যাটারী তে ৪০০০০ টাকা বেশী রাখতেসে, আর এর মধ্যে যদি ৫ টা ব্যাটারী ও রিপ্লেস করে তবুও ওদের লস হবেনা কারণ ওরা অলরেডি জন প্রতি ৫৫০ থেকে ৪০০ টাকা বেশী রাখতেসে। ওয়ারেন্টির নাম করে আপনারা ধরা খাচ্ছেন আর কিছুনা।
যাই হউক সব দোকানীর কাম আরেক দোকানীর বদনাম করা। তবুও ৮৫০ টাকা দিয়া নয়া ব্যাটারী ঢুকিয়ে দিসি ভেতরে । ১২ ঘন্টা চার্জ দেয়ার পরে ব্যাক আপ পাইসি অনলি ১৩ মিনিট । আগের দিনের পুরানা লো ওয়াটের পিসি চালাতাম ২০ থেকে ৩০ মিনিট । এখন ব্যাটারী সেই সেভেন AH ই থেকে গেসে কিন্তু প্রসেসর গুলোর ওয়াট বেড়েই চলেছে। ভাবতেসি একটা নিজের হাতেই ইউপিএস বানিয়ে নেবো। কিন্তু সময় বড় বেয়ারা। ঈদের বন্ধে একটাও মেকানিকের দোকান খোলা ছিলনা। ব্যাং।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই মে, ২০২২ রাত ৯:১১

এম ডি মুসা বলেছেন: নিউ মার্কেট ছাত্র পক্ষে ছিলাম, কিন্তু আমরা ফেসবুক থেকে দূরে বসে যেখান থেকে প্রতিবাদ করছি।
নিউ মার্কেট দামের সমস্যা, তারা সকলেই ব্যবসা নিয়ে পড়াশোনা করেন নাই মনেহয়।।

ব্যবসায়ীদের ভোক্তা পর্যায়ে,, পণ্য মান
ক্রেতাদের সন্তুষ্টি,
পণ্য ভ্যালু দেওয়া।
পণ্যের মান নির্ধারণ।
বিক্রেতার আচরণ সন্তুষ্টি

এইগুলো ব্যবসায় মৌলিক অধিকার।

নয়তো ব্যবসা প্রতিষ্ঠান বলা যায় কি?
যাইহোক আশাকরি এই সরকার উৎপাদন থেকে ভোক্তা পর্যায়ে
সমস্যা সমাধা করবে

০৭ ই মে, ২০২২ রাত ৯:৪৬

আহসানের ব্লগ বলেছেন: এখানে নিউমার্কেটের ব্যবসায়ী দের বিরুদ্ধে কিছু বলা হয় নাই।

২| ০৭ ই মে, ২০২২ রাত ৯:৩৯

ভার্চুয়াল তাসনিম বলেছেন: মনে হয় পুরাতন ব্যটারী ঘষামাজা করে বিক্রি করে নিউমার্কেট ব্যবসায়ীরা।

০৭ ই মে, ২০২২ রাত ৯:৪৫

আহসানের ব্লগ বলেছেন: না ব্যাকআপ ভালোই । এখনো ভালই চলছে। দেখা যাক পরে কি হয়। এক নাম্বার ব্যাটারীও একবছরের বেশী যায়না।

৩| ০৭ ই মে, ২০২২ রাত ১০:০৪

বিজন রয় বলেছেন: সবাই বলে ভাল জিনিষের দাম বেশি।
কিন্ত আমাদের দেশে খারাপটার দাম বেশি।

০৭ ই মে, ২০২২ রাত ১০:১৪

আহসানের ব্লগ বলেছেন: যাকে যেভাবে ঠকানো যায় আর কি ।

৪| ০৭ ই মে, ২০২২ রাত ১০:০৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ইনভার্টার পবো কিনা ?
আর ভালো সোলার মেকানিক কোথায় পাই ???

০৭ ই মে, ২০২২ রাত ১০:১৩

আহসানের ব্লগ বলেছেন: ঠিক বলতে পারছিনা। রহিম আফরোজে যোগাযোগ করুন।

৫| ০৮ ই মে, ২০২২ রাত ১২:৪৯

গরল বলেছেন: মার্কেট প্লেস থেকে টেলিকমের বিটিএস থেকে ফেলে দেওয়া ২V এর AGM VRLA ব্যাটারি সেল পাওয়া যায়। ওরা প্রতি ৩-৪ বছর পর পর পরিবর্তন করে, তার পরেও ওনেক ভালো থাকে। আপনার আইপিএস ২৪ভোল্ট এর হলে ১২ টা সেল সিরিজে যোগ করে লাগাতে পারেন। তবে সবচেয়ে ভালো পুরাতন APC 1200/1500 VA এর একটা UPS কিনে নিতে পারেন। তাতে ব্যাটারি সেল লাগবে ২৪ টা। সব মিলিয়ে প্রায় ৩০ হাযার টাকা খরচ পরবে তবে ৭-৮ বছর চলে যাবে। আমি একটা বানিয়েছিলাম, আমার পুরো বাসার মেইন লাইনে কানেকশন দেওয়া ছিল, ৯ বছর ব্যাবহার করেছি। একবার সারা দিন বিদ্যুৎ ছিল না, শুধু দুই রুমে সারাদিন ফ্যান ও লাইট চালিয়েছি। কোন সমস্য হয় নাই।

১৮ ই মে, ২০২২ রাত ৮:০২

আহসানের ব্লগ বলেছেন: ধন্যবাদ চেষ্টা করে দেখবো ভাইয়া।

৬| ০৮ ই মে, ২০২২ রাত ১:১৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আল্লাহ তোমার কাছে
বিচার দিয়া গেলাম!

১৮ ই মে, ২০২২ রাত ৮:০৩

আহসানের ব্লগ বলেছেন: :D

৭| ০৮ ই মে, ২০২২ ভোর ৬:২১

রিফাত হোসেন বলেছেন: যারা এত গলাবাজি করল আপনার সাথে, তাদেরকে ৩ মাসের warranty দিতে বলেন। সেটাও দিবে না। তবে অনেকে বানিয়ে নেয়, ভাল যায়। আমার একটা নষ্ট হয়েছিল, ঢাকা থেকে ঠিক করে দিয়েছে। আমি অন্য জেলাতে অর্ডার করেছিলাম। ক্ষেত্র বিশেষে পণ্য warranty সহ কিনলে সুবিধা হয়।

১৮ ই মে, ২০২২ রাত ৮:০৩

আহসানের ব্লগ বলেছেন: ব্যাটারী তো এখনো ভালই সার্ভিস দিচ্ছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.